আপনার এলাকায় থ্রিজির নেটওয়ার্ক নেই? দেখুন কিভাবে আপনিও থ্রিজি চালাবেন।

মোবাইল কোম্পানী গুলো ইতিমধ্য প্রচার শুরু করেছে ৬৪ জেলা থ্রিজি নেটওয়ার্ক এর আওতায় এনেছে, কিন্তু আপনি যখন গ্রাম থেকে ইন্টারনেট ব্রাউজ করতে চাইছেন থ্রিজি নেটওয়ার্ক তো দুরের কথা ২জি নেটওয়ার্ক পাচ্ছেন না, আবার যারা জেলা শহরের আশেপাশে থাকে তারা হয়তো দুর্বল নেটওয়ার্কের কারনে থ্রিজি বা ২জি কোনটাই ব্যবহার করতে পারছেন না, আজ আমি আপনাদের দেখাবো আপনি যদি থ্রিজি নেটওয়ার্ক এলাকা থেকে ১৫/২০ কিলোমিটার দুরেও থাকেন কিভাবে শক্তিশালী থ্রিজি নেটওয়ার্ক পেতে পারেন ।

আসুন দেখে নেয়া যাক এজন্য কি কি লাগবেঃ

১, গোলাকৃতির অ্যালুমিনিয়ামের ৩০০ মিঃমিঃ একটি বাটি/ছাকনি বা অন্যকিছু ।

২, থ্রিজি সাপোর্ট করে এমন একটি ইউএসবি মডেম

৩, ১০ মিটার লম্বা ইউএসবি ক্যাবল (কম্পিউটারের দোকানে পাবেন)

৪, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েল টেপ

৫, একটি DC 12V, 1/2W SMPS সার্কিট ডায়াগ্রাম ( DC 12V, 1/2W SMPS বা নিয়ন্ত্রিত বিদ্যুৎ সাপ্লাই বা ব্যাটারি আপনার ইচ্ছামত ব্যবহার করতে পারেন । Upokoron

Paper foil Tape

এবার আপনাকে যা করতে হবে গোলাকৃতির অ্যালুমিনিয়ামের বস্তুটির ঠিক মাঝ খানে মডেমের ইউএসবির মাপে ছিদ্র করুন, তারপর উপরের অংশ দিয়ে ছিদ্রের মধ্যে আপনার মডেম ঢুকান ও নিচের প্রান্তে থেকে ইউএসবি ক্যাবল সংযুক্ত করে , আপনার বাসার ছাদে বা খোলা জায়গার উচুস্থানে আপনার তৈরি এন্টেনা স্থাপন করে দিন , ইউএসবি ক্যাবলের অপর অংশ আপনার পিসি বা ল্যাপটপের সাথে সংযুক্ত করুন । আপনার সিম থ্রিজি একটিভ করা না থাকলে করে নিন এবং যেকোন একটি থ্রিজি প্যাকেজ চালু করে নিবেন ।

অ্যালুমিনিয়ামের পেপার দিয়ে তৈরি অ্যান্টেনা এটা ২২ কিঃ মিঃ দূর থেকে কাজ করছে ।

Ready Antenna

এবার দেখাবো ফয়েল টেপ বা অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের কাজ কি ?

উপরোক্ত পদ্ধতিতে যদি আপনার এলাকায় থ্রিজির নেটওয়ার্ক না আসে তবে,অ্যালুমিনিয়ামের যে বাটি নিয়েছিলেন তা নিচের মত করে পেছিয়ে নিন ও উপরের পদ্ধতিতে টানিয়ে দেন তাহলে নেটওয়ার্ক এসে যাবে ।

foil

আপনি যদি ১০ মিটারের বেশি ক্যাবল ব্যবহার করে থাকেন তবে হয়তো মডেমের সাথে পিসির সংযোগ নাও পেতে পারেন এজন্য নিচের চিত্রের মত একটি সার্কিট আপনার মডেমের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে দিন । (সার্কিট ডায়াগ্রামের সম্পূর্ণ বিষয় চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে)

