কাল না পরশু আমি একটা টিউন করেছিলাম মাইক্রোওয়ার্কার্স নিয়ে। আপনাদের অনেক আগ্রহ দেখে ভালো লাগল। আজকে আমি আরো একটা সাইট নিয়ে আলোচনা করব। যা হুবহু মাইক্রোওয়ার্কার্স এর মতই। কোনো পার্থক্যই নেই। আমি আমার এক ভাইয়ার কাছ থেকে সাইটটি সম্পর্কে জেনেছি। দেখুন সাইটটি।
দেখলেন? একই রকম দেখতে। যারা আমার আগের টিউনটি পড়েন নি তারা হয়তোবা বুঝতে পারছেন না। আমার আগের টিউনটি দেখতে এখানে ক্লিক করুন ।
মাইক্রোওয়ার্কার্স এ আপনাকে মনের মত কাজ পেতে হয়তবা অনেকক্ষণ বসে থাকতে হয়। কখনো বা একসাথে এতগুলো সহজ সহজ কাজ পেয়ে যান কোনটা ছেড়ে কোনটা করবেন বুঝতেই পারেন না। আবার কখনো কাজের বড় অভাব হয়, মানে হা-কাজ(ভাতের অভাব যদি হা-ভাত হয়, তাহলে কাজের অভাব হা-কাজ হবে না কেন?)।তখন আপনার মাথা খুব গরম হয়। কিন্তু এই সাইটটিতে এমন কিছু সহজ কাজ আছে যা করতে মোটে কষ্ট হবে না। আপনি না করতে চাইলে আপনার বন্ধু-বান্ধব দিয়ে করাতে পারবেন। কারণ তারা এ কাজ পারে। নিচে দেখুন,
প্রথম কাজটি দেখেছেন? একশ’ friend সহ একটা facebook account লাগবে। কি পারবেন না তৈরি করতে? খুব সহজ কাজ। এ কাজের বিনিময়ে আপনি পাবেন ৭৫ সেন্ট। মানে কত টাকা? ৫০ টাকার একটু বেশী। প্রতিদিন যদি আপনি এভাবে ৫ টি একাউন্ট তৈরী করে ৫০০ বন্ধু এ্যাড করতে পারেন তাহলে প্রতিদিন যদি ২৫০ টাকা করে আসে খারাপ কী। মাসে ৭৫০০ টাকা। আমাদের দেশে অনেকের কাছেই এই টাকার অনেক মূল্য। ঠিক না? যারা স্টুডেন্ট তাদের কাছে এই টাকা অনেক। খুব ভালো ভাবেই তাদের চলে যাবে। এখনই রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন ।
আরেকটা কথা এখানে বেশীরভাগ কাজই সাইন আপের কাজ। এমনকি facebook এ friend এ্যাড করা এবং আপনার wall এ একটি সাইটের লিংক পেস্ট করার মত সহজ কাজও আছে এখানে। এগুলোর মূল্য ১০ সেন্ট করে। যেমন সবার নিচের কাজটি দেখুন। আর সবচেয়ে বড় কথা হলো এখানে প্রচুর কাজ আছে। কোনো কোনো কাজ ১০০০ টি পর্যন্তও হয়।
এবার অন্য প্রসঙ্গে আসি। এ সাইট থেকে সকল পদ্ধতিতেই আপনি টাকা তুলতে পারবেন। চেক, এলার্ট পে, ডেবিট কার্ড এবং পেপালের মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন। চেকের মাধ্যমেই টাকা তুলতে হয়তবা আপনার জন্য সবচেয়ে সহজ হবে। সাইটটিতে প্রথম দিকে যারা কাজ করবেন তাদেরকে পরে অনেক সুবিধা প্রদাণ করা হবে সাইটটির পক্ষ থেকে। সাইটটি তৈরি করা হয়েছে লন্ডনের কিছু তরুণ মেধাবীদের দ্বারা। এর মাঝে প্রবাসী বাংলাদেশী তরুণ আছে অনেকজন। বাংলাদেশীদের সমস্যা দেখার জন্য বাংলাদেশে তাদের প্রতিনিধি আছে। কাজেই আপনাদের তো সুবিধাই হলো। আশা করি আমাদের দেশের অনলাইন ইউজাররা ব্যাপারটিকে গুরুত্বের সাথে নেবে।
আমার মূল ব্লগে যেতে চাইলে এখানে ক্লিক করুন ।
এই ফাইলটিকে এম এস ওয়ার্ডে পেতে চাইলে এখান থেকে ডাউনলোড করুন।
আমি diptabd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাইক্রোওয়ার্কার্স কাজের সময় দেয় কয়েক মিনিট কিন্তু ব্যালেন্সে যোগ করতে লাগায় কয়েক দিন আর মানি পে করতে লাগায় কয়েক মাস।
এটারও কি একই অবস্থা?