টেক টিউনস্ এর সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন।
আনেকেই আছেন যারা লিমিটেড (ভলিউম ভিত্তিক) ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য প্রতি মেগাবাইট অনেক গুরুত্বপূর্ণ।
দেখা যায় আপনি নেটে বসে কিছুই করলেন না অথচ দেখলেন আপনার ইন্টারনেট ভলিউম কমে গেছে।
আপনার ব্রাউজিং স্পিড, এবং ডাউনলোড স্পিড কমে গেছে। এর কারন আপনার কম্পিউটারের সফটওয়ার এবং উইন্ডোজ ব্যাকগ্রউন্ডে ইন্টারনেট ব্যবহার করছে।
এই সব ঝামেলা থেকে রেহাই পেতে ডাউনলোড করুন ১.২২ মেগাবাইটের একটি অসাধারন সফটওয়ার।
সফটওয়ারটির ব্যবহার খুবই সহজ। প্রথমে ডাউনলোডকৃত সফটওয়ারটি সেটাপ করুন। তারপর চালু করুন।
এরপর এর Switch to Gaming Mode এ ক্লিক করুন।
*এরপর ব্যাকগ্রাউন্ডে আর ইন্টারনেট ব্যবহার হবে না এবং ইন্টারনেটের গতি বাড়বে।
*সফটওয়ারটি একই সাথে বাড়াবে আপনার কম্পিউটারের গতিও র্যামের উপর চাপ কমাবে।
ফলে আগের চাইতে অনেক স্বাচ্ছন্দে গেইমস্ খেলতে পারবেন।
এখন আপনি যদি আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চান তাহলে সফটওয়ারটি চালু করে
Back to Normal Mood এ ক্লিক করুন।
এই সফটওয়ারের নিচে এই বাটন আছে যার কাজ সফটওয়ারটির নয়। এখানে অন্য একটি সফটওয়ারের ডাউনলোড লিংক দেয়া আছে।
এরপর কোন সমস্যা হবার কথা নয়।
সমস্যা হলে আপনার কম্পিউটারের অটোমেটিক আপডেট বন্ধ করে দিন।
এই জন্য
start>control panel>System & security>Windows Update এর সেটিং থেকে Windows Update off করে দিন।
তাছাড়া ইন্টারনেটের গতি বাড়াতে
Start>Run ক্লিক করুন, Run এ gpedit.msc টাইপ করে enter দিন।
Group policy Editior চালু হবে
এখান থেকে computer configuration এর Administrative Templates এ ডবল ক্লিক >Network এ ডবল ক্লিক
> QoS Paket Scheduler ডবল ক্লিক করুন >Limit Reservable Bandwidth এর মধ্যে ডাবল ক্লিক করুন।
Lmit Reservable Bandwidth propertise নামের একটা উইন্ডোজ চালু হবে।
এটির Setting tab এর Enable বাটন এ ক্লিক করুন। Bandwidth limit এর 20% দেয়া আছে এটাকে 0% করে দিন।
ব্যস হয়ে গেল সমস্যার সমাধান। ধন্যবাদ সবাইকে।
আমি দেবাশীষ দে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম, লিমিটেড ইন্টারনেট ব্যবহারকারীর জন্য দরকারি জিনিস । ধন্যবাদ টিউনটির জন্য ।