আশা করি এবার আপনার আর কোন সমস্যা নেই তবে নেটওয়ার্ক আপনার এলাকার ২০ কিলোমিটার এর বেশি দুরে থেকে থাকে তবে আপনার চেষ্টা না করাই ভাল । আপনি চাইলে আপনার তৈরি এন্টেনা আরো স্টাইলিশ করে নিতে পারেন নিচের ছবির মত করে । 3g Antenna

সিস্টেম বিষয়ে কোন মতামত থাকলে কমেন্টস করুন ও আপনার কাজে লাগলে পোস্টটি শেয়ার করে অন্যকে পরার সুযোগ দিন ,

আরও জানতে অভিজ্ঞ টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করতে পারেন , যেকোন পরামর্শের জন্য  আমাকে এখানে পাবেন

ঈদে যারা বাড়ী যাবেন নেটওয়ার্ক সমস্যা সমাধানের পূর্ব প্রস্তুতি নিয়ে যেতে পারেন ।

উপকরন গুলো কোথায় পাওয়া যাবে?

*** অ্যালুমিনিয়ামের ৩০০ মিঃমিঃ একটি পাল্লা /বাটি/ ঢাকনা   হাড়ি পাতিলের দোকানে পাবেন ।

*** ১০ মিটার লম্বা ইউএসবি ক্যাবল কম্পিউটারের দোকানে পাবেন

*** অ্যালুমিনিয়াম ফয়েল পেপার  বড় জেনারেল স্টোর, বড় হোটেল বা রেস্টুরেন্ট এ Foil paper পাবেন

*** অ্যালুমিনিয়াম ফয়েল টেপ   Fan/Refrezetor এর কয়েল (সোনালি কালার তার) বিক্রয় করা হয় সেইসব দোকানে খোঁজ করেন । Generally এই টেপ Refrezetor এ ব্যাবহার করা হয় ।

*** DC 12V, 1/2W SMPS সার্কিট পাটুয়াটুলি, নবাবপুর বা স্টেডিয়াম ইলেকট্রিক মার্কেটে পাবেন ।

ধন্যবাদ

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Jani Na Kaj Korbe Ki Na But Super Idia. Chaliye Jan. Supperb..

    @তাহমিদ বোরহান: এই পোস্ট অনেক আগে অন্য ব্লগে করেছিলাম , অনেকেই সফল হয়েছে । সময়ের অভাবে দেরিতে এখানে দিতে হল ।

    ধন্যবাদ

      Level 0

      @MD. RUBEL AHMED: আমি নকিয়ার চার্জারে আউট পুট ৫ ভোল্ট কি মডেমে দিব? আর তখন কি পিসি থেকে আসা পজেটিব তার টা কেটে দিব? প্লিজ একটু জানান,,, অথবা নকিয়ার চার্জার টা কোথায় লাগাব একটু বলেন?

Level 0

dhonnobad……… super copier or teracopy konta best? dokane jara pen drive e gan, movie vore dey tara dekhi super copier tay use kore

    @limon777: super copier বলতে কি বুঝতে চাইছে স্পষ্ট করে বলুন ।

    Level 0

    @limon777: tera copier theke super copier best.. apni use korte paren..

Level 0

দুঃখিত, উপরে অন্য টপিক এর কমেন্ট এটাতে ভুলে হয়ে গেছে, মুছতে ও তো পারতেছি নাহ, দারুন টপিক কাজে লাগবে,

এক কথাই দারুণ।
খুব সুন্দর একটা পোস্ট করছেন ভাই।

    @মিনহাজুর রহমান অনিক: ধন্যবাদ

ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত ভাল একটা টিউন করার জন্য 🙂

    @মাহাদি হাছান: আপনাকেও ধন্যবাদ

হুম এটা ভালই কাজ করে আমি use করি এই পদ্ধতিতে

    @Shahriar Haque Tonmoy: 😀

    Level 0

    @Shahriar Haque Tonmoy: আমি নকিয়ার চার্জারে আউট পুট ৫ ভোল্ট কি মডেমে দিব? আর তখন কি পিসি থেকে আসা পজেটিব তার টা কেটে দিব? প্লিজ একটু জানান,,, অথবা নকিয়ার চার্জার টা কোথায় লাগাব একটু বলেন?

