মাসে ৭,৫০০ টাকা হলে কি আপনার চলবে?

কাল না পরশু আমি একটা টিউন করেছিলাম মাইক্রোওয়ার্কার্স নিয়ে। আপনাদের অনেক আগ্রহ দেখে ভালো লাগল। আজকে আমি আরো একটা সাইট নিয়ে আলোচনা করব। যা হুবহু মাইক্রোওয়ার্কার্স এর মতই। কোনো পার্থক্যই নেই। আমি আমার এক ভাইয়ার কাছ থেকে সাইটটি সম্পর্কে জেনেছি। দেখুন সাইটটি।

দেখলেন? একই রকম দেখতে। যারা আমার আগের টিউনটি পড়েন নি তারা হয়তোবা বুঝতে পারছেন না। আমার আগের টিউনটি দেখতে এখানে ক্লিক করুন

মাইক্রোওয়ার্কার্স এ আপনাকে মনের মত কাজ পেতে হয়তবা অনেকক্ষণ বসে থাকতে হয়। কখনো বা একসাথে এতগুলো সহজ সহজ কাজ পেয়ে যান কোনটা ছেড়ে কোনটা করবেন বুঝতেই পারেন না। আবার কখনো কাজের বড় অভাব হয়, মানে হা-কাজ(ভাতের অভাব যদি হা-ভাত হয়, তাহলে কাজের অভাব হা-কাজ হবে না কেন?)।তখন আপনার মাথা খুব গরম হয়। কিন্তু এই সাইটটিতে এমন কিছু সহজ কাজ আছে যা করতে মোটে কষ্ট হবে না। আপনি না করতে চাইলে আপনার বন্ধু-বান্ধব দিয়ে করাতে পারবেন। কারণ তারা এ কাজ পারে। নিচে দেখুন,

প্রথম কাজটি দেখেছেন? একশ’ friend সহ একটা facebook account লাগবে। কি পারবেন না তৈরি করতে? খুব সহজ কাজ। এ কাজের বিনিময়ে আপনি পাবেন ৭৫ সেন্ট। মানে কত টাকা? ৫০ টাকার একটু বেশী। প্রতিদিন যদি আপনি এভাবে ৫ টি একাউন্ট তৈরী করে ৫০০ বন্ধু এ্যাড করতে পারেন তাহলে প্রতিদিন যদি ২৫০ টাকা করে আসে খারাপ কী। মাসে ৭৫০০ টাকা। আমাদের দেশে অনেকের কাছেই এই টাকার অনেক মূল্য। ঠিক না? যারা স্টুডেন্ট তাদের কাছে এই টাকা অনেক। খুব ভালো ভাবেই তাদের চলে যাবে। এখনই রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

আরেকটা কথা এখানে বেশীরভাগ কাজই সাইন আপের কাজ। এমনকি facebook এ friend এ্যাড করা এবং আপনার wall এ একটি সাইটের লিংক পেস্ট করার মত সহজ কাজও আছে এখানে। এগুলোর মূল্য ১০ সেন্ট করে। যেমন সবার নিচের কাজটি দেখুন। আর সবচেয়ে বড় কথা হলো এখানে প্রচুর কাজ আছে। কোনো কোনো কাজ ১০০০ টি পর্যন্তও হয়।
এবার অন্য প্রসঙ্গে আসি। এ সাইট থেকে সকল পদ্ধতিতেই আপনি টাকা তুলতে পারবেন। চেক, এলার্ট পে, ডেবিট কার্ড এবং পেপালের মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন। চেকের মাধ্যমেই টাকা তুলতে হয়তবা আপনার জন্য সবচেয়ে সহজ হবে। সাইটটিতে প্রথম দিকে যারা কাজ করবেন তাদেরকে পরে অনেক সুবিধা প্রদাণ করা হবে সাইটটির পক্ষ থেকে। সাইটটি তৈরি করা হয়েছে লন্ডনের কিছু তরুণ মেধাবীদের দ্বারা। এর মাঝে প্রবাসী বাংলাদেশী তরুণ আছে অনেকজন। বাংলাদেশীদের সমস্যা দেখার জন্য বাংলাদেশে তাদের প্রতিনিধি আছে। কাজেই আপনাদের তো সুবিধাই হলো। আশা করি আমাদের দেশের অনলাইন ইউজাররা ব্যাপারটিকে গুরুত্বের সাথে নেবে।

আমার মূল ব্লগে যেতে চাইলে এখানে ক্লিক করুন

এই ফাইলটিকে এম এস ওয়ার্ডে পেতে চাইলে এখান থেকে ডাউনলোড করুন।

Level 0

আমি diptabd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাইক্রোওয়ার্কার্স কাজের সময় দেয় কয়েক মিনিট কিন্তু ব্যালেন্সে যোগ করতে লাগায় কয়েক দিন আর মানি পে করতে লাগায় কয়েক মাস।
এটারও কি একই অবস্থা?

