টেকটিউনস এর স্পিড বাড়ান – ২

গত পর্বে আমি বলেছিলাম কিভাবে গুগল গিয়ারস দিয়ে কি করে টেকটিউনস সহ ওয়ার্ডপ্রেসে তৈরি সাইটগুলোকে স্পিডি করতে হয়। গুগল গিয়ারস কি ও এটি কোথা থেকে ইন্সটল করতে হয় তা আছে আমার আগের পোস্ট এ। এখান থেকে পোস্টটি দেখে নিন।

এবার আসুন কিভাবে গিয়ারস এনাবল করতে হয় তা দেখি:

প্রথমে আপনার টেকটিউনস এর টিউনার প্যানেলে যান।

তার পরে এখান থেকে Tools মেনুতে যান।

sshot-27

দেখবেন দুটি অপশন দেখাচ্ছে:

১. গিয়ারস স্ট্যাটাস

২. প্রেস দিস বুকমার্কলেট

এবারে এখানে দেখুন গিয়ারস সম্পর্কিত অংশে দেখাচ্ছে আপনার কম্পিউটারে গিয়ারস ইতিমধ্যেই ইন্সটল করা আছে (প্রথম টিউন পড়ে নিন, সেখানে কি করে গিয়ারস ইন্সটল করা লাগে বলেছি )। নিচে দেখুন ENABLE GEARS নামের একটি বাটন। এখানে ক্লিক করুন। ১৬৬ টা ফাইল ডাউনলোড প্রসেসিং হবে। মাত্র ৩-৪ মিনিট লাগে। তারপরে দেখুন লেখা আসবে "গিয়ারস আপডেটেড"। বুঝবেন কাজ শেষ।

sshot-29

এখন টেকটিউনস ব্রাউজ করুন। দেখুন কি সহজে সব কিছু লোড হচ্ছে। সবচে বড় কথা ERROR ESTABLISHING NETWORK CONNECTION এরর টি  আর দেখাচ্ছে না।

উপভোগ করুন।

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

দেখি কাজে লাগে নাকি।

———————————————
আমার ব্লগ- আপনি আমন্ত্রিত

ধন্যবাদ শেয়ার করার জন্য।আমার উপকারে লাগবে।

    আপনার আর কি উপকারে লাগবে বলেন। আপনার তো ণেটের স্পিড নিয়া চিন্তা নাই

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য, কাল চেষ্টা করব।

দারুণ টিউন। শেয়ার করার জন্য ধন্যবাদ।
চেষ্টা করে দেখছি 🙂

কাজ হয় ! টেকটিউন্স কতৃপক্ষ এই জিনিসটা লুকাইয়া রাখল কেন?

এটা কি ! ক্লিক দেয়ার সাথে সাথেই কমেন্ট পোস্ট !!!!!!!!!!!!

সবারই উপকারে আসবে । শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

    ধন্যবাদ আপনাকেও। আপনার বিভিন্ন টিউন এর সুফল আমি ভোগ করছি কিন্তু …

ধন্যবাদ শেয়ার করার জন্য।

পেইজ লোডের ক্ষেত্রে খুব একটা ফারাক দেখলাম না। এখন দেখি কমেন্টের ক্ষেত্রে কি হয়।

ভাই আগেও আমার টেকটিউন্সে ঢুকতে ২৪-২৫ সেকেন্ড লাগতো, এখনও লাগে। কমেন্ট করতে ৩-৪ সেকেন্ড লাগতো, এখনও তাই লাগে।

    কিজানি ভাই, আপনার কথা সত্যি হলে মনে হয় গুগল খালি খালি এইটা বানিয়েছে।

ধন্যবাদ নাইস টিউন।

Google Chrome setup দেওয়া থাকলে কি গিয়ারস setup দিতে হবে?

    আগের টিউন এ বলেই দিয়েছি। ক্রোমে আগে থেকেই গিয়ারস প্রি লোডেড দেয়াই থাকে। শুধু এই টিউন টার অনুসরন করে এনাবল করে নিন।

ধন্যবাদ….

অনেক উপকার হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ……চালিয়ে যান

ধুর মিয়া এইগুলা কাজ করে না…

Level 0

ফায়ারফক্স 4 এ গুগুল গিয়ারস সাপোর্ট করে না,
এটা কি আগে থেকেই এখানে enabled.

Level 0

vai ami to dashboard e ko no tools menu pachi na!

ভাল টিউন কাজে আসবে আসলেই লোড একটু দেরি করেই হয়