গুগল কেনো, গুগলে সাইট কেনো সাবমিট করতে হবে এই প্রশ্ন করলে বলতে হবে যে আপনি এখন ও নেটের কিছুই জানেন না।
বিশ্বের বড় সাইট গুলো ( সোসাল সাইট বাদে) ম্যাক্সিমাম ভিজিটর পায় গুগলের মত সার্চ ইঞ্জিন থেকে। আমাদের দেশেও মানুষ এখন ও কিছু দরকার হলে কোন নির্দিষ্ট সাইটে খোজার আগে খুজেন সার্চ ইঞ্জিন এ। সো আপনার যদি একটা সাইট থাকে, সেটারে সার্চ ইঞ্জিনের কাছে পরিচিত বানানোর গুরত্ত্ব অনেক বেশী।
এটা ধাপে ধাপে করতে হয়। আমার এই পোস্ট লেখার উদ্দেষ্য অবশ্যই কমপ্লিট সার্চ ইঞ্জিন সাবমিশন না, একটা সাইট কে কিভাবে সম্পুর্ন সার্চ ইঞ্জিনে সাবমিট করবেন তা শেখানো।
প্রথমেই দেখেন, আপনার ওয়েবসাইট কমপ্লিট কিনা। আই মিন ওয়েবসাইট পুরোপুরি রেডী কিনা। সাইটের টাইটেল, ডিসক্রিপশন , কনটেন্ট সবকিছু ওকে আছে কিনা। কিছু বাকি থাকলে তা আগে শেষ করেন। আমি আবার বললাম, সম্পুর্ন শেষ করেন।
ওকে এবার বানাতে হবে সাইট ম্যাপ। সাইট ম্যাপ খুব জরুরী একটা ব্যাপার, এটা সার্চ ইঞ্জিন কে বলে দেয় কি কি পেইজ আছে আপনার সাইটে। যদিও ম্যানুয়াল সাইট ম্যাপের ক্ষমতা অনেক বেশী।
বাট আপনি এখন https://www.xml-sitemaps.com/ এই সাইটে যাবেন। আপনার সাইটের লিঙ্ক দিয়ে Start করেন, অপেক্ষা করেন, ওরা আপনার সাইটের সাইট ম্যাপ বানিয়ে দেবে। একটা কথা মনে রাখেন, যদি আপনার সাইটে ৫০০ এর বেশী পেইজ থাকে, সেক্ষেত্রে কোন পেইড রাস্তা নিতে হবে, এখানে ফ্রি তে ৫০০ পেইজের সাইটম্যাপ বানানো যায়।
যাহোক, হয়ে গেলে আপনাকে Sitemap.xml একটা ফাইল দেবে। ডাউনলোড করে রাখেন।
আপনার ওয়েবসাইটের কন্ট্রল প্যানেল এ লগিন করে ফাইল ম্যানেজার এ যান।সেখানে রুট ফোল্ডারে আপলোড করেন sitemap.xml ফাইল টা। আই মিন রুট ফোল্ডার মানে মেইন ডাইরেক্টরী টা।
যদি আপনার সাইট হয় http://www.fajlami.com তাহলে সাইট ম্যাপ এর লিঙ্ক হবে http://www.fajlami.com/sitemap.xml । বুঝাতে পারছি আশা করি ???
সাইট ম্যাপ দিয়ে কোন সার্চ ইঞ্জিন বট বুঝে কোন কোন পেইজ তাকে ইনডেক্স করতে হবে, সাইটের কোথায় কি কি পেইজ আছে। অনেক বড় হয়ে যাচ্ছে লেখা টা, তো বাকি টা আগামী লেখায়।
আমার মিউজিক সার্চ ইঞ্জিন টা দেখে আসবেন সময় করে, আমার টেকটিউন্স আপডেট পাবেন ফেসবুকে। ধন্যবাদ
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
Waiting …………..