আরো একটি মাইক্রোওয়ার্ক সাইট- যেখান থেকে বিড না করেই পাবেন ফ্রিল্যান্সিং কাজ + আরো বিশেষ কিছু সুবিধা

মাইক্রোওয়ার্কিং সাইট হিসেবে আমরা মাইক্রোওয়ার্কস এর নাম বেশ কিছুদিন থেকেই শুনছি। এখানে কাজ করে অনেকেই বড় কোন সাফল্য না পেলেও মোটামুটি লাভবান হচ্ছে। এর কারন হচ্ছে এখানে ছোট ছোট বিভিন্ন কাজ সারাদিনই আসতে থাকে আর সম্পন্নও করা যায় খুব তাড়াতাড়ি। আর কাজ গুলো পাওয়া বা করা কোনটাই খুব একটা কঠিন নয়। আর এখানে লাভবান হবার এটাই হল মূল কারন।

এরই পরিপ্রেক্ষেতে এখন আরো কিছু মাইক্রোওয়ার্কিং সাইট আসছে যার মধ্যে আমার কাছে খুবই ভাল এবং সম্ভাবনাময় সাইট হিসেবে মনে হয়েছে http://www.myeasytask.com কে। আমি নিজে এখানে নিজে কয়েকটা কাজ করে দেখেছি যাচাই করার জন্য যদিও আমি এধরনের শর্টটার্ম কাজ তেমন একটা করিনা। তবে অন্যকে বলার আগে নিজে যাচাই করে দেখা দরকার তাই দেখেছি মূলত। আর তার ফল যা তা এককথায় বলতে গেলে আমি তাদের ওপর খুবই সন্তুষ্ট। কারন আমার ব্যালান্স পেআউট করার সীমা ছাড়ানোর পর আমার বলার আগেই তারা নিজেরা সেটা পাঠিয়ে দিয়েছে। তাছাড়া তাদের সাইটের যে আচরন ফ্রিল্যান্সারদের সাথে তা অত্যান্ত প্রশংসনীয় এবং বোঝাই যায় যে তাদের পরিকল্পনা সুদূরপ্রসারী। যাইহোক এই সাইটের বিভিন্ন দিক কাজের উৎস, অর্থ উত্তোলন পদ্ধতি সহ কিছু আনুসাঙ্গিক দিক নিয়েই লিখব আজ।

কি ধরনের কাজ এই সাইটে?

আমি আগেই বলেছি যে এই সাইটের কাজগুলো খুব দ্রুত সম্পন্ন করা যায় কারন সেগুলো খুবই সহজ। কিন্তু এই কাজগুলো কি সে প্রশ্ন আসতেই পারে। কাজ গুলো হল মূলত হল বিভিন্ন সাইটের প্রমোশনের জন্য যেমন কোন পোস্টকে বাজ বা ডিগ করা, ফেসবুক বা টুইটারে শেয়ার করা বা কোন সাইটের স্পন্সর রিভিউ করা, ব্যাকলিংক দেয়া ইত্যাদি। বুঝতেই পারছেন কাজগুলো কতটা সহজ যা যে কেউ অনায়াসে করতে পারবে।

কাজের উৎস কি?

মূলত বিভিন্ন ওয়েব সাইট ও ব্লগার তাদের সাইটকে প্রমোশন বা অফপেইজ অপটিমাইজেশন করার জন্য এসব ছোট ছোট প্রজেক্টের কাজ দিয়ে থাকে এই সাইটকে যা এই সাইট আবার ফ্রিল্যান্সারদের দিয়ে থাকে।

কাজের বিনিময়ে কি পরিমান পারিশ্রমিক পাওয়া যাবে এই সাইটে?
প্রতিটি কাজে পারিশ্রমিক অবশ্য কম প্রায় ক্ষেত্রেই তা ১ ডলারের নিচে। তবে কাজগুলো যেহেতু খুব অল্প সময়ে সম্পন্ন করা যায় তাই দিনে এমন অল্প দামের অনেক কাজ যেমনি করা যাবে তেমনি আয়ও আসবে মোটামুটি। সাইটের প্রতিনিধির মতে এই সাইটে নিয়মিত কাজ করলে ভবিষ্যতে মাসে ১০০ ডলার আয়ও খুব সম্ভব ব্যাপার হবে।

