পছন্দের প্রোগ্রাম থাকবে সবচেয়ে উপরে

কিছু কিছু প্রোগ্রামে ‘Always on Top’ নামের একটি সুবিধা আছে ফলে উক্ত প্রোগ্রামটিকে অনান্য চলতি প্রোগ্রামের উপরে রাখা যায়। কিন্তু যেসব প্রোগ্রামে ‘Always on Top’ সুবিধা নেই সেগুলোকে উপরে রাখা যায় না।

Deskpin নামের একটি সফটওয়্যার দ্বারা Always on Top এই সুবিধা পাওয়া যায়। সফটওয়্যারটি

http://www.mediafire.com/download/ha8uwe7215yjzra/Deskpins_2.zip

http://www.mediafire.com/download/rkwjmpjbth66idj/Deskpins_2.exe

থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন।এবার সফটওয়্যারটি চালু করলে সিস্টেমট্রেতে একটি পিনের আইকন আসবে। এই আইকনে ক্লিক করলে মাউস পয়েন্টারটি পিন হবে, এখন যে সক্রিয় প্রোগ্রামের টাইটেলবারে পিনটি দ্বারা ক্লিক করবেন সেই প্রোগ্রামটি পিনআপ হবে এবং ‘Always on Top’ হিসাবে ব্যবহৃত হবে। ‘Always on Top’ বাদ দিতে চাইলে টাইটেলবারের লাল পিনের উপরে ক্লিক করলেই হবে।

আপনি চাইলে ফেসবুকে চ্যাট করতে করতে অন্য কাজ করতে পারবেন চ্যাট উইনডো উপরে রেখে

আপনি চাইলে skype  চ্যাট করতে করতে অন্য কাজ করতে পারবেন চ্যাট উইনডো উপরে রেখে

Level 0

আমি Webmaster5। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

kharap na jinis ta

Level 0

ভালো লাগলো। কাজে লাগবে

Level 0

ঠিক বলছেন, কাজের জিনিস