সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন।
হারামিরফোন আমাগো কিছুদিন পর পর বাঁশ দেয় এটা সবাই জানে।
মাঝে মাঝে জিপি থেকে অনেক ভালো ভালো অফার পাই কিন্তু মাঝে মাঝে জিপি এমন সব কাজ করে ইচ্ছা করে লবণ ছারা পানি দিয়া গিল্লা খাই।
গ্রামীণফোন আমাদের কাছ থেকে এত টাকা খায় তারপরেও ওরা আমাদের একটু সুযোগ সুবিধা দেয় না।
কিছু করতেও পারি না আর কচু গাছ এ ফাঁসি ও দিতে পারি না।
হাত বাঁধা আমাদের।
ওরা যতই বাঁশ দিক আমাদের তবুও আমাদের কষ্টের টাকা ওদের দিতেই হবে।
গ্রামীণফোন আমাদের সাথে তামাশা শুরু করছে।
আগে আমরা নিশ্চিন্তে এমবির মেয়াদ বাড়াতে পারতাম কিন্তু এখন আর ঐ পদ্ধতি কাজ করছে না।
বেপার না। আমরা এমবির মেয়াদ বাড়াবো।
প্রথমে আপনি *১১১*৬*৬# ডায়ল করে প্যাকেজ টি ডিএক্টিভ করে নিন।
তারপর সিম টা ১৫মিনিট বন্ধ রাখুন।
তারপর সিম ওপেন করে *৫০০*১# ডায়াল করুন।
কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর *৫০০*১১*১# ডায়াল করুন।
থামেন আগেই এমবি চেক করবেন না। এখন ফোন টা বন্ধ করে আবার ওপেন করে দেখুন এমবির মেয়াদ ৩০দিন হয়ে গেছে।
আমি নিজে পরীক্ষা করে এই টিউন করেছি তাই চেষ্টা না করে খারাপ টিউমেন্ট করবেন না।
কনো সমস্যা হলে আমাকে ফেসবুক এ পাবেন।
আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এমবি হারাবে না তো?