আমরা যারা ইন্টারনেট ডাটা প্যাক কিনে ব্যাবহার তাদের জন্য একটু সুখবরই বটে। যারা ইন্টারনেট প্যাক এর দাম কমানোর জন্য অনেকদিন যাবত আন্দলন করে যাচ্ছে তাদের আন্দলন টা অনেকটা সফল হতে চলেছে। সকল অপারেটর তাদের ইন্টারনেট প্যাক এর দাম কমানো শুরু করেছে। এরই ধারাবাহিকতা অনুসারে এয়ারটেল তাদের ইন্টারনেট প্যাক গুলাতে ব্যাপক রদবদল করল। কোন প্যাকেজের দাম কমিয়েছে আবার কোন প্যাকেজের মূল্য ঠিক রেখে প্যাক ভলিউম বাড়িয়ে দিয়েছে। চলুন প্যাক গুলো সম্পর্কে জেনে নেয়া যাক-
3G Internet Packs | |||||
Type | Price* | Volume | Validity | Activation | Balance check |
Both Prepaid & Postpaid | 10 | 30MB | 2 days | *121*781# | Prepaid *778*555#
Postpaid *121*70# |
15 | 40MB | 3 days | *121*5001# | ||
20 | 50MB | 7 days | *121*771# | ||
50 | 150MB | 7 days | *121*5003# | ||
100 | 300MB | 30 days | *121*5011# | ||
199 | 1GB | 30 days | *121*5014# | ||
275 | 1.5GB | 30 days | *121*731# | ||
350 | 2GB | 30 days | *121*5020# | ||
450 | 3GB | 30 days | *121*5025# | ||
650 | 5GB | 30 days | *121*711# | ||
950 | 8GB | 30 days | *121*5040# |
অবশ্যই মনে রাকবেন প্রতিটা প্যাক মূল্যের সাথে ১৫% ভ্যাট যুক্ত হবে। তাছাড়া ব্যালেন্সে আরও অতিরিক্ত ২ টাকা রেখে প্যাক কেনার জন্য রিকুয়েস্ট করবেন।
এবার আমরা দেখবো সরাসরি রিচার্জ এর মাধমে যে প্যাক গুলা পাওয়া যাবে সেগুলা সম্পর্কে-
Recharge 3G internet packs | |||||
Type | Recharge Amount* | Volume | Validity | Activation | Balance check |
Prepaid Only | 17 | 40MB | 3 days | Recharge 17 | *778*4# |
98 | 250MB | 30 days | Recharge 98 | ||
398 | 2GB | 30 days | Recharge 398 | ||
517 | 3GB | 30 days | Recharge 517 | ||
747 | 5GB | 30 days | Recharge 747 |
এখানে কোন প্রকার ভ্যাট প্রযোজ্য হবে না।
উপরের সকল ধরনের প্যাক 2g এবং 3g উভয় নেটওয়ার্কে ব্যাবহার হবে।
টিউনটি প্রথম আমার ব্লগ এডুকেয়ারবিডি২৪ এ প্রকাশিত হয়েছে।
আজ এ পর্যন্ত। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ
আমি রাজিবুল ইসলাম।। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই। আমি এম বি এ শেষ করে এখন Airtel Bangladesh Ltd. এ কর্মরত আছি। নিজে খুবই সামান্য যা জানি তা এডুকেয়ারবিড সহ টেকটিউনস, পিসি হেল্পলাইনে শেয়ার করি, এবং এখান থেকে কিছু শেখার চেষ্টা করি। আমার একটা ব্লগ সাইট আছে, যদি সময় হয় তাহলে ঘুরে...
valoi