বর্তমানে ক্লাউড স্টেরেজ সুবিধা প্রদানকারী প্রচুর ওয়েব সাইট রয়েছে। কিন্তু সেগুলোতে ফ্রী ইউজারদের জন্য খুবই অল্প পরিমানের জায়গা বরাদ্দ থাকে। তাই বেশী পরিমানের জায়গার প্রয়োজন হলে টাকার বিনিময়ে তা কিনে নিতে হয়। যা বেশ খরচ সাপেক্ষ ব্যাপার। তাই ফ্রী স্টোরেজের খোজ করতে করতে আজ বেশ ভালো একটা সাইটের খোজ পেলাম যারা দিচ্ছে সম্পূর্ন বিনামূল্যে আনলিমিটেড ক্লাউড স্টোরেজ সুবিধা।
ফ্রী হলেও এখানে প্রিমিয়াম অপশনের সুবিধাও রয়েছে। তবে এদের মধ্যে পার্থক্য এতটুকুই যে ফ্রী ইউজারদের ক্ষেত্রে বিজ্ঞাপন প্রদর্শিত হবে আর প্রিমিয়ামের ক্ষেত্রে তা হবেনা।
সকলের সুবিধার্থে এর কিছু বৈশিষ্ট্য উল্লেখ করলাম আশা করি এর ফলে সাইটটি সম্পের্কে সবাই একটা ভালো ধারনা পাবে,
রেজিষ্ট্রেশন ও ইউজার ইন্টারফেসঃ
এখানে যুক্ত হওয়ার পদ্ধতি খুবই সহজ ও ফ্রেন্ডলি করা হয়েছে ফলে যে কেউ চাইলে খুবই সহজে ইমেইল অথবা সোসাল নেটওয়ার্ক গুলোর সাহায্যে বিনামূল্যে একটি একাউন্ট খুলতে পারবে। রেজিষ্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুন।
রেজিষ্ট্রেশন সম্পূর্ন হয়ে গেলে আপনি আপনার ড্যাসবোর্ডে গিয়ে ইচ্ছামত প্রয়োজনীয় ফাইল ও ফোল্ডার গুলিকে সাজিয়ে নিতে পারবেন। এছাড়াও iOS এবং অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীদের জন্য শীঘ্রই আলাদা এপ্লিকেসন আসছে।
আপলোডিং ও শেয়ারিংঃ
প্রচলিত প্রায় সব পদ্ধতিতেই এখানে ফাইল আপলোড করা যায়। এছাড়া ড্রপবক্স থেকেও ফাইল ইমপোর্ট করার সুবিধা রয়েছে।
সোশাল নেটওয়ার্কের মত ফাইল শেয়ারিং/কমেন্ট ও লাইক দেয়া যায়। আর প্রিমিয়াম ইউজারদের জন্য রয়েছে High quality music ও HD video stream এর সুবিধা।
আশা করি যারা বিনামুল্যে আনলিমিটেড ক্লাউড স্টোরেজ সুবিধা খুজছিলেন এটি তাদের কাজে আসবে।
আমি শোয়াইব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
😮 thank u