এক কথায় অসাধারণ । মানুষ উপকৃত হবে । কোন ভাল আইডিয়া থাকলে বলবেন চেষ্টা করব সাহায্য করার । [email protected] আমার মেইল এড্রেস ।

ভাই সার্কিট টার লাইন কিবাবে সংযোগ করবো তা তো বললেন না ???

    @অচেনা মানুষ রিলোড়েড: আপনি টেকনিশিয়ান এর সাথে যোগাযোগ করুন , ডিশ লাইনে ইলেকট্রিক যেমন সংযোগ না দিলে লাইন পায়না ঠিক একই ভাবে ক্যাবল বেশি লম্বা হলে লাইন পাবেনা । এজন্য সহনীয় মাত্রায় ইলেকট্রিক সংযোগ করে নিতে হবে ।

Level 0

grameen 3g speed r kocchop ar speed same, tai kosto kore 3g pabar assa na kora e balo

Level New

Vai ami try kore dekhbo. 3G area theke amar elakar dorotto 16KM. Chalate Parbo Too?

    @tanvirdss: আমার জানামতে ২২ কিলোমিটার দূর থেকে নেটওয়ার্ক পাচ্ছে এই পদ্ধতিতে ।

Level 0

ভাই অনেকেই এই পদ্ধতিতে করে কিন্তু যদি বজ্রপাত ঘটে এবং তাও আবার ওইটার ওপরে তাহলে মডেমটাতো যাবে সাথে পিসিটাও যাবে।

    @Raselmulk: খারাপ আবহাওয়াতে ব্যবহার না করার অনুরোধ জানাই ।

Level 0

কোথা থেকে কিনতে পারবো ?
কত টাকা খরচ হয় ?

    @Mahim mmc: পোষ্টে লেখা আছে আপডেট করে দিছি

ভাই এখন তো বর্ষার সময় সারাদিন বৃষ্টি হয়। মডেম তো ভিজে নষ্ট হয়ে যাবে।যদি এরকম কোন ব্যবস্থা করা যেত যে, এন্টেনা বাহিরে রেখে মডেম ঘরে রেখে কাজ হত তহলে সবার জন্য খুব ভাল হত। যদি একটু ভেবে দেখেন!

    @ওমর ফারুক: আপাতত আমরা কাজ শেষে নামিয়ে নিতে পারি

      @ওমর ফারুক: @MD. RUBEL AHMED: @MD. RUBEL AHMED: vai ar age tecthtunes a ‘modem ghore rekhe antena bahire rakhar akta podhoti bola hiocilo. seta jodi bistarito bolten.

Level New

vai Ami 3G network peyeci (GP, Robi, BanglaLink). 3G Area theke amar dorotto pray 16 K.M.
Ami ekhon Eta Banabo. Hor…..reeeeeeeee………………………….. Thanks Brother for Your Tune.
Thanks………………….

    @tanvirdss: আপনি সফল হয়েছেন জেনে আনন্দিত হলাম , অনেকেই সফল হয়েছেন যারা চেষ্টা করেছেন ।

aponar ei poddotite mobile 3g chalano jabena,pc te hoyto chalanu jabe,karon mobile modem dia 3g kivabe chalaben.r jara 3g theke 16 km dure tader koy joner pc ache.mobile kivabe 3g network connect kora jay Jodi bolten.

    @শাহাদাত কবির: ইনশাল্লাহ সেটা নিয়েও পোস্ট করবো

Level 0

Jodi serkit ta na lagai tahole cholbe? 3g area theke 1 km dore asi.

    @hasanr769: আপনি ক্যাবল দিয়ে শুধু মোডেম টা বাইরে বের করে দেন

খুব ভাল লাগল… ধন্যবাদ ভাই…।

    @মোহাম্মদ ওবায়দুল্লাহ: আপনাকেও ধন্যবাদ

িআমি গত তিন মাস থেকেেএই পদ্ধতিতে চালিয়ে যাচ্ছি প্রত্যন্ত গ্রামে আমাদের েএলাকায় ।

ভাই একটা প্রবলেম হয় অনেক্ষন চললে মডেম গরম হয়ে যায় খুব। তার মধ্যে রোদ থাকলে তো কথাই নাই।

