GP তে Unlimited Internet Use করুন মাত্র ২৭ টাকায়!!!

আমি সাধারণত Grameenphone এর P6 অর্থাৎ ১ গিগাবাইট এর প্যাকেজ ব্যবহার করি। কিন্তু এই প্যাকেজ দিয়ে ব্রাঊজিং টা মুটামুটি করা গেলেও
মনের মত করে কোন কিছু ডাউনলোড করা এক কথায় অসম্ভব একটি ব্যপার।
এদিকে অনেক প্রয়োজনীয় ফাইল Waiting List এ রয়েছে, যেগুলো ডাউনলোড না করলেই নয়। কিন্তু আমার কাছে এই মূহুর্তে এত টাকাও নেই যে P5 অথবা Unlimited প্যাকেজ কিনব।
তাই ভাবতে থাকলাম কি করা যায়।
আমার কথা শুনে আমার এক Friend এই ট্রিকের কথা জানাল। আমি তো শুনে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেলাম।
ভাবলাম বিষয়টা শুধু নিজের মধ্যে লুকিয়ে না রেখে টেকটিউনস এর বন্ধুদের সাথে শেয়ার করি। তাই আজ অনেকদিন পর টিউন করতে বসা।
যাই হোক, এবার মূল কথায় আসি। এই ট্রিকের মাধ্যমে আপনি ৩ দিনের জন্য GP Unlimited Internet প্যাকেজ ব্যবহার করতে পারবেন। ১৫% ভ্যট সহ আপনার খরচ হবে মোট ২৭ টাকা।
আমার মত যারা একটু টানাটানিতে আছেন, তাদের মনে হয় বেশ কাজে দিবে।

এই প্যাকেজ ব্যবহার করতে নিচের Step গুলো Follow করুনঃ-

  • প্রথমে একটি GP Sim এবং একটি Symbian Support করে এমন অথবা N-series এর সেট জোগার করুন। (আমার জানামতে Internet Use করা যায় এমন যেকোন সেট দিয়েই করা জায়, তবে আমি Nokia N70 Set দিয়ে Active করেছি)।
    আপনার যদি কোন N-series এর সেট না থাকে তবে কোন বন্ধুর কাছ থেকে ৫ মিনিটের জন্য ধার করে নিন।
  • এবার সেটের মেসেজ অপশন এ গিয়ে BACKUP লিখে 6000 নম্বরে পাঠিয়ে দিন।
  • মনে রাখবেন, যে সেট দিয়ে কাজ করবেন, সেটাতে যেন Internet Active করা থাকে। কেননা কিছুক্ষনের মধ্যে আপনার কাছে একটি মেসেজ আসবে, যেটিতে এখন আপনাকে ১ মিনিটের জন্য ঢুকতে হবে।
  • আশা করি মেসেজ পেয়ে গেছেন। এবারে Address টিতে ঢুকে পরুন এবং "Click Here" এ ক্লিক করুন।
  • ব্যস আপনার কাজ শেষ! ২ মিনিটের মাথায় আপনি আর একটি মেসেজ পাবেন, যেখানে আপনাকে জানানো হবে যে, আপনার Backup Service চালু হয়ে গেছে এবং আমাদের কাংখিত ৩ দিনের EDGE Service ও চালু হয়ে গেছে।
  • তাহলে আর দেরি কিসের? এখনি ৩ দিনের জন্য Unlimited Internet ব্যবহার করা শুরু করে দিন।

    Note:- এই প্যাকেজ USE করতে হলে আপনার  সীম এ অবশ্যই ৪৫ টাকার উপরে ব্যালেন্স থাকতে হবে। তবে ভয় নেই, আপনার Account থেকে ২৭ টাকা কেটে নেয়া হবে।

    একটি সীম দিয়ে মাসে একবার এই Service ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ৩ দিন শেষ হয়ে গেলে UNSUB লিখে 6000 এ একটি মেসেজ পাঠিয়ে দিন।
    আর এটি অনেক পুরানো ট্রিক। যারা জানেন না শুধু তাদের জন্য। যারা ইতিমধ্যে জানেন, আশা করি তারা অনাকাংক্ষিত মন্তব্য না করে ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন।
    ট্রিকটি যদি আপনাদের ভাল লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
    আজ এটুকুই, Happy Browsing.........

