আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশাকরি ভালোই আছেন। এটা আমার প্রথম পোষ্ট তাই খুব নারভাস ভুল হলে মাফ করবেন। যাই হোক এবার আসল কথায় আসি
উপরের শিরোনাম দেখে এতখনে বুঝে গেছেন আমি কি নিয়ে পোষ্ট করছি। ভাবছেন জিপিতে 4mbps speed এটা আবার কি করে সম্ভাব ভাবতে পারেন আমার প্রচারের জন্য আমি ভূয়া পোষ্ট করছি। কিন্তু না নিচের স্কিসসট দেখলেই বুঝতে পারবেন।
প্রথমে Tools > setting > Profile Manager > Add এ ক্লিক করেন এর পর নিচের মতো করে setting করে নেন।
এবার ok click করেন পরে Default ক্লিক করে cancel করেন, এবার Modem Connect দিন।
APN- gpwap দ্বারা মডেম কানেক্ট করুন ।
১। এখানে আমি একটি Portable Proxy /XT181 কনফিগ দিলাম এটি এখান থেকে ডাউনলোড করেন ।
২। Browser+IDM এ proxy 127.0.0.1 এবং port 8080 সেট করুন ।
৪। ডাউনলোড করা রার ফাইলের ভেতরে দেখেন যে XT181.exe আছে ।সেটা ওপেন করেন আর Lister এ ক্লিক করে মিনিমাইজ করে রাখেন ।
আমি আশরাফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am blogger and also Freelancer.
Elder bro…any trick For Android phone…??