আপনি কি স্টুডেন্ট? দেখুন কিভাবে একজন স্টুডেন্ট আয় করতে পারে প্রচুর টাকা!

সবাই কেমন আছেন? ভালোই থাকবেন আশা করি 🙂

আজকে আমার আর্টিকেলটি একটু ভিন্ন পাশাপাশি এটিতে আমি বিশেষ কিছু কথা বলতে চাই। আমরা শতকরা ৭০% মানুষ মনে হয় এখন স্টুডেন্ট। আমাদের টেকটিউন্সে প্রতিদিন যতজন লোক ভিজিট করে তার মধ্যে অর্ধেকেই স্টুডেন্ট! তাই, বোঝাই যায় স্টুডেন্ট এর মাহাত্ত্ব কতটুকু (আমি নিজেও একজন স্টুডেন্ট) 🙂

টেক সম্পর্কিত বিষয়ে আমাদের অর্থাৎ স্টুডেন্টদেরই আগ্রহ সবচেয়ে বেশি বলে আমার মনে হয় তবে পকেটে পয়সা/টাকা না থাকলে এই আশা অনর্থক। কারণ, অনেকে এমনও আছেন যে প্রতি মাসে নেট বিলটাও যোগাড় করতে পারেন না। খুবই স্বাভাবিক কারণ সবার তো আর অঢেল টাকাপয়সা নেই। যাই হোক, এই কারনেই আমি আজ এমন কিছু উপায় বাতলে দিচ্ছি যেগুলো টাকা ইনকাম করতে আপনাদের সহায়তা করবে।

১। ফ্রিল্যান্সিং এবং অনলাইনে আয়

বর্তমানে খুবই জনপ্রিয় এই শব্দটা মানে ফ্রিল্যান্সিং। কিন্তু, আমার জানামতে অনেকেই এই পেশায় আসতে চেয়েছেন কিন্তু দুরভাগ্য বশত ব্যর্থ হয়েছেন! এর কারণ কি? আসুন জানিঃ ফ্রিল্যান্সিং এর মুল অর্থ হচ্ছে মুক্ত পেশা। অর্থাৎ, আপনার কাজের কোন ধরাবাধা নিয়ম নেই। তার অর্থ আবার এই না যে একেবাএই কোন নিয়ম নেই! টাকা আয় করতে গেলে কিছু নিয়ম অবশ্যই পালন করতে হয় তবে গৎবাধা কোন নিয়ম নেই। ফ্রিল্যান্সিং থেকে ধুমসে টাকা আসবেন আর আমরা পায়ের উপর পা তুলে সেটা নিয়ে নেবো তা কিন্তু নয় 🙂 মূলত এটাই ফ্রিল্যান্সিং এর ব্যার্থতার মুল কারণ। আপনার যোগ্যতা থাকতে হবে, তাহলেই আপনি কাজ পাবেন+টাকা ইনকাম করবেন। এবং আপনি যে কাজ পারেন এটাই ফ্রিল্যান্সিং এ প্রমান করা মুল বিষয়! যদি একবার আপনি সফল অয়ে যান তাহলে অঢেল টাকা পয়সা আপনার পিছনে ছুটবে, আপনি টাকার পিছনে নয়! 🙂

২। জিনিসপাতি বিক্রয়

না, আমি বিক্যউ ডট কমের অ্যাড দিচ্ছি না 🙂 তবে, জিনিস্পাতি বিক্রয় করে তাকা আয় করাটা আসলেই অনেক মজার। কস্ট নেই, পরিশ্রমও নেই! মোবাইলটা পুরনো হয়েছে, ডেস্ক, টেবিল, চেয়ার, ল্যাপটপ বা এমন কিছু যা আপনার এখন আর দরকার নেই? চলে যান যেকোনো অনলাইন কেনা-বেচার সাইটে আর অ্যাড দিন। কয়েকদিন মধ্যে বিক্রয় হয়ে যাব নিশ্চিত!

৩। টিউশনি

বিদ্যা দান মহৎ পেশা - ভুলে গেলে চলবে না! আপনি যদি কোন সাবজেক্টে এক্সপার্ট হন অথবা টিউশনি তে আগ্রহ থাকে তাহলে টিউশনি করার। ছাত্রদের শিক্ষা দান করবেন পাশাপাশি আয়ও করবেন! তবে ভুলে গেলে চলবে, এখন অনেকেই শুধু টাকার লোভে টিউশনি করার যেটা একদন ঘৃণ্য! একজন ছাত্রের সাথে কখনই শিক্ষা নিয়ে ব্যাবসা করা উচিত নয়, বেশিরভাগ টিচার শুধুই টাকার বিনিময়ে কোনরকম ছাত্রকে পড়িয়ে দিতে পারলেই বাচে! আমার চোখের সামনেই ভুরি ভুরি উধারন দেখি তাই এধরনের কাজ না করাই ভালো।

তাহলে আজকে এই পর্যন্তই ছিলো আমার আর্টিকেল। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু! 🙂

ZubyTech (ব্লগিং এর নতুন দুনিয়া। আজকেই ভিজিট করুন আর আপনার প্রযুক্তির জ্ঞান বৃদ্ধি করুন)

ZubyTech পেইজ (টেক সম্পর্কিত সমস্ত খবরাখবর ফেসবুকেই পেতে এখনই একটি লাইক দিয়ে রাখুন!)

ফেসবুকে আমাকে অ্যাড করতে পারেন

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

2 নাম্বার আর্টিকেল টার সাথে হেডিং এর যোগ খুজে পাইলাম না। পুরা পোস্টস্টাই আমার কাছে কেমন জানি লাগলো।তার পর ও লেখার জন্য ধন্যবাদ।

পড়ে ভালো লাগলো

আর একটু বিস্তারিত লিখলে
ভাল হতো । ধন্যবাদ

সুন্দর একটি পোস্ট, বেশ ইউনিক তথ্য দিয়েছেন। পড়ে খুব ভাল লাগলো। আমি মনে করি ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি আর্ণিং হিসাবে যে কোন একটি পেশাকে বাছাই করলে হয়। তবে হ্যা যেখানেই কাজ করি না কেন উদ্দেশ্য যেন সত থাকে!!
অনেক…..অনেক ধন্যবাদ লেখক ভাইকে টিউনটি পাবলিশ করার জন্য।।

Level 0

ছাত্ররা যাই করুকনা কেন আয়ের নেশায় লেখাপড়ার যেন ১২ টা না বাজে।

Eivabe Prochur taka asbe ?