Level 2

আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এখন আর কাজ করে না।
———————————————
আমার ব্লগ- আপনি আমন্ত্রিত

    দয়া করে না জেনে ভুল Information দিবেন না। আমি নিজে আজ Active করেছি এবং এই প্যাকেজ দিয়ে নেট ব্রাউজ করছি। এমনকি ৩৫০ মেগাবাইট এর একটি গেম ইতিমধ্যে ডাউনলোড করেছি। ভাল করে না জেনে কোন কমেন্ট করা ঠিক না ………।।

    ভাই আমি 35 টাকার মত ধরা খেয়েছি।

    ভাই হিমু আমার মত Backup মনে হয় খুব কম মানুষ চালিয়েছে…আমি ২৪/২৫ টা সিম দিয়ে Backup চালিয়েছি…আর Backup চালু করতে Internet একটিভ থাকলে হয় না, Wap java কনফিগারেশনটা একটিভ থাকা লাগবে…আর বাবর ভাই ঠিকই বলেছে এখন আর কাজ করে না।

    “”নেওয়াজ says:
    ১৭ অগাষ্ট, ২০১০ at 2:55 পুর্বাহ্ন (Edit)

    ভাই হিমু আমার মত Backup মনে হয় খুব কম মানুষ চালিয়েছে…আমি ২৪/২৫ টা সিম দিয়ে Backup চালিয়েছি…আর Backup চালু করতে Internet একটিভ থাকলে হয় না, Wap java কনফিগারেশনটা একটিভ থাকা লাগবে…আর বাবর ভাই ঠিকই বলেছে এখন আর কাজ করে না।””
    1000% কাজ করে। আজ আমি active করেছি। আবার বলছি, না জেনে কমেন্ট করবেন না।
    আর যেহেতু আপনি মেসেজ থেকে সরাসরি address এ ঢুকছেন, সেহেতু wap-java default ভাবে কাজ করবে। তাই টিউনে উল্লেখ করার প্রয়োজন মনে করিনাই। আশা করি বুঝাতে পেরেছি।

    আচ্ছা আপনি কোথায় থাকেন? যদি রাজশাহীতে থাকেন তাহলে আমি আপনার কাছ থেকে একটু চালু করে নিতাম।

    “”আচ্ছা আপনি কোথায় থাকেন? যদি রাজশাহীতে থাকেন তাহলে আমি আপনার কাছ থেকে একটু চালু করে নিতাম।””

    ঢাকা মিরপুরে থাকি। চালু কইরা নিয়া জাইয়েন।
    আরে আপনি তো বহুত কামেল লোক, ১ রাইতের মদ্ধে ১বার ৩৬ আর একবার ৫৩০ টাকা ধরা খাইলেন??

    ভাইজান আপনি একটু আগে Active করলেন, আবার ৩৫০ মেগাবাইটও ডাউনলোড করে ফেলছেন কি ভাবে? আপনার ডাউনলোড স্পিড কত? আপনি কি GP তে কাজ করেন নাকি?

    কথা ঠিক। আমিও use করি এবং এখনও করছি (আজ ৩য় দিন।প্রায় ১.৩গিগা নামাইছি)। মানতেই হবে এটা মাঝে মাঝে problem করে। কিন্তু কাজ হয়। একটা কথা সবাইকে জানিয়ে রাখি…..এটা একটা বিশেষ নিয়মে কাজ করে। আপনি যতক্ষন না click here এ গিয়া ক্লিক করবেন, আথবা ডাউনলোড শুরু না হওয়া পযন্ত অপেক্ষা করবেন, ততক্ষন পযন্ত GP আপনাকে conformation sms দিবেনা। আর sms না পাওয়া পযন্ত আপনি নিস্চিত হতে পারবেন না। তবে ডাউনলোড শুরু হয়ে গেলেই সাথে সাথে cancel করে দিন। তা না হলে ৪৭ টাকা মত কেটে নিবে। আর ৩ দিন শেষ হয়ে গেলে UNSUB লিখে 6000 এ একটি মেসেজ আবশ্যয় পাঠিয়ে দিবেন। তা না হলে প্রতি মাসে টাকা কাটতে থাকবে। মাঝে মাঝে ২/১ বার ২৭ টাকা নষ্ট হতে পারে। সমস্যা কোথায়?. ..৩ দিনে ২+গিগা নামাতে পারবেন যার মুল্য ৫০০+। এবার নতুন করে চেষ্টা করে দেখেন তো?….

