রুবেল ভাইয়ের আগের লেখাটিতে অনেকে DC circuit এর ব্যাবহার কিভাবে হবে সেটি বুঝতে পারিনি। তাছাড়া ১০/২০ মি লম্বা ইউএসবি ক্যাবলে অনেকে ঝামেলা পোহাতে হতে পারে। তাই আমি DC Circuit অর লম্বা ইউএসবি ব্যাবহার না করে কিভাবে ৩জি ব্যাবহার করতে পারেন সে বিষয়ে আলোচনা করব। যাদের ৩জি এন্টেনা থেকে একটু দূরে বসে ব্যাবহার করতে হবে তারা এই পদ্ধতে দেখতে পারেন।
যা যা লাগবেঃ
১. ৪০ সেন্ট মি ব্যাস এর ঢাকনা।
২. Aluminum Foil Paper or Foil Tape
৩. Air Distance মাপার জন্য maps.google.com এ যান আর না বুঝলে এই ভিডিও দেখুন।
৪. মাটি থেকে ৪০ ফিট উঁচু ছাদ। যদি এন্টেনা বরাবর অনেক গাছ পালা না থাকে তবে অল্প উঁচুতে হতে পারে।
আমি যে এন্টেনা দিয়ে ৩জি ব্যাবহার করেছি সেটি বিস্তারিত ভিডিওতে আসে।
এতক্ষণ দেখলেন ইউএসবি ক্যাবলে সরাসরি পিসিতে connect করে কিভাবে ৩জি চলে।
এবার ওয়ারলেস Technology দিয়ে অনেক পিসি, মোবাইল, ল্যাপটপ এ চালাতে পারবেন।
এর জন্য আপনার দরকার হবে একটি TP Link USB Router। বিভিন্ন মডেল ভেদে দাম ২৫০০ টাকা থেক ৪০০০ টাকা মত।
Wireless Theory:
আপনার মডেম থেকে ইউএসবি ক্যাবল টি সোজা Router এর ইউএসবি পোর্ট এ গিয়ে ঢুকবে এবং ঐ Router দিয়ে ওয়াইফাই হয়ে বের হনে।এটাই মুল কথা।
ছবিতে একটি 3G USB Router এ একটি ইউএসবি পোর্ট ও একটি LAN Port আসে। মডেম এর ইউএসবি ক্যাবল Router এ লাগিয়ে LAN Port থেকে একটি LAN Cable আপনার পিসিতে লাগিয়ে Browser Open করে address bar এ ১৯২.১৬৮.০.১ লিখে Enter দিন। একটি user name: admin and password: admin দিয়ে Log in করে আপনাকে TP Link Router Configuration করতে হবে। Configuration এর বিস্তারিত ভিডিও আপনি এখানে পাবেন।
এছাড়া ইউটিউব এ configure tp link usb router লিখে সার্চ দিয়ে অনেক Tutorial পাবেন। ঠিকভাবে কনফিগার করতে পারলে আপনার ৩জি এখন ওয়াইফাই এ রপান্তরিত হয়েছে। এখন আপনি যতগুলি পিসি, মোবাইল, ল্যাপটপ এ মোটামুটি দূরে গিয়ে তার/ইউএসবি ক্যাবল ছাড়া ব্যাবহার করতে পারবেন। TPlink এর Router কনফিগার করা অনেক সহজ এবং TL-MR3040 মডেল এর সাথে ব্যাটারি থাকায় আপনি দীর্ঘ সময় কারেন্ট ছাড়া ব্যাবহার করতে পারবেন।
আমি ফিরোজ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, বৃষ্টি হলে কিক্রুম?