আজেবাজে কথা লিখে মাগনা খাটার কোন দরকার আছে কি? মনে হয় নেই। এই সফ্টওয়্যারে যদিও বলা হয়েছে ফ্রী MMS এবং SMS কিন্তু বাস্তবে SMS ফ্রী হলেও MMS ফ্রী নয়। আমি নিজে ব্যাবহার করে দেখেছি। তবুও আমার মনে হল সবাইকে এটা জানান দরকার। অনেকেই হয়ত এটা জেনে থাকবেন তবে যারা জানেননা এটা আশা রাখি তাদের কাজে আসবে। জিপি ২ জিপি MMS এর রেগুলার চার্জের চেয়ে কম বলেই টিউনটা করলাম। কারও ভাল লাগলে জানাবেন আর খারাপ লাগলেও জানাবেন।। সবাই সুস্থ থাকুন ভাল থাকুন আর মুসলমান ভাইগন রমজানের পুর্ণ ফায়দা হাসিল করুন। আমার বোরিং টিউন পড়ার জন্য ধন্যবাদ।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আপনার নাম্বার রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়লাম বুজলাম।