গ্রামীণফোন বাম্পার অফার : ৯৯ টাকায় ১ জিবি, ৪৯ টাকায় ২৫০ মেগাবাইট

গ্রামীণফোন-এর সকল সম্মানিত গ্রাহকগণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গত ৩০ দিনে যেসকল জিপি ব্যবহারকারীর ডাটা ইউসেজ ৫এমবি-এর কম, তারা ১জিবি থ্রিজি ইন্টারনেট  উপভোগ করতে পারবেন মাত্র ৯৯ টাকায় এবং ২৫০ এমবি থ্রিজি ইন্টারনেট  উপভোগ করতে পারবেন মাত্র ৪৯ টাকায়।

অফারটি চালু করতে গ্রাহকগণকে নিচের অ্যাক্টিভেশন প্রক্রিয়া অনুসরণ করতে হবে:

  • ১ জিবি'র জন্য: “1GB” লিখে এসএমএস করুন ৯৯৯৯ নম্বরে (মেয়াদ ১০ দিন)
  • ২৫০ এমবি'র জন্য: “250MB” লিখে এসএমএস করুন ৯৯৯৯ নম্বরে (মেয়াদ ৫ দিন)
  • প্যাকেজ-এর স্পিড টায়ার ৫১২ কেবিপিএস
  • ১৫% ভ্যাট প্রযোজ্য
  • ২জি এবং ৩জি সকল গ্রাহকরা এই প্যাকটি কিনতে পারবেন।
  • SMS চার্জ প্রযোজ্য হবে না।
  • আপনি যদি এই অফার এর জন্য eligible না হয়ে থাকেন তবে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

Level 0

আমি telekothon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওর চাইতে টেলিটক অফার ভালো,

প্রিপেইডঃ

১ জিবি ৩জি ডেটা মাত্র ৯৯ টাকা — কোড D63
৫ জিবি ৩জি ডেটা মাত্র ৩০০ টাকা। (৫১২ কেবিপিস/৩০ দিন) – কোড D63
১০ জিবি ৩জি ডেটা মাত্র ৫০০ টাকা। (৫১২ কেবিপিস/৩০ দিন) – কোড D64
২৫ জিবি ৩জি ডেটা মাত্র ১১০০ টাকা। (১ এমবিপিস/৩০ দিন) – কোড D65
প্যাকটি সাবস্ক্রাইব করতে উপরের কোড গুলো সেন্ড করুন ১১১ নম্বরে।
মেয়াদ সকল প্যাক এর ক্ষেত্রে ৩০ দিন।

Level 0

1জিবি 3জি ডেটা টা অফ পিক প্ল্যান (রাত 2টা থেকে পরের দিন সন্ধ্যা 6টা, তবে বর্তমানে সম্ভবত রাত 12টা থেকে পরের দিন সন্ধ্যা 6টা পর্যন্ত করেছে) – এর, তবে 24 ঘন্টার জন্য না।

Level 0

দুঃখিত আমার উপরের কমেন্টটি আসলে টেলিটকের একটি পোষ্টে করতে যেয়ে ভুলবশত এই পোষ্টে করে ফেলেছি। কমেন্ট ডিলিটের কোন উপায় না থাকায় ডিলিট করতে পারলাম না।

Level 0

না কমেন্টটি ঠিকই আছে দেখছি। 😛 আসলে আমার কমেন্টটি এই টিউনের কমেন্টে লিমন ভাই যে রিপ্লাই দিয়েছেন তার উদ্দেশ্যে লিখেছি (টেলিটকের ডাটা প্যাকেজ সম্পর্কে), টেলিটকের প্যাকেজটি অফ-পিক প্ল্যানের। তবে টেকটিউনসে কমেন্ট ডিলিটের অপশন দেয়া উচিত অথবা এডিটের।

হা হা খুব এ মজার , কমেন্ট ঠিক আছে , হম টেকটিউনসে কমেন্ট ডিলিটের অপশন দেয়া উচিত অথবা এডিটের, সহমত

eligible আছে কিনা,এটা দেখব কিভাবে?

Teletalk is best!

এইটা আসলে বাম্পার অফার না ব্যাম্বো অফার ভুলে মনে বাম্পার লিখছে ।