খুবই ভাল একটি টিউন , কিন্তু আমি কি UNSUB করে কি একই মাসে ২ য় বারের মতো BACKUP করে আবার use করতে পারবো ?

    না ভাই, ১ সীম দিয়ে মাসে ১ বার এই এই প্যাকেজ USE করতে পারবেন। পরের মাসে use করতে হলে আপনাকে অবশ্যই ৩ দিন পর UNSUB লিখে 6000 এ মেসেজ পাঠাতে হবে।

    Porer mase apni baboher korecen? Ek sime sara jibon cesta kore ditiobar 3 diner free internet use korte parben na. Porikha na kore ajara pechal paren.

    “”Porer mase apni baboher korecen? Ek sime sara jibon cesta kore ditiobar 3 diner free internet use korte parben na. Porikha na kore ajara pechal paren.””
    আজাইরা প্যাচাল তো দেখতাছি আপনে বেশী পারেন। আমি এইবার দিয়ে ৩ বার use করতাছি। অবশ্য যদি ঠিকমত unsubscribe করতে না পারতাম, তাইলে আপনার মতো “আজাইরা প্যাচাল” ই পারতাম।

    হিমু ভাই আমার মনে হয় GP সারা রাত ঘুম পাড়ে আর এই ফাঁকে আপনি প্রতি মাসে একবার করে Active করেন।ভালো ভালো চালিয়ে যান…

আচ্ছা আমি তো শুনেছি যেই মোবাইল দিয়ে একটিভেট করেছি , সেই মোবাইল মডেম হিসেবে মাস্ট ইউস করতে হবে। কথা কি সত্যি নাকি !

ভালো করেছেন।ট্রাই করুম

ভাই কম্পিউটার দিয়ে এ কাজটি করা যাবে???

আমার p6 তো কম্পিউটার থেকেই চালু করি তবে তা পারবো না কেন?
BACKUP লিখে 6000 নম্বরে পাঠিয়ে দিই তবে কি হবে না?

    ভাই আসরাফ, আমার জানামতে উপরের নিয়ম অনুজায়ি active করতে হয়, আপনি ইচ্ছা করলে pc দিয়ে ট্রাই করতে পারেন। তবে আপনার ২৭ টাকা নষ্ট হলে পরে আবার আমারে দোষ দিয়েন না…।

অভ্র বাংলা all the best ? ভাইয়া অনেক সুন্দর একটা টিউন করছেন । একটা কথা , unsubscribe না করলে সমস্যাটা কি ?আর এটা কি সত্যি কাজ করবে ? মোবাইলে active করে মডেমে ব্যাবোহার করা যাবে ।

    থিকমত unsubscribe না করলে পরের মাসে use করতে পারবেন না।

Level 0

কনফিউজড
কেউ বলছে আর কেউ বলছে না……

    আমি আগে অনেক বার ব্যবহার করেছি। কিন্তু কিছু দিন আগে আমার কিছু বন্ধুরা বলল তাদের হয় নাই।

    অথচ আমি গতকাল এলাকার ছোট ভাইকে চালু করে দিছি। ও ব্যবহার করতেছে ধুমাইয়া।

    টিউনারের কাছে প্রশ্ন: আচ্ছা ধরনের একটা সিম দিয়ে ব্যবহার করার পর আনসাবস্কাইব করা হয় নাই প্রায় ৩ মাস। এখন কি এটা আনসাবস্কাইব করে আবার তিন দিন পাওয়া যাবে?

