—- স্লো-ইন্টারনেট কানেকশনে টেকটিউনস আরো তাড়াতাড়ি লোড করার আপডেটেড উপায় —-

চলে এলাম আবার। আশা করি সবাই ভাল। একটু আগে সাহরীর করলাম। তাই ভাবলাম ঘুম দেবার টিউনটা শেষ করেই ফেলি।

ব্যক্তিগত কথা সম্বলিত ভূমিকার জন্যে দু:খ প্রকাশ করে নিচ্ছি। শুরু করা যাক

একদম প্রথমে আপনাদের একটা রিকোয়েস্ট করব। প্লিজ ফেলে দেবেন না। প্রথমে আপনি একবার ফায়ারফক্স রিস্টার্ট(ক্লোজ করে আবার চালু করুন) করে একটা ট্যাব এ টেকটিউনস নতুন করে লোড দিন। দেখুন ঘড়ি ধরে যে কয় সেকেন্ড বা মিনিট (প্রবাসীরা হাসবেন না) লেগেছে লোড হতে। এবার গুগল ক্রোম ব্রাউজারে টেকটিউনস লোড দিন। কিছুক্ষন ক্রোম দিয়ে ব্রাউজ ও করতে পারেন। দেখুন কতক্ষন লেগেছে। আপনি আশ্চর্য হয়ে দেখবেন ক্রোমে টেকটিউনস তাড়াতাড়ি লোড হয়েছে। যে ফায়ারফক্স এতদিন কি দারুন সার্ভিসই আমাদের দিয়েছে এখন সামান্য পুঁচকে বাচ্চা ক্রোমের কাছে হেরে গেল, খারাপ লাগছে নাকি? আমার কিন্তু লেগেছিল। এখন কি ক্রোম কে ডিফল্ট ব্রাউজার হিসাবে ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছেন? একটু দাড়ান, এই টিউনটি আগে পড়ে নিন।

আমরা যারা টেকটিউনস এ অনেক দিন থেকেই আছি, লক্ষ্য করেছি যে এর লোডিং স্পিড খুবই লো ছিল। মাঝে একবার মেহেদী ভাই (এডমিন) সাইট ক্যাশিং যুক্ত করে টেকটিউনস এর স্পিড কিছুটা বাড়িয়েছিলেন। অফিসিয়ালি বলা হয়েছিল যে স্পিড প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছে। যা আমাদের অনেক সাহায্য করেছে টিউনিং এ। এ সম্পর্কিত পোস্টটি আছে এখানে

তবু যেন আমাদের স্লো-ইন্টারনেট কানেকশনে টেকটিউনস লোড হতে অনেক সময় লেগে যেত। কর্তৃপক্ষ ফলে আরেকটা সুবিধা নিয়ে আসে। তা হল ওয়ার্ড প্রেস গিয়ারস।
টিউনার প্যানেলের টুলস সাবমেনু তে অবস্থান করছে গিয়ারস

 

একবার এক টিউনার ভাই টিউনও করেছিলেন এই বিষয়টি নিয়ে। টিউনার এর নামটা মনে করতে পারছিনা বলে দু:খিত। যা হোক, তিনি টিউন করে জানিয়ে দিয়েছিলেন যে এই সুবিধাটি আছে ওইখানে। দেখামাত্র আমি ব্রাউজ করলাম, ইন্সটল করার জন্যে ক্লিক করলাম, পুরো ১০ মিনিট লাগিয়ে ৩ মেগাবাইটের এড-অনটি ডাউনলোড হল, তারপরে ইন্সটল হবে ঠিক সেসময় এরর (ERROR) মেসেজ দিল যে গিয়ারস নাকি আমার ফায়ারফক্সের কি একটা সাপোর্ট করে না, ফায়ারফক্সের এই ভার্সনটি নাকি সাপোর্টেড না এসব। অথচ তখন আমি ফায়ারফক্স ৩.৬.৩ ব্যবহার করতাম এবং আমার দেখা সবচে স্টেবল একটা ভার্সন ছিল যা প্রায় সব এড-অন সাপোর্ট করত। যাহোক ইন্সটল হলোইনা। তখন আমি এক্সপি ব্যবহার করতাম। পরে মিন্টে (লিনাক্স মিন্ট) গিয়ে ট্রাই করি। দেখি সেখানেও একই অবস্থা। এরর দেখিয়ে আর ইন্সটল হয়না। এরর এর স্ক্রিনশট লাগলে জানাবেন। আবার ডাউনলোড দিয়ে এরর পর্যন্ত গিয়ে স্ক্রিনশট রেডি করে দেব।

