আমি বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, আমদের গ্রামটি খুলনা জেলা থেকে প্রায় ১২ কি.মি. ভিতরে, এখানে Wifi বা 3g একটি কাল্পনিক ব্যাপার। আমি যখন খুলনাতে থাকি তখন তো Broadband ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু যখন গ্রামে আসি তখন দুঃখের সীমা থাকে না, কারণ ফেসবুক ই লোড হয় না, এজন্য অনলাইনে অনেক ঘাঁটাঘাঁটি করে একটি পদ্ধতি বের করলাম যেটি একথায় অসাধারন
এবার আসি কাজের কথায়ঃ
এজন্য আপনার যে যন্ত্রপাতির প্র্যয়োজন হবে,
Satellite dish antenna
screwdriver
USB WiFi adapter
Nylon cable ties ( শক্তপোক্ত দড়ি)
USB cable
USB extension cable (উঁচুতে অ্যান্টেনা বসাতে চাইলে)
যদি 3g ধরতে চান তাহলে 3g Modem
কিভাবে সেট করবেন সেটা বলে বোঝাতে গেলে আপনাদের বিরক্তি লাগবে, এজন্য আমি যে ভিডিওটি দেখে এটা করলাম আপনারাও সেটা দেখুন বরং সেটাই ভাল হবে,
যারা গ্রামে বসবাস করেন তারা ভিডিওটি এখান থেকে ডাউনলোড করতে পারেন।
প্রয়োজন বোধে আমার গ্রুপে বিরক্ত করতে পারেন,
ওহ আর একটা কথা, এই পোস্টটিও গ্রামে বসেই করছি,
আমি নয়ন আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক কাজের জিনিস, আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দিন।