হেহ, মহান গুগল এইবার তার নিজের আসল রুপ দেখানো শুরু করলো। খুব হিসাব কইরা

মন মেজাজ ভালোই ছিলো। নিজের সাইট গুলো বেশ দাঁড়িয়ে গেছে, নিত্যনতুন সুবিধা আমিও যোগ করি। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে আপডেটেড রাখতে হয় নিজের কালেকশন। কিন্তু গুগল এটা কি করলো এবার ?

খবর দেখলাম বিডিনিউজ২৪ এ। শিরোনাম “গুগল সার্চে গানের কথা”

মানে বুঝেন নি ? দাড়ান, পুরো আর্টিকেল টাই তুলে দিচ্ছি,

সার্চ ইঞ্জিনের মাধ্যমে পুরো গানের কথা দেখানো শুরু করেছে ওয়েব জায়ান্ট গুগল। গুগল সার্চ ইঞ্জিনের নতুন এই ফিচারের ব্যবহার সহজ আর দ্রুত গতির হলেও এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে এটি।

সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল-এর এই উদ্যোগে গানের কথা বা লিরিক্স খুঁজে পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে সংগীত প্রেমীদের জন্য।

গানের লিরিক্সের প্রচলিত সাইটগুলো ধীর গতির, আর বিজ্ঞাপনে দৌরাত্বের কারণে সাইটগুলো প্রায়শই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় ব্যবহারকারীর জন্য। এই প্রতিবন্ধকতা এড়িয়ে গানের কথা খুঁজে বের করা গুগলের এই নতুন ফিচার সহজ করে দেবে বলে মন্তব্য করেছে সিএনএন।

সিএনএনের ওই প্রতিবেদন অনুযায়ী, গুগল নতুন ফিচারটি পরীক্ষামূলকভাবে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে চালু করেছে। প্রাথমিকভাবে গুগল সার্চের এই সেবা কিছু জনপ্রিয় গানের জন্যই সীমাবদ্ধ রেখেছে কর্তৃপক্ষ। নতুন ফিচারে গানের কথার সঙ্গে থাকবে গুগল প্লের লিংক যেখান থেকে গ্রাহক সহজে গানটি ডাউনলোড করতে পারবেন।

গুগলের এই নতুন ফিচার গানের লিরিক্সভিত্তিক ওয়েবসাইটগুলোর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে সিএনএন। এই বিষয়ে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানায়নি সাইটগুলো।  “""""

বিশ্বাস না হলে খবরের লিঙ্ক টা দিয়ে দিলামঃ http://bangla.bdnews24.com/tech/article901356.bdnews

ঘটনা নিয়ে অবশ্য তারা কেউ মাথা না ঘামালেও আমাকে ঘামাতে হচ্ছে। যারা গান শুনেন,তারা প্রায় ই ঢু মারেন বিভিন্ন লিরিক্সের ওয়েবসাইটে । মজার ব্যাপার এরকম পপুলার কিছু সাইট বিশ্বের মোস্ট ভিজিটেড ওয়েবসাইট গুলোর মধ্য পড়ে।

আমরা আগে কি করতাম, কোন লিরিক্স দরকার হলে গুগলে সার্চ করতাম। ঐ সাইট গুলোর ঠিকানা পাইতাম, ঢুকতাম। এভাবেই টিকে ছিলো ব্যাপক পরিসরে গড়ে উঠা সাইট গুলো। যেহেতু ভিজিটর ছিলো বহু, তাই সাইট গুলোতে নিয়মিত আপডেট পাওয়া যেত। আর লিরিক্সের কথা কি বলবো, কি যে নেই তাই বলা মুসকিল। কিন্তু গুগল এখন কি করলো ? সার্চ করে হোম পেইজেই দেখানো শুরু করবে লিরিক্স,নিচের ছবি টা দেখেন।

