আগের পোস্ট এ অনেকের কাছে ব্যাপারটা দূর্বোধ্য মনে হয়েছে তাই আবারো লিখতে বসা!!! এবার তাই বিস্তারিত ভাবেই লিখছি। গ্রামীন ফোন ও মাইক্রোসফ্ট কর্তৃক আয়োজিত আলো আসবেই কার্যক্রমের অংশ হিসেবেই বিভিন্ন সফ্টওয়্যার ডেভলপার তৈরি করছেন বিভিন্ন সফ্টওয়্যার আর এমন একটি সফ্টওয়্যার হল এই ফ্রী এস এম এস সেন্ডার। এটি দিয়ে এম এম এস ও পাঠান যায় কিন্তু আপনার বিল গুনতে হবে প্রতি ১০০ কেবি ১.১৫/- (ভ্যাট সহ)। তবে প্রতিদিন ২০ টি করে ফ্রী এস এম এস পাঠাতে পারবেন তাও আবার আপনার নিজের নাম্বার ব্যাবহার করে অর্থাৎ প্রাপকের কাছে আপনার নাম্বারটাই পৌছবে। প্রথমে এই লিঙ্ক থেকে সফ্টওয়্যারটি ডাউনলোড করুন এর পর রান করার পুর্বে এখানে ক্লিক করে রেজিস্ট্রেসন করুন যদি আপনার কোন রেজিস্টার্ড আই ডি না থেকে থাকে । এরপর সফ্টওয়্যারটি করুন নিচের মত দেখাবে আপনার ব্যক্তিগত প্রয়োজনীয় তথ্য দিন এবং send বাটন চাপুন। আপনার সিস্টেমে অবশ্যই .Net Framework 2 বা এর চেয়ে বেশি ইন্সটল থাকতে হবে।
এসএমএস বা এমএমএস টি সেন্ড হলে নিচের ছবির মত নিশ্চিতকরণ বার্তা পাবেন।
আমি ছবিতে ব্যবহৃত নাম্বার সমূহ মুছে দিয়েছি। মনে রাখবেন প্রতিদিন ২০ টি করে ফ্রী এস,এম,এস তবে এম,এম,এস ফ্রী নয় প্রতিটিতে ১ টাকা করে কাটবে আর ভ্যাট সহ যা ১.১৫ টাকা। লেখাটি ভাল বা মন্দ যাই লাগুক কমেন্ট করুন। গঠন মূলক সমালোচনা করুন যাতে করে ভবিষ্যতে ভাল ভাবে লিখতে পারি। ধন্যবাদ।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
framework 3.5 এর উপরে হলে এই software টা কাজ করবে কি?
টিউনের জন্য ধন্যবাদ ।