আইসিসি র‍্যাংকিং এবং রেটিংস উইডগেট আপনার ব্লগ বা ওয়েব সাইটের জন্য

 

আসছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫! সেই উপলক্ষ্যে আজ হাজির হলাম একটি ক্রিকেট উইডগেট নিয়ে। লাইভ ক্রিকেট উইডগেট নয়! এর আগে ক্রিকেট লাইভ স্কোরের অসাধারন একটি উইডগেট শেয়ার করেছিলাম। কিন্তু আজ ক্রিকেট সংক্রান্তই আরও একটি উইডগেট। এটা শুধু ব্লগস্পটের জন্য নয় কিন্তু! আমি শুধুমাত্র উইডগেটটির সোর্স কোড শেয়ার করছি। আপনি ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস বা অন্য যেকোন প্লাটফর্মের ব্যবহারকারীই হোন না কেন। কোডটি যথানিয়মে বসিয়ে দিলেই আপনার ওয়েব সাইট / ব্লগে দেখা যাবে সুন্দর একটি আইসি র‍্যাংকিং এবং রেটিং উইডগেট (ICC Rating & Rating Widget)। কোন র‍্যাংক এবং রেটিং পরিবর্তন হলে সেটিও হয়ে যাবে অটোমেটিক আপডেটেড! তাই কথা বাড়িয়ে লাভ কি। যারা চান আপনার ব্লগে সুন্দর একটি আইসিসি র‍্যাংকিং / রেটিং গেজেট বসাতে। তারা চলুন ব্লগার মারুফের সাথে। তার আগে জানিয়ে দেই কি কি থাকছে এই ছোট উইডগেটে? আসলে ক্রিকেটে রেটিং এবং র‍্যাংকিং এ যা থাকে সে সবই আছে এই উইডগেটে। টি টোয়েন্টি, ওয়ানডে, টেস্ট ৩ ফরম্যাটের ক্রিকেটের বোলার, ব্যাটম্যান এবং টিমের র‍্যাংক এবং রেটিং রয়েছে। আপনার ব্লগে উইডগেটটি লাগানোর আগে চাইলে এক নজরে দেখে আসতে পারেন আইসিসি ক্রিকেট র‍্যাংকিং এবং রেটিং উইডগেট লাইভ ডেমো

এখন কিভাবে আপনার সাইটে আইসিসি রেটিংস  উইডগেটটি বসাবেন?

আমরা এবার চলে আসি মূল কথায়। এখন আপনি কিভাবে ব্লগে উইডগেটটি লাগাতে চাচ্ছেন তা নিয়ে ভাবছেন? আশা করছি আপনি যেকোন উইডগেট আপনার ব্লগে বা ওয়েব সাইটে বসাতে পারেন। তাই শুধু প্রয়োজন উইডগেটের কোডটি। নিচে শেয়ার করছি আইসি ক্রিকেট রেটিং এবং র‍্যাংকিং উইডগেট কোড। কপি করে শুধু আপনার ওয়েবসাইট বা ব্লগে যেখানে বসাতে চান সেখানে বসিয়ে দিন। ব্যাস্‌ কাজ শেষ!


<a href="http://www.bloggermaruf.com">Blogger Maruf</a> and <a href="http://www.rupayon.com">Rupayon.Com</a>
 <script>
  d="www.cricwaves.com";
   wi ="n";
  co ="2";
 </script>
 <script type="text/javascript" src="http://www.cricwaves.com/cricket/widgets/script/iccScript.js"></script>

আমি একদম নতুনদের জন্য এবং নতুনদের উদ্দেশ্য করেই প্রতি পোস্ট লিখি। আজ সময়ের অভাবে হয়ত খুবই কম কথায় লিখলাম। নতুনদের কোন সমস্যা থাকলে জানাবেন। আর এক্সপার্টরা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।

সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই লাইভ স্কোরের কোডটা দিবেন ?

Live Score er jonno bhalo kono code widget apnar kase ase?

ধন্যবাদ শেয়ার করার জন্য। লাইভ স্কোরের পদ্ধতির লিংকটা দিলে ভাল হতো।