আপনার যদি একটি ল্যাপটপ আর ইন্টারনেট মডেম থাকে, তাহলে সেই একই ইন্টারনেট সংযোগকে স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপে ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে ল্যাপটপকে ওয়াই-ফাই হটস্পট বানিয়ে নিতে হবে। উইন্ডোজ ৭ এবং ৮-এর জন্য কোনো সফটওয়্যার ছাড়াই হটস্পট বানিয়ে নিতে পারেন সহজেই। এ জন্য প্রথমে আপনার ল্যাপটপে ইন্টারনেট মডেম সংযুক্ত করুন। এবার ল্যাপটপের তারহীন নেটওয়ার্ক কার্ডের বোতামটি চেপে ওয়াই-ফাই চালু করে নিন। স্টার্ট মেনুতে গিয়ে cmd লিখুন। cmd.exe আসবে, এটিতে ডান ক্লিক করে Run as administrator নির্বাচন করে খুলুন। কমান্ড প্রম্পটের এখানে netsh wlan set hostednetwork mode=allow ssid=Moon21 key=abcd1234 হুবুহু লিখুন। খেয়াল করুন, এখানে ssid= তে আপনার কাঙ্ক্ষিত হটস্পট নেটওয়ার্ক নাম দিন। আর key= তে কমপক্ষে ৮ সংখ্যার পাসওয়ার্ড লিখে এন্টার বোতাম চাপুন। এবার netsh wlan start hostednetwork লিখে আবার এন্টার বোতাম চাপুন। এটি সফল হলে The hosted network started বার্তা দিয়ে তা জানিয়ে দেবে। এবার টাস্কবারের ডান কোনার নেটওয়ার্ক আইকনে ক্লিক করে Open Network and Sharing Center লেখা সংযোগে ক্লিক করুন। এখানে তৈরি হওয়া নতুন নেটওয়ার্ক দেখতে পাবেন। কিন্তু এখন কোনো ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া যাবে না, তাই এটিকে ঠিক করতে শেয়ারিং সুবিধা চালু করতে হবে। এটি চালু করতে default Internet connection-এ ক্লিক করে সেটির Properties-এ যান। এখানের Sharing ট্যাবের Allow other network users to. Internet connection-এ টিক চিহ্ন দিন। এখানের Home networking Connection-এর তালিকা থেকে আপনার হটস্পট কানেকশন হিসেবে যেটি দেখাবে, সেটিকে নির্বাচন করে দিন (যেমন Local Area connection *21)। আপনার ওয়াই-ফাই হটস্পট এখন অ্যাক্সেস করার জন্য তৈরি হয়ে গেছে। এখন কাজ হবে স্মার্টফোন বা ট্যাবের ওয়াই-ফাই সুবিধা চালু করে নেটওয়ার্ক স্ক্যান করানো। স্ক্যান শেষে একটু আগে তৈরি করা নেটওয়ার্কটি দেখা যাবে। এবার সেটি নির্বাচন করে আগের দেওয়া পাসওয়ার্ড লিখে Connect চাপুন। তাহলে ইন্টারনেট সংযুক্ত হয়ে যাবে এবং একটি ইন্টারনেট সংযোগকে কয়েকজন মিলে ব্যবহার করা যাবে। এই হটস্পটকে বন্ধ করতে চাইলে কমান্ড প্রম্পটে গিয়ে netsh wlan stop hostednetwork লিখে এন্টার চাপলে তৎক্ষণাৎ সেটি বন্ধ হয়ে যাবে।
This is my first tune. Unfortunately you are known that this is the copy from Prothom Alo, just to check up myself. Dont be angry. I will help you about ANDROID Development.Let me to start.&.Inspire.
My FB ID : http://www.facebook.com/jakaria420
আমি Mohammad Abu Jakaria। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।