গ্রামীনফোনে Akhoni.com ব্রাউজিং একদম ফ্রী!!! সাথে ৫০টাকা ডিসকাউন্ট!

বাংলাদেশের ৫কোটি গ্রাহকের গ্রামীনফোন এনেছে নতুন একটি ব্রাউজিং ফ্রী অফার। এখন থেকে জিপি ইউজাররা ফ্রীতে akhoni.com ওয়েবসাইট ব্রাউজিং করতে পারবেন। উল্লেখ্য যে, গ্রামীনফোন এর আগে ekhanei.com ওয়েবসাইট ফ্রী ব্রাউজিং এর সুযোগ দিয়ে আসছিল। তার সাথে যুক্ত হল Akhoni.com ওয়েবসাইট। আপনার এখন বিনা নেট খরচে শপিং করতে পারবেন। হ্যাঁ, শপিং খরচ আপনারই! 😀 কিন্তু গ্রামীণফোন ইউজাররা ৫০টাকা ছাড় পাবেন। বিস্তারিত নিচে তুলে ধরা হল।

ফ্রী ব্রাউজিং বিস্তারিতঃ

  • গ্রামীনফোনের সকল গ্রাহক akhoni.com ওয়েবসাইট ফ্রী ব্রাউজিং করতে পারবেন।
  • ফ্রী ব্রাউজিং এর জন্য যেকোনো একটি নেট প্যাক চালু থাকতে হবে অথবা, Pay As You Go প্যাক।
  • মোবাইলের যেকোনো ব্রাউজার দিয়ে ব্রাউজ করতে পারবেন। মডেম দিয়েও ইউস করতে পারবেন।
  • এখনি ডট কম ওয়েবসাইটের বাইরের লিংকে গেলে ডাটা চার্জ প্রযোজ্য হবে।
  • নিম্নে ২৫০ টাকার প্রোডাক্ট কিনলে ৫০ টাকা ডিসকাউন্ট পাবেন। (শুধু প্রথমবার)
  • ব্রাউজিং স্পীড আপনার নেট প্যাকেজে উপর নির্ভর করবে।

দৈবভাবে এই নিউজটি akhoni.com এর প্রচারনা হয়ে গেল! আন্তরিকভাবে দুঃখিত!

সকল মোবাইল অপারেটরের লেটেস্ট বোনাস অফার, নেট প্যাকেজ, নিউজ সবকিছু পাবেন সিম বোনাস ওয়েবসাইটে।

ওয়েবসাইটঃ http://www.simbonus.com

এফবি পেজঃ http://www.facebook.com/simbonus

Level 0

আমি সিম বোনাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের লেটেস্ট বোনাস অফার, নেটপ্যাকেজ, কলরেট, নিউজ সবকিছু পাবেন সিম বোনাস ডট কম ওয়েবসাইটে। আমাদের ফেসবুক ফ্যান পেজঃ bit.ly/facebook_sb ও টুইটার পেজঃ bit.ly/twitter_sb এবং গুগল পেজঃ bit.ly/google_sb


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল সংবাদ, তবে হঠাৎ করে বন্ধ করে দিলে আগে আগে আমাদের জানাবেন যাতে ধরা না খাই।

    @Traveler: জী, জানানো হবে। ফ্রী ফেসবুকের ক্ষেত্রেও বন্ধ হওয়ার আগেই জানিয়েছি, তবুও ধরা খেয়েছে। ধন্যবাদ।

এইটা না করে ফেচবুক টা আবার ফ্রি করে দিলে ভালো করতো 🙂