এবার বাংলা ভাষায় ভয়েস সার্চ করা যাবে গুগলে! মুখে বাংলায় কথা বলেই সার্চ করুন গুগলে!

বর্তমানে সবচেয়ে বেশি প্রভাবশালী সার্চ জায়েন্ট গুগলে সার্চ করা যাবে বাংলা ভয়েস সার্চ সুবিধার মাধ্যমে। খুব শিগগির বাংলায় ভয়েস সার্চ সুবিধা নিয়ে আসছে গুগল। সম্প্রতি ভারতের তথ্যপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান এসডিএসসি এর সংগে যৌথ উদ্দ্যেগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ওই উদ্যোগের আওতায় স্থানীয় বিভিন্ন কনটেন্ট ইন্টারনেটে আনা ও ৩০ কোটি মানুষকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে এ সুবিধা যুক্ত করা হবে।

বর্তমানে গুগলে শুধু ইংরেজিতে ভয়েস সার্চ সুবিধা থাকলেও এ প্রকল্পের আওতায় হিন্দি, তামিল, মারাঠি ও বাংলা ভাষা শিগগির যুক্ত হবে।

গুগল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক রাজন আনন্দান জানিয়েছেন, ভারতে ২০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন এবং প্রতি মাসে ৫০ লাখ করে বাড়ছে_ যার বেশিরভাগ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। এ হারে ইন্টারনেট ব্যবহারকারী বাড়তে থাকলে এক্ষেত্রে আগামী এক বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ভারত। অবশ্য এর মধ্যে ১৯ কোটি ৮০ লাখ মানুষ ইংরেজি ভাষায় দক্ষ বলে মনে করা হয়_ যাদের বেশিরভাগ এরই মধ্যে ইন্টারনেট ব্যবহার করছেন। এ বিষয়টি মাথায় রেখে সম্প্রতি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইন্টারনেট অ্যালায়েন্স (আইএলআইএ) নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এর কাজ হবে অনলাইনে ভারতীয় ভাষাগুলোর বিভিন্ন কনটেন্ট প্রচার করা।

আইএলআইএ কর্তৃপক্ষ আশা করছে, ২০১৭ সাল নাগাদ তারা আরও ৩০ কোটি ভারতীয় ভাষাভাষী মানুষকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করতে পারবে। যারা মোবাইল যন্ত্র বা স্মার্টফোন থেকে প্রথমবারের মতো ইন্টারনেটের দুনিয়ায় আসবেন, তাদের উপযোগী কনটেন্ট তৈরিতেই আইএলআইএ কাজ করবে। সূত্রঃ পিন্টারেস্ট।

অবশেষে মনে হয় গুগলে বাংলা ভাষা ইংরেজীর মত সম্মান পাবে। এখন শুধু এটাই দেখার পালা কি হয়?! 😆

কিছু মিস করার আগেই যোগ দিন আমাদের ফেসবুক গ্রুপে। 🙂 আমাদের ফেসবুক গ্রুপ।

আইটি সম্পর্কিত এই রকম আরও তথ্য পেতে ঘুরে আসুন আইটি-বাড়ি থেকে। আইটি-বাড়ি।   😛

ইনশাআল্লাহ্‌ দেখা হবে আগামী টিউনে। ধন্যবাদ।

Level 0

আমি আইটি বাড়ি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good news, thanks for share

Level 0

তারা আইটি নিয়া এত ভাবে আর আমাদের সরকার ও তার সাঙ্গ পাঙ্গ রা কি নিয়া কাজ করে ?
চোট বেলায় বই তে পড়েছি কোঁথায় না কোঁথায় এক আজব দেশ আছে
সব আজব কাণ্ড ওখানেই হয় …
এখন বুঝলাম যে ঐটা বাংলাদেশ ছিল
উন্নতির কথা বলে মুখে কাজের বেলায় জিরো
আচ্ছা কেউ কি বলতে পারেন ডিজিটাল বাংলাদেশ হবে কেমতে ?
হাউ অয়ে ?
কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো…

হুম

bidvertiser এ Next Payment আর Pending Balance কি একটু বলতে পারবেন?

বাংলা TRANSLATION ই ঠিকমত করতে পারে না আবার ????????????????

    @নীলোৎপল বেদী: ট্রান্সলেশন যেমন তেমন গুগল এর ভয়েস সার্চটা আমার কাছে দারুন লাগে