রবি ঈদ অফার! 500MB ৩০ টাকা ও 100MB ১৫ টাকা!

এবার ঈদে সবচেয়ে অফার ধামাকা নিয়ে এসেছে যে অপারেটর, তাহল রবি। কিন্তু উল্টোভাবে সবচেয়ে বেশি ধোঁয়াশা সৃষ্টিকারি অপারেটরও হল এই রবি। তারা অফার দেয় ঠিকই কিন্তু সাথে নানান লেজ লাগাই দেয়। আবার অনেক সময় বলা নেই কওয়া নেই, অফার লাপাত্তা হয়ে যায়। অতীতের রেকর্ডও রবির খুব একটা ভালো নয়! আজকের নিউজটা অনেক আগেই শেয়ার করা হয়েছে, তবে অনেক ধোঁয়াশা ছিল, ছিল তাদের প্রতারণা। তাই ভিসিটরের অনুরোধে একটু ক্লিয়ার কাটভাবে আজকের রিপোস্ট করছি। 🙂

গত ২২ সেপ্টেম্বর নতুন অফার ঘোষণা করেছিল, যা আগুনের মত তরুণদের মধ্যে সারা ফেলেছিল। তারা বলেছিল অফারটি চলবে ৬ অক্টোবর পর্যন্ত! কিন্তু মাত্র ২ দিনের মাথায়, ২৪ সেপ্টেম্বর তারা অফারটি বন্ধ করে দেয়। আর উৎসুক জনগণ হাজার ডায়াল করেও ৫০০ এমবির মুখও দেখতে পায় নি! তারা তাদের বেগতিক অবস্থা দেখে, আগের ২০ টাকায় ৫০০ এমবি প্যাক বন্ধ করে দেয়! আবার ১ সপ্তাহ পর একই নামে, একই কোডের প্যাক নিশ্চুপে তারা চালু করে। কিন্তু এবার মূল্য ১০ টাকা বেশি করে। অর্থাৎ ৫০০এমবির মূল্য দাঁড়ায় ৩০ টাকা। 🙁

অন্যদিকে, চালু করে নতুন ঈদ ডিলাইট অফার! ১৫ টাকায় ১০০ এমবি! যদিও আগের তুলনায় অনেক কম! ৫০০এমবির পরিবর্তে এটি চালু করলেও, এখন বর্তমানে এই ১০০এমবি প্যাক চালু আছে। এবং ৫০০এমবি ৩০ টাকাটাও চালু আছে। মোটে ২ টি অফার এখন চলছে, আসুন বিস্তারিত জেনে নেই। 😀

 

১০০এমবি ১৫টাকা প্যাকেজটির বিস্তারিত

-  প্যাকটি কিনলে পাবেন ১৫ এমবি + ৮৫ এমবি = টোটাল ১০০ এমবি।

-  ১৫ টাকায় প্যাকটি নিতে ডায়াল করুন *8444*004#

-  ১০০ এমবি প্যাকটির মেয়াদ ১ দিন।

-  অ্যাক্টিভেশনের পর ইউস করতে পারবেন পুরা ২৪ ঘণ্টা।

-  প্যাকেজটির মূল্য ১৫ টাকা+ভ্যাট। টোটাল = ১৭.২৫ টাকা।

-  ডাটা ১০০ এমবি ২জি/৩জি’তে ব্যবহারযোগ্য।

-  প্যাকটি প্রিপেইড ও পোস্টপেইড উভয় সাবস্ক্রাইবারদের নিতে পারবে.

-  অফারটির মেয়াদঃ পরবর্তী ঘোষণা পর্যন্ত চলতে থাকবে।

 

৫০০এমবি ৩০টাকা প্যাকেজটির বিস্তারিত

-  প্যাকটি কিনলে পাবেন ৩০ এমবি + ৪৭০ এমবি = টোটাল ৫০০ এমবি।

-  ৩০ টাকায় প্যাকটি নিতে ডায়াল করুন *8444*50020#

-  ৫০০ এমবি প্যাকটির মেয়াদ ২ দিন।

-  অ্যাক্টিভেশনের পর ইউস করতে পারবেন পুরা ২৪ ঘণ্টা।

-  প্যাকেজটির মূল্য ৩০ টাকা+ভ্যাট। টোটাল = ৩৪.৫০ টাকা।

-  ডাটা ৫০০ এমবি ২জি/৩জি’তে ব্যবহারযোগ্য।

-  প্যাকটি প্রিপেইড ও পোস্টপেইড উভয় সাবস্ক্রাইবারদের নিতে পারবে.

