টেলিটকের আজব কাণ্ড! ৯০জিবি ৩জি ইন্টারনেট মাত্র ৪,০০০টাকায়!

আমাদের প্রিয় সরকারী মোবাইল অপারেটর টেলিটকের নানা কার্যক্রম-উদ্যোগের প্রশংসা না করে উপায় নেই! বাংলাদেশে তারাই একমাত্র সকল শ্রেণির মানুষের ইন্টারনেট চাহিদা পূরণ করতে সক্ষম। এর আগে যেমন নিউজ দিয়েছিলাম, টেলিটকের ১জিবির ১০টি প্যাকেজ নিয়ে! এছাড়া এত সল্প মূল্যে কোন অপারেটরই ইন্টারনেট প্যাক দেয় না শুধু টেলিটক ছাড়া। যাই হোক! আজকে আপনাদের অদ্ভুত নিউজ দিবো। হয়তো কেউ খুশি হবে, হয়তো কেউ অজ্ঞান হবে। 😛

টেলিটক যে কখনো এরকম প্যাকেজের ঘোষণা দেবে, তা সবার কল্পনার বাইরে! কারণ এধরনের Heavy Internet প্যাকেজগুলা সাধারনত ব্রডব্যান্ড ও ওয়াইমাক্সরা দিয়ে থাকে। কিন্তু কোন মোবাইল অপারেটর হিসেবে এই ধরনের প্যাকেজ অফার নিয়ে আসা দুর্লভ ইতিহাসের সমান। এখন আজকের নিউজ দেখে হয়তো অনেক নেটখোর, মুভিলাভার, গেমার এধরনের লোক খুব খুশি হবে, আর অন্যদিকে অনেকে বলবে ৪ হাজার টাকা গাছে ধরে নাকি! যাই হোক ওসব আপনাদের একান্ত ব্যাপার! চলুন, প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 😀

টেলিটক ৯০জিবি ৩জি ইন্টারনেটের বিস্তারিতঃ

  • টেলিটক তাদের একটি নতুন Heavy Internet প্যাকেজ ঘোষণা করেছে।
  • এই প্যাকে পাবেন ৯০জিবি ৩জি ইন্টারনেট মাত্র ৪ হাজার টাকায়!
  • প্যাকেজ অ্যাক্টিভ করতে, D61 লিখে 111 তে সেন্ড করুন।
  • এই প্যাকেজটি সকল টেলিটক প্রিপেইড গ্রাহক এটি নিতে পারবে।
  • ৯০জিবি ৩জি ডাটা ৩জি ও ২জি উভয়ে ব্যবহার যোগ্য হবে।
  • ৪ হাজার টাকার ৩জি প্যাকেজের মেয়াদ মোট ৩০ দিন।
  • ৩জি ইন্টারনেটের স্পীড আপটু ১ এমবিপিএস!
  • মেয়াদ ও ডাটা ব্যাল্যান্স চেক করতে, u লিখে 111 তে সেন্ড করুন।
  • এই প্যাকেজে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।

বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের লেটেস্ট বোনাস অফার, নেট প্যাকেজ, নিউজ সবকিছু পাবেন সিম বোনাস ওয়েবসাইটে।

ওয়েবসাইটঃ http://www.simbonus.com

এফবি পেজঃ http://www.facebook.com/simbonus

Level 0

আমি সিম বোনাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের লেটেস্ট বোনাস অফার, নেটপ্যাকেজ, কলরেট, নিউজ সবকিছু পাবেন সিম বোনাস ডট কম ওয়েবসাইটে। আমাদের ফেসবুক ফ্যান পেজঃ bit.ly/facebook_sb ও টুইটার পেজঃ bit.ly/twitter_sb এবং গুগল পেজঃ bit.ly/google_sb


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হাহা 😀 জটিল … বাট আমার তো মাসে ২০০ জিবি না হলে চলেই না 🙁

    @DJ TAPASH: আপনার জন্যই অপেক্ষা করছিল। কদিন পর হয়তো ৫০০জিবিও দিতে পারে! বলা যায় না 😀

অবাক করার মত

ভাই, টেলিটক এ এমবি পারাপারের কোনো ব্যবস্থা আছে?

এই মাসে জিপি দিয়া ৫৫ জিবি নামাইছি ফ্রি :3 ভ্যাটসহ ৫০০০ টাকা দিয়া নেট চলানুর সময় নাই 😀

    @ফাহাদ ভুঁইয়া: 🙂

    @ফাহাদ ভুঁইয়া: চোর কি টাকা খরচ করতে চায়! আপনার বড় পরিচয় আপনি চোর। সৎভাবে ভ্যাটসহ ৫০০০ টাকা দিয়া নেট চলানুর সময় আপনার কিভাবে থাকবে। যত্তসব চোরার দল!

ফ্রি দিয়ে কাজের কাজ কিছুই করা যায় না। আমি ও অনেক কিছু নামাইছি। এখন ব্রডব্যান্ড নিয়ে নিছি।

টেলিটকের ক্ষেত্রে; গ্রামীনের মত কি আগের কোন data থাকলে পরবর্তীতে ক্রয়কৃত data যোগ হবে ?

    @মহসিনুল আলম সরকার শাফী: না। যোগ হবে না। কারণ টেলিটকে এক সাথে একাধিক প্যাকেজ ক্রয় করা যায়।

দেশি পন্য কিনে হও ধন্য :V

Level 0

আমাদের এলাকায় নেটওয়ার্ক দুর্বল

ভাই আমাকে হেল্প করেন। বড বিপদে পরছি। আমি ssc eexm GPA5 দের জনা আগামি সিম এর জন্য রে জিস্টেসন করছি। তার পর সেই পেজ টা save করে রেখেছিলাম। কাল হটাত করে windows দিয়ে সব হারিয়ে ফেলেছি।এখন আমার করনিয় কিছু আছে। প্লিজ হেল্প করেন আমাকে কেউ

    @শ্রাবন শেখ: টেলিটক অফিসে যোগাযোগ করুন।