আপনার নাম ব্যবহার করে কেউ ক্রাইম করলে আপনি কি করবেন? এবং আইপি অ্যাড্রেস এর ম্যাধ্যমে জেনে নিন হ্যাকারের অবস্থান!

সবাইকে আমার সালাম।

আশা করি আপনারা সবাই ভালো আছেন।

আজ আমি যে বিষয়ে টিউন করতে যাচ্ছি সে বিষয়ে হয়তো আগে টিউন করা হয়নি।

আজকের বিষয় হল আইপি অ্যাড্রেস।

আমরা সবাই আইপি অ্যাড্রেস এর বেপারে কম বেশি যানি।

ধরুন কেউ একজন ইন্টারনেট ব্যবহার করে ভার্চুয়াল জগৎ এ ক্রাইম করছে।

এখন তাকে কিভাবে খুজে বের করা যাবে?

আইপি অ্যাড্রেস এর মাধ্যমেই তাকে খুজে বের করা সম্ভব।

কিভাবে চলুন দেখা জাক।

ধরুন আপনার নাম ব্যবহার করে কেউ ক্রাইম করছে অথবা ধরুন একজন হ্যাকার আপনার আইডি হ্যাক করেছে।

এখন আপনার ইমেইল এ একটা মেইল আসবে জেটি তে ঐ হ্যাকার এর অবস্থান এর একটি আইপি অ্যাড্রেস থাকবে।

আইপি অ্যাড্রেস টি থাকবে এইরকম '177.66.53.5' জা কয়েকটি সংখামাত্র!

জা থেকে আপনি কখনোই বুঝতে পারবেন না এটি কোন জায়গা।

তাই আমাদের একটি ওয়েবসাইট এর সাহায্য নিতে হবে আইপি অ্যাড্রেস থেকে ঠিকানা জানতে।

প্রথমে এখানে জান

তারপর নিচে দেখুন একটি বক্স আছে।

সেখানে ওই আইপি অ্যাড্রেস টিই বসিয়ে Trace IP With IP Track এ ক্লিক করুণ।

তারপর দেখুন ঐ আইপি অ্যাড্রেস এর সব ডিটেইলস চলে আসছে।

এইভাবে খুব সহজে জানতে পারবেন আইপি অ্যাড্রেস থেকে ঠিকানা।

যে কোনো প্রয়োজনে আমাকে ফেইসবুক এ পাবেন।

আমার ফেসবুক আইডি

ভালো থাকবেন আপনারা।

Level New

আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

লিঙ্ক এ ঢুকতে প্রবলেম হলে http://www.ip-tracker.org এখানে জান

Level 0

ভাইয়া,হ্যাকাররা হ্যাকিঙের আগে আইপি অ্যাড্রেস চেঞ্জ করে।তাহলে এই ট্রিকটা দিয়ে তাদের কি ভাবে ধরবে?

Ip Change করলে এইভাবে ধরা যাবে না। এবং এইভাবে হ্যাকার কে Trace করা কখনোই Possible না। যারা মোবাইল নেটওয়ার্ক/ওয়াইম্যাক্স Use করে তাদের ত সব ঢাকাতেই IP Trace হবে।

যারা টর ব্রাউজার ব্যবহার করে কিছু সময় পর পর তাদের আইপি এবং ম্যাক এড্রেস অটো চেঞ্জ হয় তাদের তো খুঁজতে গেলে সারাদিন লাগবে ।

assa ip adress change software use korle ki totaly safe tjaka jabe, ar apnar dewa link kaz korteche nah

Tor Browser ইউস করলে কিভাবে ধরবেন।