হ্যালো গাইজ
Sximul ব্যাক।
গুগলে ফাইটার বিমান দেখছিলাম, আর সেখান থেকেই ঢুকে পড়লাম বাংলাদেশের প্রতিরক্ষা ব্যাবস্থার ওয়েবসাইটে।
শুরুতে বলে নেই, এই আর্টিকেল এ আমি খুব দুর্বল কিছু দেখিয়ে দেব, আর একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হিসেবে আমার কাছে এগুলো খুবি মারাত্ত্বক, যেখন সেটা একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রানালয় এর ওয়েবসাইট হয়। চলেন শুরু করা যাক।
একেবারে পেইজের উপরে দেখলাম, টাইটেলের নিচে ডিজাইনার ভদ্রলোক কি ওয়ার্ডগুলো দিয়া দিছেন, ভালো বুদ্ধি, যখন আপনি একটা পর্ন সাইট রান করবেন, সার্চ রেজাল্টে উপরে আসবে আরকি।
যদিও ট্যাগলাইনে সাইট সম্পর্কে কিছু লেখার নিয়ম। যাক, এইটা খালি শুরু। ঠিক নিচেই এডসেন্স দেখতে পাইতেছেন ???
আমিও পাইতেছি, একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রানালয় এর ওয়েবসাইটের এক্কেরে উপরে গুগল এডসেন্স এর এড। সুন্দর না ???
আমি ধাক্কার মত খাইলাম, হায় হায়, এগুলা কি আমাদের সরকারী ওয়েবসাইটে। যাক, একটু নিচে নামতেই দেখি আবার এড !
মান ইজ্জত একটুখানি বাকি রাখার দরকার ছিলো। যাক, আমি আবার আর্টিকেল পড়ায় মন দিলাম, পড়তেছি, পড়তেছি।
নিচে কমেন্ট বক্সের দিকে তাকায়া আরেক ধাক্কা !!!!!!!!!!
এনোনিমাস ভাবে, মানে আপনি আপনার পরিচয় গোপন রেখেই কমেন্ট করতে পারবেন। এটা মজার ব্যাপার না, মজার ব্যাপার হইলো, কমেন্ট বক্সের নিচে লাল লেখা টা।
যার ডিজাইন বা যেইখান থেকে আমাদের এই সাইটের ( একটা সরকারী সাইটের ডেভেলপার উনি ) ডেভেলপার থিম/টেমপ্লেট টা লইছেন, তাগো কথা, এটারে মুছার বা এডীট করার বিদ্যা তার ছিলো না মনে কয়।
আমি এই পর্যায়ে হাসা শুরু করছি।
গেলো, আবার ধাক্কা ! আবার এডসেন্স !!!!!!!!! আমি ডাউনলোড সাইটেও এত এড দেই না ভাই, সত্যি !
আমি বাকরুদ্ধ হইয়া গেলাম এই পর্যায়ে।
এখন আপনারা বলবেন, ভাই, কে না কে বানাইছে এই সাইট, আপনি পচাইতেছেন কারে ? উহু ভাই, আমার ও তাই ধারনা হইছিলো, কিত্নু সাইটের ফুটারে অন্য কথা কয়।
দেখেনঃ
দেখতে পাইতেছেন না ??? আমি বলে দেই। বাংলাদেশ ডিফেন্সের কপিরাইট, আর ডিজাইন্ড বাই বাংলাদেশ আর্মি। ও ভালো কথা, একটা হোস্টিং এর টাকা খরচ করা হয় নাই, বানানো গুগলের ফ্রি ব্লগারে। এই ছবিতেও থিম টার এডিট করা হয়নি, তার প্রমান দেখা যাইতেছে।
আর দেখার সাহস হয়নি, এই ভোর রাতে আমি হাসতে কি কান্তে কান্তে মারা যেতে চাই না। সাইট টা যদি, সরকারী না হয়েও থাকে, তাহলে সেটা বাংলাদেশ ডিফেন্স বা আর্মির মত কিছুর কপিরাইট করার সাহস পায় কোথা থেকে ? আর এ ধরনের নিম্নমানের বাজে একটা সাইট আমাদের দেশের ভাবমুর্তিরে কোথায় নিয়ে যাবে আপনাদের কাছে প্রশ্ন থাকলো।
ও হ্যা সাইট টার এড্রেস defencebd.com
আমার নিজের ও ধারনা এটা কোন সরকারী সাইট হয়তো না, আবার ফুটার দেখে নিজেকে ভুল ও মনে হচ্ছে। আমি সঠিক টা জানি না, আমার জানার কথা না, আর ডোমেইন টার হুইজ নিয়ে ঘাটাঘাটি করার আগ্রহ আমার নাই এখন। আমি সুধু চাই, এগুলো, যা আমাদের দেশের আর্মি, প্রতিরক্ষার মত খুব সেন্সিটিভ ব্যাপার নিয়ে কাজ করে অনলাইনে , সেগুলোর উন্নতি হোক। প্রসাসনের নজর পড়ুক এগুলোর উপর।
যদি আমার এ টিউন টা থাকে, আমি থাকি, তাহলে দেখা হবে আবার।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
ভালো কোন ডেভেলপার দিয়ে বানালেই তো হয়।