    সোহেল ভাই, আমার জানামতে ৩ দিন ফুরানর সাথে সাথে unsubscribe করতে হয়। আপনার ক্ষেত্রে হবে কিনা বলতের পারছি না।

    দেবাশীষ……… আমি সকালে active করে ডাউনলোড দিছি। আর রাত্রে টিউন লিখছি। আর একটূ আগে বলতে বুঝাইছি…… আমার এক ছোট ভাইরে আজ বিকালে active করে দিছি। আপনের মত “আবুঝ” (!) কমেন্টারের আমার দরকার নাই, আশা করি এই টিউনে আপনি আমার আর নিজের টাইম নস্ট করবেন না। আপনার ২৭ টাকা খরচ করার ক্ষমতা থাকলে করেন না হইলে silent থাকেন।………আমি gp তে কোন কাজ করি না ।

Level 0

One sim per life.amar 2 years ar knowledge.akta sim dia ak barer basi hoina.Wap active thak ta hobe.

শোনেন ভাই কেউ ফাদে ধরা দিবেন না, আমি প্রথমে ইউজ করেছি এখন হয় না! প্রতারনা থেকে সাবধান!!!

    আপনি কি আমারে একটু বুঝবেন, এই প্রতারনা (!) করে আমার লাভ টা কি??
    সবার উদ্দেশ্যে বলছি, কারও যদি ২৭ টাকা খরচ করার ক্ষমতা থাকে তাইলে টেস্ট কইরা দেখতে পারেন। একেবারে কাংগালগো লাইগা এই টিউন না।

    বেশী বোঝেন কেন? আন্ধাজে মন্তব্য করেন তাইনা। আমি গত কালই চালু করছি।

    আমার দুই সিমে টাকা ধরা খাইছি। কাষ্টমার কেয়ারে ফোন দেবার পরে বলল যে ব্যাকআপ রিলেটেড সাইট ব্যাতিত সব সাইটে টাকা কাটবে। আর কিছু বলার দরকার আছে? আপনাদের কিভাবে এই সুবিধা দিচ্ছে বুঝলাম না।

এই আমি ৮-৯ মাস আগে থেকে এই সিস্টেম ব্যবহার করি। কিন্ত……………কি অবস্থা এখন এই ভালভাবে কাজ করে না।

    কিজানি ভাই, জানিনা কেন আপনাদের ভালভাবে কাজ করে না, আমি একটু আগেও ১টা সীমে active করলাম।

একটা সিমে কয়বার করা যাবে ।

আমি আমার কয়েক বন্ধুকে নিয়ে প্রায় ৮ -৯ মাস ইউজ করেছি। কিন্তু এখন আর কাজ করেনা। হিমু ভাই, আপনার মন্তব্য যতই দেখছি ততই অবাক হচ্ছি। এখন গ্রামীন ৩ দিনের এজ সেসন ছাড়া ব্যাক আপ সেবা দেয়।

আর একটা কথা, এক সিমে জীবনে একবারই করা যায়। আমি আমার এলাকার সবার সিম ৩ দিনের জন্য নিয়ে ইউজ করতাম।

ভালো চালিয়ে যান।

Level 0

মডেম দিয়ে কি করে ব্যবহার করা যায় সেইটা বলেন।

    যাবে, তবে mobile দিয়ে active করতে হবে।

Level 0

ভাই মোবাইলে ৪৫ টাকা কেন থাকতে হবে ? উত্তর টা দেন ।

একটা সিমে কয়বার করা যাবে ।
ধরা খাইতে চান নাকি?
এটাতো কোন উত্তর না ?

এই টিউনের সকল মন্তব্যের অবসান নিচে————-
https://www.techtunes.io/other/tune-id/32473/

এখানে একটু ভুল আছে, password change না করলে ৩ দিনের নেট এক্টিভ হবে না…।।মেসেজ না পাথাইয়া করা জায়…।মোবাইল থেকে এই লিঙ্কে জান ।

mb.grameenphone.com/mobilebackup/wap

    Level 0

    password change kevaby korbo??????

Level 0

গ্রামীণ ফুন হইল একটা বাটপার কোম্পানী।
এরে যত পারেন loss খাওয়ান।

আমি গত দিন চালু করছি ইসমাইল +৮৮০১৮১৫৫০৫৩১৪ এখনো চলতাছে

এখন ও বিশ্বাস হচ্ছেনা গ্রামীণ ফোন সিম এ ৪৫টাকা থাকতে হবে এটা থুব স্লো কাজ করে ইসমাইল [email protected]

accha apnara keo ki ei mashe activate korechen> karon amar ta hocche na…:(

Level 3

ট্রায় করে দেখব ১ বার।