kbps (কিলো বিট প্রতি সেকেন্ডে) বনাম KBps (কিলো বাইট প্রতি সেকেন্ড), আপনার যত সন্দেহ! যারা জানেন না শীঘ্রই জেনে নিন

star 7টিউনের শুরুতেই আসসালামুআলাইকুম। আশা করি ভালই আছেন সবাই।বেশি ভুমিকা না নিয়ে শুরু করা যাক আজকের টিউন।star 7 ডাউনলোড করুন জোশ একটি কনভাটার

একজনকে দেখলাম একটা টিউনে  টুজি নেটওয়ার্ককে থ্রিজি বানিয়ে দিতে। এটা তার দোষ বলব না। এটা তার বোঝার ভুল।

আমি এই পোস্টে kbps এবং KBps বা KB/s এর মদ্ধ্যে বিভ্রান্তি দূর করার চেষ্টা করব । আশা করি আপনি এই পোস্ট পড়ার পর আপনার কাছে এটা পরিষ্কার হবে আর আপনার বিভ্রান্তিটাও দূর হবে। এই বিষয়ে এর পূর্বেও টিউন হয়েছে । তবুও বিষয়টাকে নতুন করে উপস্থাপন করলাম। আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

অধিকাংশ ব্রাউজার, ডাউনলোডার এবং FTP সহ অধিকাংশ সফটওয়ার KBps(কিলো বাইট প্রতি সেকেন্ড) এর মাধ্যমে ডাটা স্থানান্তরের হার প্রদর্শন করে। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ডাটা ট্রান্সফার গতি প্রতি সেকেন্ডে kbps(কিলো বিট প্রতি সেকেন্ডে) সিস্টেমে গণনা করা হয় ।অর্থাৎ, ইন্টারনেট ব্যান্ডউইথ আসে kbps(কিলো বিট প্রতি সেকেন্ডে) সিস্টেমে এবং ডাউনলোডের গতি প্রদর্শিত হয় KBps(কিলো বাইট প্রতি সেকেন্ড।

  • kbps(কিলো বিট প্রতি সেকেন্ডে) এবং KBps(কিলো বাইট প্রতি সেকেন্ড) এর পার্থক্য বুঝতে না পেরে মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্তির শিকার হয়।
  • 1kbps(কিলোবিট প্রতি সেকেন্ডে) কে আমরা যদি 1KBps 1kBps KB/s লেখি তাহলে আমরা ভুল করব।
  • 1KBps(কিলো বাইট প্রতি সেকেন্ড) কে আমরা 1KBps/ 1kBps KB/s লেখতে পারি।

আমরা যখন মোবাইল/ব্রডব্যান্ড/ওয়াইম্যাক্স অপারেটরদের থেকে ডাটা কিনি, তখন তারা প্রতিশ্রুতি দেয় এভাবে যে, আপনার সংযোগ 512kbps(কিলো বিট প্রতি সেকেন্ডে) এবং আপনার লিমিট 5 GB(গিগা বাইট) বা লিমিট নেই বা ফেয়ার ইউসেজ পলিসি থাকবে কিনা ইত্যাদি ইত্যাদি।

কিন্তু আপনি সংযোগ নেবার পর স্পিড দেখে বলবেন আই এস পি আপনাদের ঠকায় এবং নিম্ন মানের সেবা প্রদান করে, প্রকৃতপক্ষে তা বলার অবকাশ নেই কারন আপনি তার সাথে আগেই উপরিক্ত চুক্তি বদ্ধ। উপরিক্ত চুক্তি অনুসারে আপনার স্পিড প্রকৃতপক্ষেই পাবার কথা 62.5 KBps(কিলো বাইট প্রতি সেকেন্ড) । আশা করি বুঝেছেন।

