আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো। ভালো থাকাটাই সবসময়রে প্রত্যাশা । আজ একটি সচেতনতা মূলক পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আশা করি এটি আপনাদের মাঝে কিঞ্চিৎ সচেতনতা সৃষ্টি করবে । জনসচেতনতা মুলক পোস্ট হিসেবে বিজ্ঞ মডারেটর এর নিকট অনুরোধ থাকবে লেখাটি ডিলিট না করার, কেননা এমন কপিরাইটের শিকার মডারেটর নিজেও হতে পারেন । চলুন কথা না বাড়িয়ে শুরু করি ।
প্রিয় মডারেটর, পাঠক, লেখকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আপনারা নিশ্চয়ই জানেন প্রচুর সময় লাগিয়ে একটি লেখা লিখতে কত কষ্ট হয় । কিন্তু সে লেখা যদি আর কেউ কপি পেস্ট করে অন্য কোন স্বনামধন্য মাধ্যমে পোস্ট করে তবে কষ্টের পরিমাণটা কেমন হবে। হ্যা, আমাদের সবার প্রিয় এ কমিউনিটিতে আমি সময় লাগিয়ে অনেক গুলো পোস্ট করেছিলাম । কিন্তু সে পোস্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য ১টি পোস্ট কেউ একজন প্রথম আলো ব্লগ সহ অনেকগুলো মাধ্যমে পোস্ট করেছেন । যা দেখে আমার অনেক কষ্ট লেগেছে । আরেকজনের কপি পেস্ট করতে নিশ্চয়ই কোন কষ্টই হয়নি । কষ্ট হয়নি সেটা পোস্ট করতে । অথচ সে পোস্টটিই আমাকে লিখতে সময় দিতে হয়েছিলো ২-৩ ঘন্টা । ভাবতে হয়েছে অনেক, তথ্য সংগ্রহ করতে হয়েছে ব্যাপকভাবে । সর্বোপরি এমন ঘটনা ঘটেছে আরো অনেক লেখকদের জীবনে । এমন কপিরাইট বা কপি পেস্ট যারা করছেন তাদের ব্যবসাকি খুব ভালো হয়, কেমন তৃপ্তি পান তারা, জানিনা । কিন্তু আমরা তৃপ্তি পাবো কিভাবে । তৃপ্তিতো দুরের কথা, যত্ন করে সময লাগিয়ে পোস্ট করতেই রীতিমত আগ্রহ হারিযে ফেলব ।
এমন যারা করেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া উচিত । কেউকি বলতে পারেন??? সম্মানিত মডারেটর, বিজ্ঞ টিউনার, লেখক, কর্তৃপক্ষ ও পাঠকের প্রতি এর সুষ্ঠু সমাধান ও পরামর্শ চাইছি । আশা করি কাঙ্খিত পরামর্শ দিযে কিঞ্চিৎ সহযোগীতা করবেন ।
আপনারা সকলেই জানেন অনলাইন আর্নিং এর এ পথ, সে পথ, আপনি যাবেন কোন পথে শিরোনামে টেকটিউনসে আমার ১০ পর্বের চেইন টিউনসহ কিছু রিভিউ পোস্টও রয়েছে ।
অথচ এ চেইন টিউনের পোস্ট গুলোকে কেন্দ্র করে অন্যান্য সাইটে যেসব কপিরাইটমুলক পোস্ট হয়েছে তা নিম্নরুপ-
প্রথম আলো ব্লগে প্রকাশিত কপিরাইট আর্টিকেল - কপিরাইট আর্টিকেল লিংক
এক্সট্রা হেল্প লাইন নামক একটি সাইটে প্রকাশিত কপিরাইট আর্টি
গ্র্যান্ড হেল্পার নামক সাইটে প্রকাশিত আরেকটি আর্টিকেল - কপিরাইট আর্টিকেল লিংক
একই লেখা আমাদের সাইট নামক আরেকটি সাইটেও - কপিরাইট আর্টিকেল লিংক
এ লেখাটি সরাসরি টেক টিউনস থেকেই কপি করা হয়েছিলো ।
একই ধরনের পোস্ট এ সাইটে গেলেও পাওযা যাবে ।
সেল্প বিডি নামক সাইটেও প্রকাশিত - কপিরাইট আর্টিকেল লিংক
কাজল সিপিআই নামক আরেকটি সাইটেও প্রকাশিত কপিরাইট - কপিরাইট আর্টিকেল লিংক
হয়তো আমার অজান্তে এমন আরো অনেক কপিরাইট আর্টিকেল থাকবে । কেউ একজন লেখাগুলো কপি করেকি খুব ভালো কাজ করেছে? এতেকি সে খুব বেশী উপকৃত হয়েছে । টেকটিউনসে তাদেরকি কোন একাউন্ট আছে? হয়তো তারা একাধিক ফেইক একাউন্ট খুলে খুলে এ ধরনের কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত । কিন্তু আর কত!!! কতজন বিষয়টি অব্যাহত রাখতে থাকবে, আর আমরা সবাই সহ্য করতে থাকবো । এর বিরুদ্ধে সোচ্চার হওয়াকি উচিত নয় ? আর সোচ্চার হলে সেটা কখন? সময়কি এখনো আসেনি ? জাতির বিবেকের কাছে প্রশ্ন থাকলো ।
সবাই ভালো থাকবেন ।
এই ঈদে আমার বাড়ীতেতো গেলেননা,
আপাতত আমার ব্লগ সাইট থেকে ঘুরে আসতে পারেন ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
আপনারা নিরস্বার্থক মানুষ। আপনারা মানুষদের অনেক উপকার করেন। এতটুকু বলেন সান্তনা দেন যে, আমার দ্বারা ত মানুষের উপকার ত হয়েছে। নির্স্বাথক মানুষরা কখনও ব্যর্থ হয়না। আল্রাহর উপর তা্য়াক্কুল করে চালিয়ে যান।