হঠাৎ কাল রাতে আমি ভাবলাম গুগলে একটা সার্চ দিয়েই দেখিনা গিয়ারস সম্পর্কে গুগল কি বলে...
সার্চ দিলাম, একদম প্রথম রেজাল্টটি দেখেই আমার চোখ ছানাবড়া! গুগল গিয়ারস সম্পর্কে লেখা। লিঙ্ক অনুসরণ করলাম। যা পেলাম, অভাবনীয়। ওয়ার্ডপ্রেসের জন্যে গুগলই গিয়ারস তৈরী করেছে! আমি আরো এগুতে থাকলাম। গুগলের দেয়া গিয়ারসটা ইন্সটল করলাম। ইন্সটল হবার পরে এটি আরেকবার ইন্টারনেটে দরকারি ফাইল ডাউনলোড করে নেয়। ততক্ষন চাপা উত্তেজনা নিয়ে বসে রইলাম। একসময় হয়ে গেল। ফায়ারফক্স রিস্টার্ট দিলাম। টেকটিউনস এ প্রবেশ করলাম। আশ্চর্য রকম ফাস্ট, অন্তত আমার স্লো কানেকশনের জন্যে একটা আশীর্বাদ হয়ে এলো এই গিয়ারস। যেখানে আমি আগে "ERROR ESTABLISHING DATABASE CONNECTION" নামক যন্ত্রনাদায়ক মেসেজটির সামনে বার বার পড়তাম, গিয়ারস ইন্সটল এর পরে মাত্র একবার এই সমস্যা হয়েছে। আর যেকোনো টিউন এখন এক চুটকিতে লোড হয়ে যায়।
এই সেই বিরক্তিকর মেসেজ

অনেকেই ভাবছেন, কি এই গিয়ারস? আসলে আমিতো বিশেষজ্ঞ নই, তাই আমি আমার দৃষ্টিকোন থেকেই বলছি। ওয়েবসাইটের কিছু কিছু অপশন কখনো পরিবর্তিত হয়না। কিছু আবার অনেকদিন পরে পরে পরিবর্তিত হয়। যেমন : টেকটিউনস এর মেইন পেইজে টেকটিউনস নামক ব্যানারটি চেঞ্জ হবেনা হঠাৎ করে। গিয়ারস প্রকৃতপক্ষে এসব কিছু স্ট্যাটিক ফাইল কে হার্ডডিস্কে সেইভ করে রাখে যেনো বার বার নেট থেকে এটি লোড না হওয়া লাগে। এছাড়াও জাভাস্ক্রিপ্ট গুলোকে ব্যাকগ্রাউন্ডে রান করে,ফলে পারফরম্যান্স বৃদ্ধি পায়। এছাড়াও আরো সুবিধা আছে। এটি আসলে শুধু টেকটিউনস বা ওয়ার্ডপ্রেসই নয় সকল সাইট যেগুলো এর আওতায় পড়ে সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য।

এবার আসি আপনাদের প্রথমে করতে বলা কাজটির দিকে। আপনারা হয়ত লক্ষ্য করেছেন ক্রোম এ টেকটিউনস লোড হতে ফায়ারফক্স থেকে কম সময় লেগেছে? আসলে ব্যাপারটা হল ক্রোম এ গুগল এই গিয়ারস বিল্ট ইন দিয়ে দেয়, আলাদা করে ডাউনলোড করার প্রয়োজন হয়না। আর ফায়ারফক্সে আপনার তখনো গিয়ারস না থাকায় টেকটিউনস দেরি করে লোড হয়েছে।

গুগলের সাইটে দেয়া গিয়ারসটি শুধু ফায়ারফক্স বা ক্রোম এর জন্যেই নয়, ইন্টারনেট এক্সপ্লোরার এর জন্যেও প্রযোজ্য (যদি কেউ ব্যবহার করেন আর কি)। আলাদা আলাদা করে ডাউনলোড করতে হবে প্রতিটির জন্যে। তবে ক্রোমে তো আগে থেকেই দেয়া, তাই ক্রোমের জন্য আর ইন্সটল করতে হবেনা।
বিভিন্ন ব্রাউজারের জন্য গুগল গিয়ারস

গুগল গিয়ারস পাবেন এই লিঙ্কে।
ডাউনলোড করুন আর শেষে ব্রাউজার রিস্টার্ট করুন।

আর কথা না বাড়িয়ে বিদায় নেই।
আমার পরীক্ষা চলছে। দোয়া করবেন সবাই।
ভালো থাকুন।

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভালো জিনিস শেয়ার করার জন্য থ্যাংক্স…

ব্যবহার করে দেখি কেমন ! ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ শেয়ার করার জন্য। ব্যবহার করে দেখি কেমন লাগে।

এই আমি না তোরে আগেই এইটার কথা বললাম… ঐসময় এইটা করলি না কেন?? আচ্ছা যাই হোক লিখাটা দারুণ হয়েছে। সবাই লিখা দেখেই প্রিয়তে রাখবে…

    আমি বুঝতে পারি নাই। কি করব। চোর পালাইলে বুদ্ধি বাড়ে।

    আদনান, গিম্প এর উপর কোনো সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল/ম্যানুয়াল আছে নাকি রে? আমি ভাল করে ব্যবহার শিখতে চাই।

