সবাই কেমন আছেন? আশা করি ভালো। 🙂
ইদানিং ব্লগ ও ব্লগিং এই দুইটা বিষয়ের সাথে আরও যেই জিনিসটা একদম ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে "ব্লগিং করে ইনকাম"। আমি বর্তমানে যতগুলি ব্লগ দেখে তার মধ্যে ৯০% ব্লগেই এই বিষয়টা বলা হয়েছে। কিন্তু, এই ব্লগের পোস্টগুলি যদি আপনি পড়েন তাহলে মনে হবে ব্লগিং করে কত সহজেই না আয় করা যায়! আজকে ব্লগ খুললাম আর কালকে থেকে আয় করা শুরু করলাম! 🙂
আরে ভাই, যদি এতই সোজা হত আয় করা তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তাদের সমস্ত রকমের কাজ ছেড়ে দিয়ে ব্লগিং করতে আরম্ভ করতো। আসল সত্যটা হচ্ছে পৃথিবীর যেকোনো যায়গায় এবং যেকোন কাজে অর্থ আয় করার জন্য লাগে পরিশ্রম। শুধুই পরিশ্রম। আজ আমি সেটাই সবাইকে বলার চেস্টা করছি।
ইন্টারনেট দুনিয়া নানা সফল ব্লগারের সফলতার কাহিনী শুনে অনেকেই টাকা আয়ের সপ্নে বিভোর হয়ে যায়। কিন্তু, কেউ কি একবারও চিন্তা করেছেন যে তাদের সফল হতে কতটা পরিশ্রম করতে হয়েছে? আমি এমন অনেক ব্লগারকে চিনি যারা শুধুই রাত-দিন খেটে বর্তমানে অনেক ভালো পজিশনে চলে গেছে। সেটা তারা এক দিনে করতে পারেনি।
আপনি যদি ব্লগিং এ উন্নতি করতে চান এবং এই সেক্টরে কাজ করতে চান তাহলে আগে ভালোভাবে এই কয়টি প্রশ্ন পড়ুন এবং এগুলোর উত্তর দেওয়ার একটা চেস্টা করে দেখুনঃ
১) আপনি কি পরিশ্রম করতে প্রস্তুত?
২) ব্লগিং কি আপনার আসলেই করতে ভালো লাগে নাকি শুধুই টাকা আয়ের জন্য ব্লগ খুলতে চান?
৩) প্রতিদিন একটা নির্দিস্ট সময় দিতে পারবেন ব্লগে?
৪) ধৈর্য ধরে কাজ করতে পারবেন? ব্লগিং এ ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ...
এই প্রশ্ন গুলি মনোযোগ সহকারে পড়ে নিজেই উত্তর দিন। যদি উত্তরগুলি পজিটিভে থাকে তাহলেই কেবল ব্লগিং আপনার জন্য। সত্যিকারের ইচ্ছা নিয়ে ব্লগিং করতে পারলে সফলতা যেকোন মুল্যে আসবে। বর্তমানে ওয়েব দুনিয়ায় হাজার হাজার সফল ব্লগার এর জলন্ত উদাহারন।
সবাইকে নিয়ে আমি "ব্লগিং করে আয়" বিষয়ের ওপরে একটি সিরিজ চালু করতে চাই। এটি আমি টেকটিউনস এবং আমার ব্লগ ZubyTech এ প্রকাশ করবো। কেউ কি আগ্রহি আমার সাথে এই সিরিজে থাকতে? যদি আগ্রহী থাকেন তাহলে আমার ব্লগে সাবস্ক্রাইব করে নিতে পারেন অথবা এই পেজে লাইক দিয়ে রাখতে পারেন। এতে সিরিজ চালু হওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যাবেন।
সবার মন্তব্য আশা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 🙂
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com
ভাইয়া কি নিজের ব্লগের এড দিলেন?