৩টি আশ্চর্যকর (Amazing) ফায়ারফক্স ট্রিকস….

১। একাধিক ফায়ারফক্স উইন্ডো যে ভাবে সংরক্ষণ (Save Session) করবেন।

আপনি যখন একটি ফায়ারফক্স উইন্ডোতে একাধিক ট্যাব খুলে সেটা আবার বন্ধ করতে যাবেন তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে save the session and exit পরের বার আপনার এই উইন্ডোর সমস্ত ট্যাব গুলা দরকার তাই আপনি সেভ করলেন।

Optimized-multi-session

কিন্তু যদি এমন হয় যে আপনার একাধিক ফায়ারফক্স উইন্ডোর একাধিক ট্যাব সেভ করা দরকার কিন্তু আপনি একটি উইন্ডোর এর বেশি সেভ করতে পারছেন না।
তখন আপনার এই ট্রিকসটি ছাড়া আর কোন রাস্তা খোলা থাকবে না তাই দ্রুত শিখে নিন।

  • প্রথমে Ctrl+Shift+Esc চেপে task manager ওপেন করুন।
  • task

  • এবার প্রসেস ট্যাব এ ক্লিক করে firefox.exe উপর রাইট ক্লিক করুন।
  • তারপর End Process Tree.তে ক্লিক করুন।

পরের বার যখন আপনি ফায়ারফক্স চালু করবেন দেখবেন আপনার সমস্ত উইন্ডো সমস্ত ট্যাব পূর্বের মতই আছে।

২। একাধিক জিমেইল, ফেসবুক টুইটার অ্যাকাউন্ট যে ভাবে লগইন করবনে।

নিচে ধাপ গুলা অনুসরণ করে আপনি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট এ এক সাথে লগইন করতে পারবেন।

  • CookiePie Firefox Extension. ইনস্টল করুন।
  • একটি নতুন ট্যাব তৈরি খুলুন অথবা বিদ্যমান একটি ব্যবহার করুন।
  • ট্যাব এর উপর রাইট ক্লিক করে Toggle On/Off CookiePie নির্বাচন করুন।
  • একটি cookiepie আইকন ট্যাবের ওপর আবির্ভূত হবে।
  • একটি সাইটে যান (http://www.facebook.com) আপনার অ্যাকাউন্ট এ লগিন করুন।
  • এবার আর একটি ট্যাব খুলে আগের মতো করে CookiePie সক্রিয় করুন এবং আর একটি (ফেসবুক) অ্যাকাউন্টে লগিন করুন।

এই ভাবে একই সাইটে যত ইচ্ছা তত অ্যাকাউন্টে লগিন করুন।

৩। বাইপাস করুন Rapid share, Mega upload, z Share, Media fire ইত্যাদি সাইটের অপেক্ষারত ডাউনলোড শুরুর সময়।

আমরা যখন Rapid share, Mega upload, z Share,ইত্যাদি সাইটে ফ্রি ডাউনলোড করি তখন ডাউনলোড শুরুর আগে বিরক্তিকর একটা সময় নিয়ে আমাদের বিরক্ত করে।

তবে এখন থেকে আর আমাদের আর বিরক্ত হতে হবে না শুধু SkipScreen অ্যাডঅনটি ইনস্টল করে নিলেই চলবে।

skipscreen

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

বলবো
বলবো
বলবো
টিউন টি………………………একেবারে
জটিল হইসে

ভাল হইছে।

তাইতো আমি বলি মজিলা বেষ্ট।

Thanks Firefox, thank u

স্কিপ স্ক্রিন র‌্যাপিড শেয়ারেই কাজ করে না। মিডিয়া ফায়ার বলে এটিকে অফ রাখতে

কয়েকদিন থাইকা ফায়ারফক্স মানে মজিলা খালারে বন্ধ রাখছি , এখন কমিট বার্ড ব্যবহার করি, যাউকগা কামের এ্যাডেওন, মজিলা লাগাইলে লাগাবো

ভাল টিউন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

অনেক ভাল একটা টিউন শেয়ার করার জন্য ধন্যবাদ।

রাইট করা সিডি হার্ডডিকসে কপি হবেনা
কপি প্রটেকট করার কোন পদ্ধতি কারো জানা আছে
জানলে please অওয়াজ দিন ।বিশাল উপকার হবে। [email protected]