টেলিটক ও জিপির নতুন কিছু নেট প্যাকেজ

সবাই কেমন আছেন? আশা করি ভালোই। 🙂

আজ আমি আবার ফিরে এলাম আমার নতুন পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি সম্প্রতি টেলিটক এবং জিপির ঘোষণাকৃত কিছু নতুন প্যাকেজ সম্পর্কে সবাইকে জানাবো। প্রথমেই টেলিটকের প্যাকেজগুলি জেনে নিইঃ

১) ৩০০ টাকায় ৫ জিবি। নিঃসন্দেহে অসাধারণ একটি প্যাকেজ! আমি নিজেই ব্যাবহার করছি। ব্যাবহার করতে পারবেন দিনে ১৮ ঘণ্টা, মানে রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্যাকেজটি কিনতে D63 লিখে 111 এ সেন্ড করুন। প্যাকেজের মেয়ার ১ মাস। 

২) আগেরটার মতই এটাও টেলিটকের অসাধারণ একটি প্যাকেজ বলা যায়। মাত্র ৫০০ টাকায় ১০জিবি! হ্যা, ঠিকই দেখেছেন আপনি। কিনতে চাইলে ডায়াল করুন D61 লিখে 111 এ। ব্যাবহার করতে পারবেন ১৮ ঘন্টা। প্যাকেজের মেয়ার ১ মাস। 

৩) ২৫ জিবি ৩জি ডেটা মাত্র ১১০০ টাকা। (১ এমবিপিস/৩০ দিন) – কোড D65 লিখে 111 এ সেন্ড করুন। প্যাকেজের মেয়ার ১ মাস বা ৩০ দিন। 

এবার আসি গ্রামীণফোন বা হারামির ফোন সম্পর্কে 🙂 এদের প্যাকেজের বরাবরের মতই ভুয়া এবং বাটপারি টাইপের তাও দিয়ে দিলাম। আমার কাছে টেলিটকেই বেস্ট।

১) ৯৯ টাকায় পাবেন ১ জিবি নেট। সাথে হাজারো শর্তঃ

  • ১ জিবি'র জন্য: “1GB” লিখে এসএমএস করুন ৯৯৯৯ নম্বরে (মেয়াদ ১০ দিন)
    ২৫০ এমবি'র জন্য: “250MB” লিখে এসএমএস করুন ৯৯৯৯ নম্বরে (মেয়াদ ৫ দিন)
    প্যাকেজ-এর স্পিড টায়ার ৫১২ কেবিপিএস
    ১৫% ভ্যাট প্রযোজ্য
    ২জি এবং ৩জি সকল গ্রাহকরা এই প্যাকটি কিনতে পারবেন।
    SMS চার্জ প্রযোজ্য হবে না।
    আপনি যদি এই অফার এর জন্য eligible না হয়ে থাকেন তবে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

আশা করি পোস্টটা আপনাদের ভাল লেগেছে। কমেন্ট এ জানাবেন আপনার মতামত। 🙂 সবাইকে ধন্যবাদ পড়ার জন্য।

ZubyTech (একদম নতুন কিছু! এই ব্লগে শীঘ্রই লেখালেখি করে আয়ের ওপরে একটি সিরিজ চালু করছি। সিরিজ পড়তে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন এখানে।)

ZubyTech পেইজ (টেক নিউজ, টিপস, ট্রিকস, মোবাইল আপডেট, নেট ট্রিক্স সহ সমস্ত কিছু এখন ফেসবুকেই পাবেন! মাত্র একটা লাইক দিয়ে রাখুন।)

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য…

Level 0

GP er ta kaj korena! vua offer

GP’s Offer is for those who didn’t use internet more then 5MB in tha last month.

এই অফার এর ভিত্তিতে অন্য ফোন কোম্পানি গুলা অ ইন্টারনেট এর দাম কমাবে নিশ্চিত , কারন বাজারে তাদের টিকে থাকতে হবে, কিন্তু টেলিটক যদি এই অফার না দিত তাহলে তারা কমাত নাহ, এভাবেই চলতে থাকত , কিন্তু আমাদের এক ধরনের মন মানসিকতা তৈরি করতে হবে দেশি পণ্য ব্যবহার করার , নিজেদের পণ্য কে প্রমোট করার দায়িত্ব নিজেদের এ নিতে হবে, ফোন কোম্পানি গুল যত প্রতিযোগিতা করবে তত আমাদের লাভ, তাই এখনি সময় টেলিটক সিম কিনে নেওয়ার , 😛 জিপি হবে বন্ধ অথবা কল করার জন্য, আর টেলিটক হবে ইন্টারনেট ব্যবহার করার জন্য,

৯৯ টাকায় পাবেন ১ জিবি নেট। সাথে হাজারো শর্তঃ<<<<<<<<<<<<>> হা হা হা :- D কথাটা মনে ধরার মতো। কথাটা শুনে খুব ভাল লাগছিল। টিউনটির জন্য ধন্যবাদ

জিপি হারামি পুরা বজ্জাত।আগে দাম কমায়না।অন্য কোম্পানি যখন দাম কমায় তখন তারা নিজিদের অস্তিত্ব ঠিক রাখার জন্য দাম কমায়। হারামির বাচ্চা জিপি

512 kbps Unlimited Broadband কত কেউ কি বলতে পারবেন?

Level New

900 kbps Unlimited Broadband 600 tk.

জয় টেলিটলকের জয় ! আমি শুধু আমার বর্তমান প্যাকেজের ( জিপি নাইট টাইম ) মেয়াদ শেষ হবার অপেক্ষায় অছি ! 😀

Level 0

টেলিটক বেস্ট, সবাই হারামিন ফোন ত্যাগ করা উচিত?অার টেলিটক সারদেশে ৩জি দেয়া উচিত

টেলিটক দেশের সম্পদ,নেটের ক্ষেত্রে সবার উচিত টেলিটক ব্যবহার করা কিন্তু আমার বাড়ি আনোয়ারায় কোন নেটওয়ার্কও নেই! নেটওয়ার্কের জন্য গাছে উঠলেও নো সার্ভিস! :p
ক্যমতে ইউস করি টেলিটক? সরকারের উচিত ছিল না সারাদেশে টেলিটকের নেটওয়ার্ক দ্রুত চালু করা?

আর হারামীর ফোন জিপির চেয়ে এয়ারটেল অনেক ভালো, নেট প্যাকেজ টেলিটকের চেয়ে সাশ্রয়ী, প্রতিদিন ১২০ এম্বি লিমিট ফ্রি চালাচ্ছি প্রায় একবছর ধরে…এর চেয়ে আর কিছু লাগে? তাই আমি সবকিছু বিবেচনা করে প্রমোট করব এয়ারটেলকে!