ovro.im কি ও কেন ? 😎
এককথায় ovro.im হচেছ বাংলাই লিখার জন্য ব্রাউজার ভিত্তিক সফটওয়্যার |
link: http://avro.im/
গুগলের ইনপুট টুল vs avro.im
- এটা সম্পূর্ণ অফলাইনে কাজ করে। আধুনিক ব্রাউজারভিত্তিক অফলাইন অ্যাপ বানানোর পূর্ণ সুবিধা নিয়েছে ovro.im। প্রথমবার লোড হতেই যা সময় নিবে, এরপর প্রতিবার আপনি যখন চাইবেন মুহূর্তের মধ্যে avro.im ব্যবহার করতে পারবেন।
- ট্রান্সলিটারেশনের জন্য সার্ভার-সাইড প্রসেসিং এর প্রয়োজন না থাকায় গুগল বা অন্যান্য যেকোন ফনেটিক লেখার পদ্ধতির চেয়ে এটা দ্রুতগতিতে কাজ করে। কোন অত্যাধুনিক অ্যালগরিদম ব্যবহার করেও এসব রাউন্ডট্রিপ ল্যাটেন্সিকে টেক্কা দেয়ার উপায় নেই, সুতরাং সেটা না থাকলেই সব দিক থেকে মঙ্গল।
- প্রাইভেসি। ovro.im কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আমি যাই লিখি, যাই করি, সেটা যত তুচ্ছ বা নিরামিষ হোক না কেন, আমি চাইনা সেখানে অন্য কেউ নজরদারি করুক। avro.im এর সম্পূর্ণ প্রসেসিং যেহেতু আপনার কম্পিউটারেই হয়, এখানে বাইরে থেকে নজরদারির উপায় নেই। এমনকি avro.im এ যে ৫টি খসড়া সংরক্ষণ করার সুবিধা রাখা হয়েছে, সেটাও আসলে আপনার ব্রাউজারে সংরক্ষিত হয়। আপনি যা লিখবেন সেটা আপনার অভিরুচি, অন্য কেউ সেখানে নাক গলাতে চাইলেও পারবে না, পারা উচিত নয়।
- এটা মুক্ত সফটওয়্যার। গুগল কোনদিনও তার ইনপুট মেথডটা মুক্ত করবে কিনা আমরা জানি না, বরং উল্টোটা ঘটার উদাহরণ আছে, ডেভেলপারদের জন্য এপিআই দিয়ে পরে সেটা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে তারা। ভেন্ডরলকিং এর সমস্যা এটাই। অভ্র সেই তুলনায় খুব ছোট একটা প্রজেক্ট, কিন্তু এটা মুক্ত, এবং এটা সবার, কেউ চাইলেই কালকে এসে এখানে ট্যাক্স বসাতে পারবে না।
কোথাও বুঝতে না না পারলে কমেন্ট এ আওয়াজ দিন
অথবা
ফেইসবুক এ আমি
Thanks .