‌‌’এবার ভয়েস চ্যাট করুন কোন সফটওয়্যার ছাড়া’-একবার না পড়লে অনেক বড় মিস করবেন।

আমরা সাধারণত ভয়েস চ্যাট এর বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে ভয়েস চ্যাট করে থাকি। যা সফটওয়্যার ডাউনলোড করা থেকে শুরু করে পিসিতে ইন্সটল সবকিছুই অনেক ঝামেলা ও সময়ের কাজ। কিন্তু আমি আপনাদের এমন একটি সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব। যে সাইটটি বাংলাদেশরই এবং এই সাইটে ছোট্র একটি রেজিষ্ট্রেশনের মাধ্যমে আনলিমিটেড ভয়েস চ্যাট করা যায়। এছাড়া ভয়েস রের্কডিং, ওয়েব ক্যাম শেয়ার, নিজস্ব রুম তৈরী সবকিছুই করা যায় খুব সহজেই।

প্রথমে সাইটটিতে প্রবেশ করার জন্য এখানে ক্লিক করুন। তার পর এই স্কীন আসবে। onek Kotha-01

onek Kotha-02

> Registration- এ ক্লিক করুন। এবং Registration ফরমটির সকল ফিল্ড পূরণ করুন।

onek Kotha-03> Registration-ফরম যথাযথভাবে পূরণ করা হলে। এই রকম Confirmation-টি আসবে।

> আপনার User Name ও Password দিয়ে Login করুন।

> কিছুক্ষন অপেক্ষা করুন।

onek Kotha-04>স্কীনে এই উইন্ডোটি আসবে।

> ব্যাস, এখন আপনি শুরু করুন আনলিমিটেড ভয়েস চ্যাট। আনন্দে ভাসুন বন্ধুদের সঙ্গে ভয়েস চ্যাট এর সাথে।

এই টিউন পূর্বে কেউ করেছে কিনা আমার জানা নেই।

ভাল লাগলে মন্তব্য করবেন।

ভাল না লাগলে পরামর্শ দিবেন।

Level 0

আমি Anta Kapur Bipul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি নতুন কিছু করতে। ভাল কিছু নিয়ে থাকতে। মানুষের ভাল করতে। ভালবাসি মানুষের উপকার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই টিউনটির জন্য ধন্যবাদ

তবে এত আজাইরা প্যাচাল পাড়নের টাইম নাইক্কা

সাইটটি সম্পর্কে জানা ছিল। তবে এত কথা বলার সময় নাই। ধন্যবাদ আপনাকে সাইটটি শেয়ার করার জন্য।

আমার এত ভাল লাগেনা । কারণ আমি বললে আর কেউ বলতে পারেনা, একা একা পাগলের মতো বক বক করতে হয় । অন্য কেউ বললে কখন মাই ছাড়বে দেখে থাকতে হয় ।

আজাইরা প্যাচাল।

স্কাইপে নিয়েই সুখে আছি।

———————————————
আমার ব্লগ- আপনি আমন্ত্রিত

অঅঅঅঅঅঅঅঅঅঅঅঅনেক ধন্যবাদ।