আমি সাধারণত Grameenphone এর P6 অর্থাৎ ১ গিগাবাইট এর প্যাকেজ ব্যবহার করি। কিন্তু এই প্যাকেজ দিয়ে ব্রাঊজিং টা মুটামুটি করা গেলেও
মনের মত করে কোন কিছু ডাউনলোড করা এক কথায় অসম্ভব একটি ব্যপার।
এদিকে অনেক প্রয়োজনীয় ফাইল Waiting List এ রয়েছে, যেগুলো ডাউনলোড না করলেই নয়। কিন্তু আমার কাছে এই মূহুর্তে এত টাকাও নেই যে P5 অথবা Unlimited প্যাকেজ কিনব।
তাই ভাবতে থাকলাম কি করা যায়।
আমার কথা শুনে আমার এক Friend এই ট্রিকের কথা জানাল। আমি তো শুনে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেলাম।
ভাবলাম বিষয়টা শুধু নিজের মধ্যে লুকিয়ে না রেখে টেকটিউনস এর বন্ধুদের সাথে শেয়ার করি। তাই আজ অনেকদিন পর টিউন করতে বসা।
যাই হোক, এবার মূল কথায় আসি। এই ট্রিকের মাধ্যমে আপনি ৩ দিনের জন্য GP Unlimited Internet প্যাকেজ ব্যবহার করতে পারবেন। ১৫% ভ্যট সহ আপনার খরচ হবে মোট ২৭ টাকা।
আমার মত যারা একটু টানাটানিতে আছেন, তাদের মনে হয় বেশ কাজে দিবে।
তাহলে আর দেরি কিসের? এখনি ৩ দিনের জন্য Unlimited Internet ব্যবহার করা শুরু করে দিন।
Note:- এই প্যাকেজ USE করতে হলে আপনার সীম এ অবশ্যই ৪৫ টাকার উপরে ব্যালেন্স থাকতে হবে। তবে ভয় নেই, আপনার Account থেকে ২৭ টাকা কেটে নেয়া হবে।
একটি সীম দিয়ে মাসে একবার এই Service ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ৩ দিন শেষ হয়ে গেলে UNSUB লিখে 6000 এ একটি মেসেজ পাঠিয়ে দিন।
আর এটি অনেক পুরানো ট্রিক। যারা জানেন না শুধু তাদের জন্য। যারা ইতিমধ্যে জানেন, আশা করি তারা অনাকাংক্ষিত মন্তব্য না করে ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন।
ট্রিকটি যদি আপনাদের ভাল লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
আজ এটুকুই, Happy Browsing.........
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
এখন আর কাজ করে না।
———————————————
আমার ব্লগ- আপনি আমন্ত্রিত