    Level 0

    না না ভাই। আমি কাজ করার সাথে সাথেই ব্যালেন্সে টাকা যোগ হয়ে গেছে। মাঝে মাঝে দেরী হতে পারে। তাই বলে পাবেন না যে তা না।
    আর মানি পে এর ব্যাপারে সাইটটির প্রতিনিধি মেহেদী ভাইয়ের সাথে কথা বলে দেখলাম। উনি আমাকে এবং সবার উদ্দেশ্যেই বললেন যে, সাইটের মাই একাউন্ট সেকশনে যে এড্রেসের ঘরটি আপনারা যারা ফাকা রাখেন তারা সেটা পূরণ করে দিলে তাদের কাছে আপনার ঠিকানার ডকুমেন্ট থাকলে তারা আপনার টাকাটা তাড়াতাড়ি পাঠিয়ে দিতে পারে। কিন্তু আমাদের সবাই কী করে। সেটা ফাকা রাখে এবং যখন ১০ ডলার হয়ে যায় তখন ঠিকানার সেসব ঝামেলায় যায়।
    তাই পরামর্শ হল আপনারা ঘরটি পূরণ করে দিন। তাছাড়া সাইটটির কর্তৃপক্ষ আপনার প্রাপ্য টাকা দ্রুত আপনার কাছে পাঠানোর ব্যাপারে খুবই আন্তরিক। কারণ সাইটটি যারা তৈরি করেছে তাদের মাঝে প্রবাসী বাংলাদেশীরাও রয়েছে।

ধন্যবাদ শেয়ার করার জন্য….
টাকা কি দিবে এর দিলে রেজিস্ট্রেশন করতাম
আমার কিছু ফেসবুকে ৫০০০ এর উপরে বন্ধু আছে বিক্রি করে দিব এদের কাছে কি বিক্রয় করা যাবে?

    Level 0

    না না তা না। প্রতি একাউন্টে ১০০ বন্ধু থাকতে হবে। ১০১ হলে সেই ১ জন ফাও। ৫০০০ বন্ধু থাকলে যে রেট ১০০ থাকলেও সেই রেট। মানে বাকী ৪৯০০ জনে তার ফাও লাভ হলো। তাছাড়াও আপনার পার্সোনাল একাউন্ট তাকে দেয়ার দরকার কী?

Level 0

ভাই আপনার FB add দেন…নিজের চোখে দেখি FB কাউকে ৫০০০ এর ওপর ফ্রেন্ড এ্যাড করতে দিয়েছে।

কাজে কাগবে।
ধন্যবাদ।

তুমি কি ভাই পেমেন্ট পাইছো ??পাইলে কিভাবে আনছো ?

আপনি তো অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন ভাই ।

bhai hoy na sob bho aa

পেমেন্ট পাওয়া তো পরের হিসাব… কাজটাই আমার পছন্দ হয় না … কেমন একটা জোচ্চরী জোচ্চরী ভাব আছে কামটাতে 🙁

    সহমত! 🙁

    Level 0

    student-রা এই কাজ করলে যে time loos হবে তাতে পড়ালেখার ১২টা বাজবে।

    ১০০% সহমত। গাদাখানেক ফালতু ফেসবুক একাউন্ট বানিয়ে বানিয়ে আর রিকুয়েস্ট পাঠিয়ে পাঠিয়ে স্প্যামিং, আর সময় নষ্টের ইস্যু তো রয়েছেই!

প্রথমে শেয়ার করার জন্য ধন্যবাদ। ভাই আপনি কী টাকা পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে কত দিন লেগেছ? অবশ্যই জানাবেন।

টিউন করলেন কিন্তু কেউর প্রশ্নের উত্তর দিচ্ছেন না। এটা তো ভালো কথা না। আর কোন প্রমান ছাড়া এই ধরনের লোভনীয় টিউন করবেন। আর টেকটিউন কতৃপক্ষকে একটি অনুরোধ ইদানিং এই ধরনের অনেক টিউন হচ্ছে আপনারা একটু কষ্ট করে তার সত্যতা যাচাই করে প্রমানীত ভাল টিউনগুলো রাখুন আর বাজে টিউনগুলো মুছে ফেলুন।

ভাই আমিও এই সাইটে কাজ করি মুটামুটি ভালোই প্রায় ৪.১০ ডলার আয় হয়েছে

    পাইছ তো বুঝলাম, কিন্তু পকেটে আসছে কি?

আপনাকে অনেক টেংকু

ভালোই লেখেছেন

সাইটটা খারাপ না

শেয়ার করার জন্য একটা কিপটা,ধন্যবাদ দিতে পারি তবে ভাল লাগল না ।

ভাই আপনি অনেক ভালো

ভাই আপনি অনেক সুন্দর

Level 0

taka in-come ato sohooooooooojjjjjjjjjj ? tao abar ai joga………….

bhai ami login korchi $2.80 income korchi but r korte parchi na. help me.

ora facebook account create ar jonno Gmail account caicea but ami to koyek din dhore gmail account creat korte parci na but pblm ta to oi buyer k o janate parci na 🙁

আমার বন্ধু আজ সারাদিন তো এইটা নিয়া স্বপ্ন দেখল , কি যে হবে শেষ প্রযন্ট, আমি না এসব বুঝি না, কি যে হবে আমার

Facebook কিভাবে join করাবো?

ভাল ক

Level 0

ব্যবহার বিধিটা একটু বলবেন। একাউন্ট করছি কিন্তু ব্যবহার করতে পারছি না।

100 friend addকরতে কমপক্ষে একমাস লাগবে।

thanks…plz visit our PayPal verified site .it is a forex learning and investment site…Daily 2%-4%(4$-80$) http://www.payreserve.com/signup.php?referenceId=20120522200921

Level 0

mara gelen naki?