-  অফারটির মেয়াদঃ ১০ অক্টোবর পর্যন্ত। আমাদের টুইটারে ফলো করুন।

 

সকল মোবাইল অপারেটরের এক্সক্লুসিভ ঈদ অফার, বোনাস, নেট প্যাক পাবেন SimBonus.Com ওয়েবসাইটে।

ওয়েবসাইটঃ  http://www.simbonus.com

এফবি পেজঃ http://www.facebook.com/simbonus

Level 0

আমি সিম বোনাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের লেটেস্ট বোনাস অফার, নেটপ্যাকেজ, কলরেট, নিউজ সবকিছু পাবেন সিম বোনাস ডট কম ওয়েবসাইটে। আমাদের ফেসবুক ফ্যান পেজঃ bit.ly/facebook_sb ও টুইটার পেজঃ bit.ly/twitter_sb এবং গুগল পেজঃ bit.ly/google_sb


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কুতো মারকা অফার

Level 0

faltu

Level 0

সিম বোনাস ভাই, আপনার টিউন গুলি আমার খুব ভালো লাগে আর আপনার সাইট তাউ, আপনি ফ্রী নেট এর উপর টিউন করতে পারেন কি ?????

    @limon777: দেখুন, আমরা মোবাইল অপারেটরের উপর থিতিস করেই আমাদের সাইট পরিচালনা করছি। আইনের যেমন ফাঁক আছে, তেমনি ফ্রী নেটের ফাঁকা রাস্তা আছে। তবে সোজা কথায়, ফ্রী নেট বেআইনি। আর যদি মানুষ ফ্রী নেট নিয়ে থাকে, তাহলে বোনাস অফারগুলার পিছনে দৌড়াবে না।আশা করি বুঝতে পেরেছেন।

৩০ এমবি + ৪৭০ এমবি = টোটাল ৫০০ এমবি। এটার বিস্তারিত একটু…………….

    @ইমরান হোসেন: মানে ওই প্যাকটি ৩০এমবির । আর ঈদ উপলক্ষে ৪৭০ এমবি ফ্রী। ধন্যবাদ।

“ঈদ মোবারক” আমার সকল বন্ধুদের । আজকের এই পবিত্র ঈদুল আযাহার দিনে আপনাদের কাছে মোবাইল অপারেটর বাংলালিংক এর বাটপারি অফার শেয়ার করবো যেনো আপনারাও বাংলালিংক এর এরকম বাটপারি অফার থেকে সাবধান থাকতে পারেন ।বাটপারি অফারটা হলো আজকে রাত ১২:০১ মিনিটে আমাকে ৪০ মেগাবাইট অফার দিল তো আমি হিসাব করে ৪০ মেগাবাইট ইউজ করলাম তার পর ব্যালেন্স চেক করে দেখি ২৫৬ কিলোবাইট আছে কিন্তু আমার ব্যালেন্স থেকে ৪০.০০ টাকা কেটে নেওয়া হয়েছে । ১২১ এ যোগাযোগ করা হলে তারা বলে এ অফার সর্ম্পকে তারা কিছু জানে না। উল্টো ৯ ৬ বুঝালো। এই হলো আমাদের দেশে বিদেশি মোবাইল অপারেটর বাংলালিংক এর বাটপারি অফার এর নমুনা।ওরাসকম টেলিকম এর আঃ জলীল সাহেবের টাকার অভাব পরলে এই ভাবে আমাদের সাথে প্রতারণা না করে আমাদের কাছে সাহায্য চাইতে পারতো আমারা আমাদের যাকাত এবং চামড়ার টাকা দিয়ে সাহায্য করতে পারতাম। তাই না ?

    @ইমরান হোসেন: আপনি যে প্রবলেমে পড়ছেন সেটা সবাই পরে। আসলে MB শেষ হওয়ার পর টাকা কাটা শুরু করে কিন্তু, নেট ব্যালেন্স চেক করলে 0.25MB দেখায়। কিন্তু ওই ০.`২৫এমবি আর কখনোই ফুরাই না বদলে টাকা কাটে। এই হল banglalink এর কার্যক্রম। ধন্যবাদ।

Level 0

@ইমরান হোসেন, ভাই দুঃখের কথা কি বলব। আমি Banglalink এর 1GB প্রথম মাস Use করার পর , পরবর্তী মাসে আবার 320/- taka load করে ব্যবহার শুরু করি। ৩০ মিনিট Net use করার পর দেখি Net Use করা যাচ্ছে না । আমি তো ঘাবড়ে গেলাম। Balance Check করে দেখি এক পয়সা ও নেই। পরে Customer Care center এ যেয়ে জানতে পারলাম, পুনরায় 1GB না কিনে net use করায় KB রেটে charge করে, সব টাকা কেটে নিয়েছে। আমি মাত্র ২৫ মিনিট Net use করেছিলাম। এর পর হতে মনের কষ্টে আজ অবধি Banglalink এর Internet কিনি নাই।