    গিম্প এর উপর আছে। হ্যা থাকবে না কেন??? একটু নেট ঘাটাঘাটি কর তাইলে পেয়ে যাবি… ঠিক আছে…

সুন্দর লিখেছেন। চালিয়ে যান।

Level 0

thanks

আপনার টিউনটি এক কথায় অসাধারন হয়েছে।আপনার প্রশংসা না করে পারছিনা।আমি আগে firefox এর ব্রাউজিং পারফরম্যানস
বাড়ানোর জ্ন্য faster fox নামে একটা এড অন ব্যবহার করতাম এবং Firefox এর main config থেকে কিছু configuration
পরির্বতন করে এর গতি অনেক বাড়িয়ে ফেলেছিলাম।আপনার এই টিউনটি পেয়ে কাজ করার পর গতি আরও বেড়ে গেছে।আপনাকে
ধন্যবাদ এত সুন্দর একটি টিপস দেবার জন্য।আশা করছি আপনি এরকম আর ও সুন্দর টিপর শেয়ার করবেন।

এটা উবুন্তুতে মনে হয় সাপোর্ট করে না।

আপনার আগের টিউনে যে এভাস্ট দিয়েছেন, তা ডাউনলোড করেছিলাম। এখন আপডেট এ ক্লিক দিলাম প্রায় ৩০ মেগাবাইট এর মত আপডেট নিল।আপডেট নেয়া আর শেষ হয় না। এরপর আপডেট বন্ধ করে দিয়েছি। এখন ইন্টারনেট অন করলেই আপডেট চায়। এখানে আপডেট এর ২ টা অপশন আছে। কোনটার আপডেট নিব? Programe? নাকি Engine and virus definition ?
আমি Engine and virus definition এর আপডেট নিয়েছিলাম।

    কাল আমিও নতুন করে উইন্ডোজ ৭ ইন্সটল দিয়েছি। ৩০ মেগাবাইটের মতই ডাউনলোড হয়েছে। আমার ধারনা ছিল ১০ মেগাবাইটের বেশি নিবে না। কিন্তু ২ মাসের মধ্যে পুরো ২০ মেগাবাইট আপডেটেড হয়েছে বুঝতে পারিনি। যাই হোক, কষ্ট করে আপডেট টা দিয়ে দেন, পরের আপডেট গুলো ঠিক ই ছোট ছোট।

http://gears.google.com/
এই লিঙ্ক এ গেলে এই লেখা উঠে — আমি ফায়ারফক্স ৩.৭ ওরফে minefield ইউস করি।
Your browser is not supported.
Please check the list of supported browsers below.

    আমি ফায়ারফক্স ৩.৬.৬ এবং ৩.৬.৮ দিয়ে ট্রাই করেছি। আমার সমস্যা করেনি। ৩.৬.৭ আমি ব্যবহার করি নি। আপনি হয় ফায়ারফক্স ডাউনগ্রেড অথবা আপগ্রেড করে নেন।

    Level 0

    minefield ব্যবহার না করে ডাইরেক্ট ফায়ারফএক্স ব্যবহার কলেইতো হয় কি বলেন

শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য।
ami use korci bhalo e laglo

দেখি কতকাম করে

    গিয়ার্স এর স্ট্যাবল ভারশন আছে কি, মানে এইটা তো নেট থাইকা বাকিটুকু ডাউনলোড নেয়

অনেক কাজের টিউন। প্রায় বছরখানেক হল গিয়ারস ব্যাবহার করছি ওয়ার্ডপ্রেসের সাথে – ভাল কাজ করে।
বিষয়টা অনেক সুন্দভাবে উপস্থাপনের জন্য ধন্যবাদ।

কোথায় থাকেন আপনি? আপনার আগের টিউনে তো ভিজিটর সফটওয়্যার ক্র্যাক করতে পারছে না। https://www.techtunes.io/internet/tune-id/31576/

Level 0

তবে এটা নিয়ে কিন্তু কিছু দিন আগে টিউন হয়েছিলো

Level 0

ধন্যবাদ আপনাকে।

এটা নিয়ে যদিও আগে টিউন হইছে এবং সেখান থেকেই উপকৃত হইছি তারপরও কিন্তু আপনার টিউন অনেক ভাল হইছে এবং বিস্তারিত ভাবে উপস্থাপনা করেছেন,আশা করছি যাদের আগে জানা ছিলনা তাদের অনেক উপকারে দিবে টিউনটি,ধন্যবাদ আপনাকে টিউনের জন্য।

    আর আপনার জন্য অবশ্যই দোয়া রইল আপনার পরিক্ষা যেন ভাল ভাবে সম্পন্ন হয়।

Level 0

ভায়া আমি Cometbird 4.0.1 ব্যবহার করি… কিন্তু এই browser টা not supported দেখাচ্ছে ..এখন?