গ্রামীণফোনে এমবির মেয়াদ বাড়ছে না? এইদিকে আসুন আর এমবির মেয়াদ বাড়িয়ে নিন নতুন পদ্ধতি তে!

সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন।

হারামিরফোন আমাগো কিছুদিন পর পর বাঁশ দেয় এটা সবাই জানে।

মাঝে মাঝে জিপি থেকে অনেক ভালো ভালো অফার পাই কিন্তু মাঝে মাঝে জিপি এমন সব কাজ করে ইচ্ছা করে লবণ ছারা পানি দিয়া গিল্লা খাই।

গ্রামীণফোন আমাদের কাছ থেকে এত টাকা খায় তারপরেও ওরা আমাদের একটু সুযোগ সুবিধা দেয় না।

কিছু করতেও পারি না আর কচু গাছ এ ফাঁসি ও দিতে পারি না।

হাত বাঁধা আমাদের।

ওরা যতই বাঁশ দিক আমাদের তবুও আমাদের কষ্টের টাকা ওদের দিতেই হবে।

গ্রামীণফোন আমাদের সাথে তামাশা শুরু করছে।

আগে আমরা নিশ্চিন্তে এমবির মেয়াদ বাড়াতে পারতাম কিন্তু এখন আর ঐ পদ্ধতি কাজ করছে না।

বেপার না। আমরা এমবির মেয়াদ বাড়াবো।

প্রথমে আপনি *১১১*৬*৬# ডায়ল করে প্যাকেজ টি ডিএক্টিভ করে নিন।

তারপর সিম টা ১৫মিনিট বন্ধ রাখুন।

তারপর সিম ওপেন করে *৫০০*১# ডায়াল করুন।

কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর *৫০০*১১*১# ডায়াল করুন।

থামেন আগেই এমবি চেক করবেন না। এখন ফোন টা বন্ধ করে আবার ওপেন করে দেখুন এমবির মেয়াদ ৩০দিন হয়ে গেছে।

আমি নিজে পরীক্ষা করে এই টিউন করেছি তাই চেষ্টা না করে খারাপ টিউমেন্ট করবেন না।

কনো সমস্যা হলে আমাকে ফেসবুক এ পাবেন।

আমার ফেসবুক আইডি

Level New

আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এমবি হারাবে না তো?

limit ase ki????

খুবী উপকারী টিঊনস। আসা করি সারা বাংলাদেেশেের মাানুুষের কাজে লাগবে।

Level New

thanks

amr nyt tym unlimited package 2gb use er por fup ase,, etarmeyad barano jabe ki

Level 0

*১১১*৬*৬# ডায়াল করলে অবশিষ্ট থাকা এমবি বাতিল হয়ে যাবে নাতো?

Level New

না এটার মেয়াদ বাড়বে না। মেয়াদ বাড়াতে গেলে আপনার প্যাকেজ টি আপনি হারাবেন@লিমন

Level New

জি না ভাই @রাজু

এটা কি ১০০% কাজ করবে???

@নীল: ভাইয়া আমি চেষ্টা করলাম হয়না । কি করবো একটু বলবেন প্লিজ……

দূর ভাই,,কোন কাজ ই করে না,,,,, মেয়াদ ২দিন বাড়ছে মাত্র,,,,

ভাই, জিপি কে ফ্রি নেট দিয়া বাঁশ দিতে খুব আরাম পাই।…. বর্তমানে পিসিতে জিপি ফ্রি নেট বন্ধ (আমার জানা মতে)। নতুন কোন ট্রিক থাকলে আশা করি শেয়ার করবেন….

টেকটিউনের সম্মানিত টিউনার ভাইদের কাছে বিনীত অনুরোধ, আমাকে একটা কাজ দিন। অনেক কষ্টে অন্যের কম্পিউটার ব্যাবহার করে আমি এই সামান্য কাজ শিখেছি। আমি ইন্টারনেটে পিটিসি সাইটে কাজ জানি, গুগল সার্চিং ভাল জানি, শিক্ষক নিবন্ধনের কাজ জানি, ভিসা চেকিং করতে জানি, অনলাইনে চাকুরির আবেদন করতে জানি, সামাজিক নেটওয়ার্কিং জানি, সামান্য বাংলা ও ইংরেজী টাইপ জানি। বেতনের ব্যাপারে আপনার ইচ্ছাই চুড়ান্ত। আমার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, বয়স-৩২ বছর, আমার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। ০১৭৫০১৪৬০৩১, ০১৭৮৮৫৭৭৩১৪

ধন্যবাদ।

ভাই মেয়াদতো বাড়লোনা !
বরং কমে গেছে !

কি করা যায় ?

Level 0

ভাই বাঁশ খাইলাম, ৫ দিন মেয়াদ ছিলো এখন দেখি ২দিন,

meyad barse thanks

Level 2

ইমরান খান meyad kivabe barlo janaben ki.Ami ei podhoti diye onek bar try koreo 2 diner besi meyad ante pari ni.Apni ki kono special GP Sim use koren?

Level New

দেখি কাজ হয় কি না!

valo

TT তে এমন ফালতু পুষ্ট ভাতেই পারি না কিন্তু চুখের সামনে আসে

না ভাই কাজ করলো না।………….খুব ব্যথিত হলাম।