Personal ই-মেইল এড্রেসে যদি একুশ হাজার!!! ই-মেইল আসে তাহলে কেমন লাগে…

আমার জীবনের প্রথম ই-মেইল এড্রেসটি আমি দারুন ভাবে ইউজ করেছি এবং এখনো ভালভাবে করতেছি। এই ই-মেইল এড্রেসটির বয়স সাত বছর হয়েগেছে। বিভিন্ন সাইটে এই এড্রেস দিয়েই সাইন-আপ করতাম। ব্যক্তিগত কাজে আমি অবশ্যয় এই এড্রেসটিই ব্যবহার করি। কাতারে আসার কারনে ই-মেইল করা বা ইউজ করাটা খুবই কমে গেছে বলতেগেলে ব্যবহার নাই বললেই চলে। গত কিছুদিন আগে লগ-ইন করলাম, ওমা... আমিতো পুরাই অবাক!!! কারন ছিল ই-মেইল এসেছিযার) ২১,০০০(একুশ হাজার) !!! অনেক কষ্ট করে ওগুলু মুছে ফেলেছিলাম টাইম লেগেছিল প্রায় তিন ঘন্টা। এই মাত্র লগ-ইন করলাম এবার দেখি ৪,৫১৮টি ই-মেইল!!!

এবার আমাকে একটুকি পরামর্শ দেবেন কি ওষুধ ব্যবহার করলে এতগুলু ই-মেইল আসা থেকে বাঁচব...

It is my new blog,which is made on Gulf Driving

Level 0

আমি Arif Md Forkan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার মনে হয় আপনি হ্যাকারদের পাল্লায় পরেছেন, আপনি যে সম্যস্যায় পরেছেন হ্যকিংয়ের ভাষায় তাকে বলে মেইল বোমবিং, আর একটা কথা একেক সাইটে রেজিষ্টেশন করার জন্য ভিন্ন ভিন্ন ইমেইল এড্রেস ব্যবহার করতে হয়, আশাকরি এই বিষয়গুলো খেয়াল রাখবেন পার্সনাল কাজের জন্য পার্স নাল মেইল ব্যবহার করবেন। ইউটিউবে যেয়ে এই Investigation 360 Degree EP 05 Operation Password ইংরেজি লেখাটুকু সার্চ বক্সে লিখে সার্চ দেন আর ভিডিওটা দেখবেন তাহলে ক্লিয়ার বুঝেযাবেন আপনার সম্যসাটা।আর ভিডিওটা না দেখলে যেটা করবেন, আপনার মেইলে আসা অনাকাংখিত মেইলের যেকোন একটা মেইল সিলেক্ট করে স্প্যাম বক্সে দিয়েদিন তাহলে এরপর যে অনাকাংখিত মেইলগুলো আসবে সেগুলো সব স্প্যাম বক্সে চলে যাবে।

Level 0

যেই মেইল গুলো আসছে তার একটাতে টিক দিয়ে As A Spam হিসেবে Select করে দিন তার পর থেকে মেইল গুলো সব স্পাম বক্স এ আসতে থাকবে আপনার ইনবক্স এ আর আসবে নাহ

    Level 0

    @Evil-Boy: সব ইমেল একই address থেকে আসলে এই পদ্ধতিতেই কাজ হওয়ার কথা।

@Evil-Boy: তাই ?
আমার তো এভাবে হয় না ।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।