এখন নিচের চার্টটা দেখুন তাহলে একটু ভালভাবে বুঝতে পারবেন

Internet connectivityDownload speed (approx)
256 kbps31.3 KBps
384 kbps46.9 KBps
512 kbps62.5 KBps
768 kbps93.8 KBps
1 mbps ~ 1000kbps122.1 KBps

star 7আরো ভালভাবে বুঝবার জন্য নিচের চার্ট দেখব এবং অংক করব। খেয়াল করুন নিচের চার্টটিঃstar 7

Conversion Calculator
bitbit0 or 1
1byteB8 bits
1kibibitKibit1024 bits
1kilobitkbit1000 bits
1kibibyte (binary)KiB1024 bytes
1kilobyte (decimal)kB1000 bytes
1megabitMbit1000 kilobits
1mebibyte (binary)MiB1024 kibibytes
1megabyte (decimal)MB1000 kilobytes
1gigabitGbit1000 megabits
1gibibyte (binary)GiB1024 mebibytes
1gigabyte (decimal)GB1000 megabytes
1terabitTbit1000 gigabits
1tebibyte (binary)TiB1024 gibibytes
1terabyte (decimal)TB1000 gigabytes
1petabitPbit1000 terabits
1pebibyte (binary)PiB1024 tebibytes
1petabyte (decimal)PB1000 terabytes
1exabitEbit1000 petabits
1exbibyte (binary)EiB1024 pebibytes
1exabyte (decimal)EB1000 petabytes

star 7এটি আমরা একটি সুত্রের সাহায্যে করতে পারি,

star 7সুত্রঃ

ডাউনলোড KBPS স্পিড = {(Kbps value*1000) /8)} / 1024star 7

নিচে বিস্তারিত লিখছিঃ

ধরুন আপনি 512kbps এর সংযোগ নিয়েছেন,
তাহলে,আমাদের kbps value=512
star 7যেহেতু, 1kb(kilobit)=1000bit সেহেতু, 512kb=512kb*1000bit=512000bit,
আবার,
star 7যেহেতু, 8bit=1byte, সেহেতু, 512000bit=512000bit/8=64000byte,
আবার,
star 7যেহেতু, 1024byte=1kilobyte সেহেতু, 64000byte=64000byte/1024=62.5 KB
star 7অর্থাৎ, 512kbps লাইনে আমরা স্পীড পাব 62.5 KB/s

বাস্তবিক পক্ষে আমরা কিন্তু একটু বেশিই পাই। ওরা আমাদের মোটেই ঠকাচ্ছে না। হয়তবা, আমরাই একটু কম বুঝি।
সবচাইতে সহজ হবে আপনি আপনার আই এস পির kbps ভেলুর সাথে 0.1220703125 দিয়ে গুন দিন তাহলেই KB/s স্পীড পেয়ে যাবেন।

আজ চলে যাচ্ছি। আবার অন্য কোন একদিন  কোনো এক নতুন বিষয়ে টিউন নিয়ে হাজির হব। ভাল থাকবেন সবাই।

star 7ফেসবুকে আমি Ridowan Hossainstar 7

ifacuh 2

Level 0

আমি রিদোয়ান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাঃ, এই বিষয় আগে জানা ছিল না। অসংখ্য ধন্যবাদ।

Welcome Vogiroth Das from West Bengal.

জানতাম তবুও ধন্যবাদ

ভালো লাগল

khub valo akta jinis janlam

ar mbps?

Thanks For Sharing

এত্ত বিশ্লেষন করে না বেঝালেও হয় । এভাবে বলা যায় ,
যেমন ,
যেহেতু ,
1 bit = A/B/0/1 Etc
8 bit =1 byte
1024 Byte =1 Kilobyte
সুতরাং , 1Kilobyte=8×1024 bit.

অতএব 512Kilobit=512/8 kilobyte(64KB)
অর্থাত্‍ কিলোবিট ভাগ 8=কিলোবাইট

ভাই, অনেক সুন্দর একটা টিউন করেছেন। অনেক ধন্যবাদ বিস্তারিত গুছিয়ে বলার জণ্য।

Thanks YOu very much… Jinishta ajke valovabe bujhlam.