সাইট থেকে আয়ের অর্থউত্তোলনের পদ্ধতি

এই সাইট থেকে প্রচলিত সকল পদ্ধতিতেই অর্থ উত্তোলন করা যাবে। অর্থাৎ পেপ্যাল, এলার্টপে, ডেবিট কার্ড বা চেক সকল পদ্ধতিই সমর্থন করে এই সাইট।

এই সাইটের কিছু সুবিধাঃ

  • মাত্র ১০ ডলার জমা হলেই তা পেআউট করা যাবে
  • এখানে আয়ের পাশাপাশি এফিলিয়েট থেকেও আয়ের সুযোগ আছে।
  • এফিয়েলিয়েট থেকে ৫% অর্থ পাওয়া যাবে। যা আপনার রেফারেল কোন ইউজারের উইথড্র এর সময় আপনার একাউন্টে জমা হয়ে যাবে। অর্থাৎ আপনার রেফারেল কোন ইউজার যদি ১০০ ডলার পেআউট করে তবে আপনার একাউন্টে জমা হয়ে যাবে ৫ ডলার স্বয়ংক্রিয়ভাবে।
  • সাইটের প্রথমদিকে যারা সাইনআপ করবে এবং নিয়মিত কাজ করবে তাদের কে পরবর্তী সময়ে বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। যা তাদের কে প্রতি মাসে পর্যাপ্ত পরিমান কাজ পেতে সহায়তা করবে। আর এই কাজগুলো সম্পন্ন করতে পারলে মাসে ১০০ থেকে ১৫০ ডলারের ফ্রি ল্যান্সিং কাজ তাদের জন্য হবে খুবই সম্ভব ব্যাপার।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয়তে রাখলাম ।দেখি কদ্দুর পারি।

আমার আগ্রহ আছে। দেখি

thanks for this information…….

how can i refer to other?

ভালো তবে ভাই এটাও কি বাসায় পিন পাঠাবে???

Level 0

কাকতলীয় ব্যপার তো কিছুক্ষণ আগে আমি এই সাইটটি সম্পর্কে পড়ছিলাম এখানে http://earnhelp.com/ হুবহু কপিপেষ্ট করা ।

    শাকিল ভাই ঐ সাইটের এ্যাডমিন।

    Level 0

    হা হা হা http://earnhelp.com/ তো শাকিল ভাই এরই সাইট।

    ভাল টিউন হইছে ভাই। আমি তো অবাক হচ্ছি এই ভেবে যে- আপনি এডসেন্স ও ফ্রিল্যান্সিং একসাথে কিভাবে সমলান?

    Level 0

    Bhai apnar
    contact no ta ektu den
    apnar blog siter bepare kichu bolar ache adn apner theke kichi shonar ache.
    So your contact no. pls.
    Amar ta holo 01199-140267
    Dhonnobad

আমি এখনো শিখিটেছি, কুতাও কুনদিন একখান কাম পাইলাম নারে………….\

আমার তো কান্দন আহে

vai ami signup korsi kinto amake varification eamil pathai nai

ভাই আমি signup করছি , but আমাকে verification মেইল দেই নাই ।

@ শাকিল ভাই, আপনার সাইটের কিছু পোস্ট পাসওয়ার্ড দেয়া, দেখার উপায় আছে কি?
একটু জানাবেন।

i also have signed up , but i did not receive any verification mail yet.

ধন্যবাদ @ শাকিল ভাই সুন্দর একটি টিউন করার জন্য ।প্রিয়তে রাখলাম ।সাইন আপ করব ।

ধন্যবাদ শেয়ার করার জন্য,ভাল টিউন।