এই পদ্ধতি হয়ত অনেকে জেনে থাকবেন তারপর ও করলাম যদি কার ও কাজে লাগে।আমরা ইচ্ছে করলে উইন্ডোজ থেকে ইন্টারনেটের ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিতে পারি এবং এই বাড়ানোর পরিমান প্রায় ২৫%।
দেখবেন ইন্টারনেটের ব্রাউজিং স্পিড আগের চেয়ে বেড়েছে। আপনার যদি প্রিন্টার শেয়ারিং করার প্রয়োজন না হয় তাহলে প্রথম ভ্যালুটি ডিলেট করে দিন তাহলে আরও স্পিড বাড়বে। আর ভ্যালু দুইটি ডিলেট করার আগে export করে নিন। যখন প্রয়োজন পড়বে তখন আবার import
করে নিবেন রেজিস্ট্রিতে। এভাবে ইচ্ছে করলে আপনি আপনার নেটের ব্রাউজিং স্পিড বাড়িয়ে নিতেন পারেন।
HKEY_LOCAL_MACHINE>Software>Microsoft>Windows>CurrentVersion>Explorer>remote computer>NameSpace>delete the seconed value.
যানিনা কেমন হল টিউনটি চেষ্টা করেছি ভাল করার।ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আমি yousufshezan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Life is Race and we are the horse in this Race
ভাইয়া, সুন্দর একটি টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ ।ট্রাই করে দেখব ।