আপনি কি আপনার বাসায়/অফিসের শেয়ার করা ইন্টারনেট যুক্ত কম্পিউটারের অন্যান্য ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যাপারে চিন্তিত?
অতিরিক্ত কম্পিউটার ব্যবহারে আপনার শিশুদের চোখে অসুবিধা দিতে পারে। ফলে চান যে চোখের বিশ্রামের জন্য নির্দিষ্ট কিছু সময় পর পর কম্পিউটারটি স্বল্প সময়ের জন্যে লক হয়ে থাকুক???
উঠতি বয়সী ছোট ভাই-বোনদের ইন্টারনেট এর অবাধ জগতে বিলীন হয়ে যাওয়া থেকে রক্ষা করতে চান?
ইন্টারনেট ইউজের সময়ের লিমিট ঠিক করে দিতে চান?
ইন্সটেন্ট মেসেঞ্জার গুলো তে অতিরিক্ত পরিমান সময় কাটানো নিয়ে চিন্তিত? নাকি কম্পিউটার এ ইন্সটল করা নির্দিষ্ট কোনো ইন্সট্যান্ট মেসেঞ্জারকেই ব্লক করে দিতে চান ?
পর্ণগ্রাফিক সাইট গুলোকে একটি একটি করে ঠেকানো যাবে না ভেবে দুশ্চিন্তা করছেন?কিছু কিছু সফটওয়্যার ব্ল্যাক লিস্ট আর কিছু কিছু কে হোয়াইট লিস্টে রাখতে চান? এমন কি আপনি এটাও চান যে আপনার নির্দিষ্ট করে দেওয়া কিছু কি-ওয়ার্ড(Key-word) সম্বলিত যেকোনো লেখা সম্বলিত সাইট কখনো ব্রাউজ করা যাবে না (যেমন আপনি যদি চান, তাহলে 'Porn' শব্দটি আছে এমন যেকোনো সাইট কে ওপেন হতে বাধা দিতে পারবেন)।
আপনার কি ইচ্ছা কিছু সাইট কে রিকমেন্ডেড করে রাখা যাতে করে ব্রাউজ করতে গেলে সবার আগে এসবে যাবার জন্যে অনুরোধ আসবে?
নাকি আপনি চান আপনার অনুপস্থিতিতে বাসায় পিসি দিয়ে যেনো নির্দিষ্ট কিছু গেইম (Game) আপনার ঠিক করে দেয়া সময়ের বেশি সময় ধরে খেলা না হয়?
এমনকি চান যে চালুর নির্দিষ্ট সময় পরে কম্পিউটার অটো-শাটডাউন করুক?
এমন কি আপনি চান কম্পিউটার এর প্রতিটি কাজের অটোমেটিক স্ক্রিনশট ক্যাপচার হয়ে থাকুক? যেনো পরে আপনি দেখে নিতে পারেন কি কি কাজ হয়েছে এই কপিঊটার দিয়ে? প্রতিটি কাজের টেক্সট লগও দেখতে চান? ফলে কখন কি হয়েছে না হয়েছে আপনার যেন কিছুই অজানা না থাকে সেই ব্যবস্থা হয়ে যাবে।
আরো মজার ব্যপার হল আপনি যে সব কর্মকান্ড ট্র্যাক করছেন অর্থাৎ লুকিয়ে লুকিয়ে ঠিকই সব জানার ব্যবস্থা করেছেন, তাও যেন প্রকাশিত না হয় সেই ব্যবস্থাও করতে পারবেন। কোনো Splash স্ক্রিন প্রদর্শন না করা এবং টাস্কবারেও কোনো আইকন না থাকার(প্রকৃতপক্ষে যে সফটওয়্যার দিয়ে ট্র্যাক করছেন তার আইকনও হাইড করে রাখা) ব্যবস্থাও করতে পারবেন।
ভাবছেন কি সেই সফটওয়্যার?
সফটওয়্যারটির নাম Anti-Porn Software
সফটওয়্যারটি ফ্রি নয়, অনলাইন থেকে কিনে ইউজ করতে হয়। আমার পরামর্শ যারা পারবেন কিনে ব্যবহার করেন। আর যারা পারবেন না, তাদের জন্যে সেই চিরাচরিত নিয়মে ক্র্যাক সহ ডাউনলোড করার লিঙ্ক নিচে দিয়ে দিলাম।
ডাউনলোড করুন এখান থেকে
বা সরাসরি নিচের লিঙ্ক থেকে:
http://www.mediafire.com/?pektebkri5l11th
সফটওয়্যারটি আন-ইন্সটল করতে সফটওয়্যারটিতে প্রবেশ করে সেখানে সবচে নিচের মেনু থেকে সাবমেনু তে গিতে আন-ইন্সটল করতে হয়। সব কথার শেষ কথা হল সবকিছুই রাখতে পারবেন পাসওয়ার্ড প্রটেকটেড অর্থাৎ আপনি ছাড়া আর কারো সাধ্য নেই এর কোনো ফাংশন পরিবর্তন করে। এমন কি পাসওয়ার্ড না জানলে এটিকে আন-ইন্সটলও করা যাবে না।
উপভোগ করুন।
সামনে পরীক্ষা আসছে। তাই বেশ কিছু দিন টেকটিউন্স এ আসতে পারবনা, আমার জন্যে দোয়া করবেন।
ধন্যবাদ সবাইকে।
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
এই জিনিস টা অনেক দিন ধরে খুজতে ছি । সাইবার ক্যাফেতে ইউজ হয় বেশী এটা ফ্রী পেইড এর মতো আপনি যত ঘন্টার পয়সা দেবেন তত ঘন্টা পর কম্পিউটার অটো শাটডাউন হয়ে যাবে ।
অনেক ধন্যবাদ ভাই । কাজের জিনিস দিসেন ভাই। অচিরেই নির্বাচিত করা হোক আপনার টিউনটি কে।