প্রতিদিন ২০ ফ্রী এস এম এস; যে কোন জিপি নাম্বারে!! (আপডেটেড পোস্ট)

 

 

 

 

*****বিশেষ দ্রষ্টব্যঃ এই পদ্ধতিতে বর্তমানে আর এসএমএস পাঠানো যায় না*****

আগের পোস্ট এ অনেকের কাছে ব্যাপারটা দূর্বোধ্য মনে হয়েছে তাই আবারো লিখতে বসা!!! এবার তাই বিস্তারিত ভাবেই লিখছি। গ্রামীন ফোন ও মাইক্রোসফ্‌ট কর্তৃক আয়োজিত আলো আসবেই কার্যক্রমের অংশ হিসেবেই বিভিন্ন সফ্‌টওয়্যার ডেভলপার তৈরি করছেন বিভিন্ন সফ্‌টওয়্যার আর এমন একটি সফ্‌টওয়্যার হল এই ফ্রী এস এম এস সেন্ডার। এটি দিয়ে এম এম এস ও পাঠান যায় কিন্তু আপনার বিল গুনতে হবে প্রতি ১০০ কেবি ১.১৫/- (ভ্যাট সহ)। তবে প্রতিদিন ২০ টি করে ফ্রী এস এম এস পাঠাতে পারবেন তাও আবার আপনার নিজের নাম্বার ব্যাবহার করে অর্থাৎ প্রাপকের কাছে আপনার নাম্বারটাই পৌছবে। প্রথমে এই লিঙ্ক থেকে সফ্‌টওয়্যারটি ডাউনলোড করুন এর পর রান করার পুর্বে এখানে ক্লিক করে রেজিস্ট্রেসন করুন যদি আপনার কোন রেজিস্টার্ড আই ডি  না থেকে থাকে । এরপর সফ্‌টওয়্যারটি করুন নিচের মত দেখাবে আপনার ব্যক্তিগত প্রয়োজনীয় তথ্য দিন এবং send বাটন চাপুন। আপনার সিস্টেমে অবশ্যই .Net Framework 2 বা এর চেয়ে বেশি ইন্সটল থাকতে হবে।

এসএমএস বা এমএমএস টি সেন্ড হলে নিচের ছবির মত নিশ্চিতকরণ বার্তা পাবেন।

আমি ছবিতে ব্যবহৃত নাম্বার সমূহ মুছে দিয়েছি। মনে রাখবেন প্রতিদিন ২০ টি করে ফ্রী এস,এম,এস তবে এম,এম,এস ফ্রী নয় প্রতিটিতে ১ টাকা করে কাটবে আর ভ্যাট সহ যা ১.১৫ টাকা। লেখাটি ভাল বা মন্দ যাই লাগুক কমেন্ট করুন। গঠন মূলক সমালোচনা করুন যাতে করে ভবিষ্যতে ভাল ভাবে লিখতে পারি। ধন্যবাদ।

*****বিশেষ দ্রষ্টব্যঃ এই পদ্ধতিতে বর্তমানে আর এসএমএস পাঠানো যায় না*****

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

framework 3.5 এর উপরে হলে এই software টা কাজ করবে কি?
টিউনের জন্য ধন্যবাদ ।

মনে রাখবেন প্রতিদিন ২০ টি করে ফ্রী এস,এম,এস তবে এম,এম,এস ফ্রী নয় প্রতিটিতে ১ টাকা করে কাটবে আর ভ্যাট সহ যা ১.১৫ টাকা। তাইলে আর ফ্রী হইল কেমনে?

    হাহাহাহহাহা স্বাধীন ভাই আমি আপনার সঙ্গে একমত…যদি টাকাই কাটে তাহলে ফ্রী হইল কি করে?

    ভাইয়া সম্ভবত আপনি অসংখ্য sms পাঠান। ২০ টা sms কি প্রতিদিনের জন্য যথেষ্ঠ নয়?
    এ জন্যই বলেছি কথাটা যাতে আপনারা ফ্রী মনে করে mms পাঠিয়ে টাকা গচ্চা না দেন। ধন্যবাদ।

    তাছাড়া এত কস্ট করে সফটওয়্যার ডাউনলোড করার কি দরকার https://services.grameenphone.com/websms/index.php এই লিঙ্ক থেকে আপনার গ্রামীন নাম্বার টা রেজিস্টার করুন তারপর যত খুশি SMS করুন যে কোন গ্রামীন নাম্বার এ পার SmS ১ টাকা + ভ্যাট সহ ১.১৫ টাকা যত খুশি…আপনার নিজের account থেকে টাকা কাটবে।
    সুন্দর একটা টিউন করার জন্য ধন্যবাদ @ রহস্যময় অভিযাত্রী

    মহাম্মাদ হাসান ভাই ধন্যবাদ।

খারাপ না। কত সময় লাগে তা জানালে ভালো হত।
ধন্যবাদ

    এসএমএস সেন্ড হতে ৫ সেকেন্ডের মত সময় লাগে আর সংগে সংগেই ডেলিভার হয়। ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

জামেলা মনে হয়।

    ভাল তবে একে ফ্রী এসএমএস বলে না। শেয়ার করার জন্য ধন্যবাদ

ভাল তবে একে ফ্রী এসএমএস বলে না।

ভাই, framework 3.5 এর নিচে হলে কাজ করবে কি? মানে ৩.০ অথবা ২.০। আমার পিসি তে ২.০ ইনস্টল দেয়া আছে।

    ভাই ৩.৫ হলেই সেরা আমি অবশ্য ৪.০ (উইন্ডোজ ৭) ব্যাবহার করি। এক্সপি এর জন্য ৩.৫ লাগবে। চেস্টা করে দেখুন। ধন্যবাদ।