তাহলে আর পাবলিকের ওই সব সাইটগুলোতে যাবার দরকার ই নাই। মার খাবে সাইট গুলো। অনেক গুলো বড় বড় ওয়েবসাইট কদিনের ব্যাবধানে জিরো ভ্যালু তে পরিনত হবে। চিন্তা করেন ঐ ওয়েবসাইট গুলোতে যারা কাজ করতেন তাদের কথা।

গুগল ও পরিনত হচ্ছে একটা সর্বগ্রাসী ওয়েবসাইটে। এর আগেও কিছু লিখে সার্চ করলে সার্চ হোম পেইজে গুগল তাদের প্রডাক্ট ইউটিউব এর ভিডিও এর প্রাধান্য দেয়। এমন কি হাই ভিজিটেড নন প্রফিট ওয়েবসাইট উইকিপিডিয়াও রেহায় পায়নি, কোন বিখ্যাত লোকের নাম লিখে সার্চ করেন, গুগল ইউকিপিডিয়ার আর্টিকেলের একাংশ হোম পেইজের ডান পাশেই দেখানো শুরু করে। যেই হারে গুগল সবকিছুই দেয়া শুরু করছে, এক সময় কি হবে তা নিয়ে একটা মজার গ্রাফিক জোক আছে, দেখেন>

মানুষ মরলে আমাদের কি ? আমাদের দেশেও লিরিক্স নিয়ে কাজ করে এমন বহু ওয়েবসাইট আছে। বাংলা লিরিক্স, লিরিক্স ৭১ এর মত সাইট গুলো মানুষের ভালোবাসা নিয়ে চলে, কোনদিন ই আমাকে বিজ্ঞাপন এর মত ব্যাপার নিয়ে বিরক্ত হতে হয়নি। এগুলো হয়তো খুব জলদি হয়তো মার খেয়ে যাবে, কারন জানেন তো, গুগল সুধু ইংরেজী নিয়ে কাজ করে না।

ফেইসবুকের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে গুগল হয়তো নিজেদের মিউজিক ডাউনলোড সেকসন ও বানিয়ে ফেলবে, যেখানে আর্টিস্ট মার খেলে খাক, তাদের ভিজিটর থাকা নিয়ে কথাই মেনে চলবে টেক জায়ান্ট(নাকি টেক এভিল) গুগল।  গুগলের মুল নীতি ছিলো Dont Be Evil. এই মুলনীতির কারনেই একেবারে শুরুতে মাইক্রোসফট এর ব্যাবসায়ী আগ্রাসনে পড়তে হয় নি গুগল কে। বাট এখন মনে হয় বদলে বলতে হবে>>>

 

 

পোস্ট এর আগে ফাজলামী ডট কমে প্রকাশিত।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ওরে বাবারে, একি করল মামা google

আমার মনেহয়না ওরা বাংলা অক্ষরে লিরিক লিখবে

moja pelum

গুগল হয়ে উঠবে এক সময় অনলাইন ডনের ডন। তাই মনে হইতাছে

Level 0

গুগল ভালই করতেছে, অন্য সাইটে যাওয়া লাগবেনা, কিছু মেগা তো বাঁচবে।

Level 0

যে ভাল সার্ভিস দেবে ইউজার তাদের সাইট ভিসিট করবে। গুগল যদি ভালো সার্ভিস দেয় তাহলে আমরা গুগল ব্যাবহার করব। অন্য কোন সাইট যদি ভালো সার্ভিস দেয় তাহলে আমরা তাদের সাইট ভিসিট করব। এখানে গুগল এর দোষ কি?

ক্ষতি কি ???

বুঝে নিন চীনে কেন আলিবাবা ও বাইদু’র মতো সাইটগুলি উঠে এসেছে। আলিবাবাতো বিশ্বসেরাদের একটি। অবশ্য এগুলি থেকে চীনের সরকারও ট্যাক্স পাচ্ছে।

আসলেই ব্যাপারটা খারাপ হতে যাচ্ছে।