গত পর্বে আমি বলেছিলাম কিভাবে গুগল গিয়ারস দিয়ে কি করে টেকটিউনস সহ ওয়ার্ডপ্রেসে তৈরি সাইটগুলোকে স্পিডি করতে হয়। গুগল গিয়ারস কি ও এটি কোথা থেকে ইন্সটল করতে হয় তা আছে আমার আগের পোস্ট এ। এখান থেকে পোস্টটি দেখে নিন।
প্রথমে আপনার টেকটিউনস এর টিউনার প্যানেলে যান।
তার পরে এখান থেকে Tools মেনুতে যান।
দেখবেন দুটি অপশন দেখাচ্ছে:
১. গিয়ারস স্ট্যাটাস
২. প্রেস দিস বুকমার্কলেট
এবারে এখানে দেখুন গিয়ারস সম্পর্কিত অংশে দেখাচ্ছে আপনার কম্পিউটারে গিয়ারস ইতিমধ্যেই ইন্সটল করা আছে (প্রথম টিউন পড়ে নিন, সেখানে কি করে গিয়ারস ইন্সটল করা লাগে বলেছি )। নিচে দেখুন ENABLE GEARS নামের একটি বাটন। এখানে ক্লিক করুন। ১৬৬ টা ফাইল ডাউনলোড প্রসেসিং হবে। মাত্র ৩-৪ মিনিট লাগে। তারপরে দেখুন লেখা আসবে "গিয়ারস আপডেটেড"। বুঝবেন কাজ শেষ।
এখন টেকটিউনস ব্রাউজ করুন। দেখুন কি সহজে সব কিছু লোড হচ্ছে। সবচে বড় কথা ERROR ESTABLISHING NETWORK CONNECTION এরর টি আর দেখাচ্ছে না।
উপভোগ করুন।
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
ধন্যবাদ শেয়ার করার জন্য।