এসএমএস খুব একটা পাঠানো হয়না তারউপর এখনতো সব অপারেটরে এসএমএস মাত্ত ৫০ পয়সা ।চালিয়ে যান 😉

“……সফ্‌টওয়্যারটি করুন নিচের মত দেখাবে আপনার ব্যক্তিগত প্রয়োজনীয় তথ্য দিন”
“এসএমএস বা এমএমএস টি সেন্ড হলে নিচের ছবির মত নিশ্চিতকরণ বার্তা পাবেন।”
ছবিটা কোথায়..????
যদিও আমাদের কোন কাজে লাগবে না।
ধন্যবাদ

ভাইজান আপনার পোষ্ট টার আপডেট আনতেছি ,

    আনেন ভাই আমাদের সব টিউনারদের প্রধান উদ্দেশ্যই হল অন্যের উপকার হয় এমন কিছু করা। তাই নো চিন্তা করেন। আর আমার টিউন গুলো ওপেন সোর্স(!) 😉

    এনেছি, দেখে আসতে পারেন একবার

ধইন্যা । .net framework 2 তে কাজ করে না। version 4 install করতে হবে।
ভাই এই সুবিধা কি আজীবন থাকবে ?? :-০

প্রিয়তে রাখলাম।

আমারটা কিছুতেই হচ্ছে না! অন্য সব ঝামেলা শেষ করে চতুর্থ ধাপে এসে আটকে গেছি। প্রথমে .net Framework version 2 net থেকে নামিয়ে install করলাম (22.4 MB)। তারপর আপনার দেওয়া setup install করতে গেলে বলে- ” This setup requires the .net Framework version 3.5. Please install the .net Framework and run this setup again. The .net Framework can be obtained from the web. Would you like to do this now? Yes No ” আমি ভাবলাম তাহলে আপনার দেওয়া Framework version 4.0 টাই download করা ভালো। তখন Framework version 2 uninstall করে Framework version 4.0 আপনার দেওয়া লিংক থেকে নামিয়ে ঠিকমত install করলাম (48.1 MB)। তারপর আপনার দেওয়া setup install করতে গেলে আবার সেই আগের কথাই বলে- ” This setup requires the .net Framework version 3.5. Please install the .net Framework and run this setup again. The .net Framework can be obtained from the web. Would you like to do this now? Yes No “. অগত্যা Yes click করে net Framework version 3.5 নামালাম (2.73 MB)। install দিলাম কিন্তু দেখলাম এটা নেট থেকে 61 MB নামাবে। ধৈর্য হারিয়ে ফেললাম। আমি এটা আমার pc (XP) এবং laptop (Vista) দুটোতেই চেষ্টা করে দেখেছি। ফলাফল একই। এখন কি করাযায়?

আমারটা কিছুতেই হচ্ছে না! অন্য সব ঝামেলা শেষ করে চতুর্থ ধাপে এসে আটকে গেছি। প্রথমে .net Framework version 2 net থেকে নামিয়ে install করলাম (22.4 MB)। তারপর আপনার দেওয়া setup install করতে গেলে বলে- ” This setup requires the .net Framework version 3.5. Please install the .net Framework and run this setup again. The .net Framework can be obtained from the web. Would you like to do this now? Yes No ” আমি ভাবলাম তাহলে আপনার দেওয়া Framework version 4.0 টাই download করা ভালো। তখন Framework version 2 uninstall করে Framework version 4.0 নামিয়ে ঠিকমত install করলাম (48.1 MB)। তারপর আপনার দেওয়া setup install করতে গেলে আবার সেই আগের কথাই বলে- ” This setup requires the .net Framework version 3.5. Please install the .net Framework and run this setup again. The .net Framework can be obtained from the web. Would you like to do this now? Yes No “. অগত্যা Yes click করে net Framework version 3.5 নামালাম (2.73 MB)। install দিলাম কিন্তু দেখলাম এটা নেট থেকে 61 MB নামাবে। ধৈর্য হারিয়ে ফেললাম। আমি এটা আমার pc (XP) এবং laptop (Vista) দুটোতেই চেষ্টা করে দেখেছি। ফলাফল একই। এখন কি করাযায়?

    ভাইয়া আমি উইন্ডোজ ৭ ব্যাবহার করি। আপনার এই সমস্যা ঠিক কেন হচ্ছে তা বুঝলাম না আমি আমার বাসার অন্য পিসি গুলোতে ব্যাবহার করে দেখলাম উল্লেখ্য আমি উইন্ডোজ এক্সপি তে framework ৩.৫ ও ভিস্তাতে ৪.০ ব্যাবহার করেছি এবং কোন সমস্যা হয়নি। আপনি ৩.৫ টা কষ্ট করে ইন্সটল করে দেখুন। আর সমস্যাটা হয় কিনা জানান। ধন্যবাদ।

ভাই আপনি যে সফটওয়্যার ডাওনলোড এর কথা বলেছেন সেটি রার ফাইল তাকার কারনে ইনস্টল হয় না। অন্ন কোন উপায় আছে কি?

    ভাই আপনি winRar install করে দেখুন। আর ওপেন সোর্স 7zip ব্যাবহার করতে পারেন। 7zip ডাউনলোড করতে এখানে ক্লিক করুন http://downloads.sourceforge.net/sevenzip/7z465.exe (১মেবা)
    7zip ইন্সটল করে রার ফাইলটিকে এক্সট্রাক্ট করে নিন এবার ইন্সটল করুন।
    ধন্যবাদ।