    @রেঁনেসার সাইমুম: আসলে ছায়াতে রাখতে পারলে ভাল হয়

onek onek sundor vabe likhechen . tobe ami kita korum . amgo ekhane to 3g network nai .
tobe vai apni je vabe bolechen amar onek kaje lagbe . erokom aro janle amaderke janaben

    @বায়েজীদ হোসেন: ইনশাল্লাহ

টিউন করার জন্য ধন্যবাদ। আসলে এ বিষটি প্রথমে তৈরি করে ফজলে রাব্বি নামে কিশোরগঞ্জের কুলিয়ারচর এক ভাই যেটা প্রথম আলতে প্রকাশিত হয়। তবে দুঃখিত প্রথম আলোর লিঙ্ক টা দেতে পারলাম না। তবে প্রথম আলো থেকে সগ্রহ করে এখানে প্রকাশিত হয়েছিল- http://www.educarebd24.com/2014/08/How-to-make-3g-antina-at-home.html
তবে এতো ডিটেইলস লেখা ছিল না।ধন্যবাদ আপনাকে বিষটি ডিটেইলস বর্ণনা করার জন্য।

    @রাজিবুল ইসলাম।: সাইট প্রমট করার ভাল বুদ্ধি

সব কেবল মোডেম সাপোট করে না ।।কোন কেবল ভাল ????

    @তানভীর মাহমুদ: ক্যাবল কেনার সময় চেক করে নিন

Level New

22 kilo dure 🙁

Level New

vai ekhono foil paper dei nai tar por o GP, Banglalink, Robi, Teletalk er 3G network pai.

    @tanvirdss: 😀 ফয়েল দিলে অনেক দূর থেকে পাবে

Level 0

অসাধারণ প্রচেস্টা। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দামাল ছেলেমেয়েদের হাত ধরে। অনেক অনেক শুভ কামনা রইল।

LOT OF THANKS VALOY CHOLCA AMARTATA IN MYMENSINGH

    @ফরহাদ হোসেন ফাহিম: ধন্যবাদ

Level New

Foil paper chara download Spead 150KB. Paichi. 3G theke 16KM Dure.

    @tanvirdss: ভালো হয়েছে , ধন্যবাদ

Rubel bhai cirkit na hole hobena?cirkit abar kivabe banabo?amar bari 3g theke 5klm dure.

    @শাহাদাত কবির: লেখাটা ভালো করে পড়ুন , আপণি শুধু ফয়েল পেপার ব্যবহার করে পেতে পারেন , লম্বা যেমন ২০ মিটার ক্যাবল ব্যবহার করলে সার্কিট দরকার হতে পারে । ভালো মানের ক্যাবল হলে সার্কিট লাগেনা ।

Level 0

সার্কিট ডায়াগ্রামের nie ekta tune korle valo hoy eta amar khub poyjon r charjar adapter die ki hobe hole cable er modde volt dibo ki kore plz tell me

আচ্ছা, এই পদ্ধতিতে কি WIFI নেটওয়ার্ক ধরা যাবে কি? জানাবেন দয়াকরে।

thanks bro……….

ভাই জান, DC 12V, 1/2W SMPS ইহার পরিবর্তে মোবাইল চার্জার ব্যবহার করা যায় কিনা? মোবাইল চার্জার আউটপোট ৫ভোল্ট। জানালে উপক্রিত হব।

    @আমিন টিটু: জি ব্যবহার করতে পারেন নোকিয়া বা স্যামসাং এর অরজিনাল চার্জার

Level 0

donnobad vai sundor tune er jonno. ami 2 week jaboth evabe 3g use kortesilam 10 mitre cable diye.hotath 3 din age amar line disconnect holo ar connect hoyna.usb cable line pai 2 secinder jonno abar sere dey. modem thik ase.direct modem lagale net ase. now circuit bishoy ta bujte pari ni kibabe pabo erokom cercuit . jekhanay pawa jay na keno ami bkash e taka pay korbo. ami oi circit chai. kindly amake way ta bolen plz

    @abuhamja96: নোকিয়া বা স্যামসাং এর অরজিনাল চার্জার ব্যবহার করতে পারেন ।

Level New

Vai ami ekhon ami 3G er Madhome Coments Korlam. Thanks Brother.

    @tanvirdss: আপনার কাজ হয়েছে জেনে খুশি হলাম ।

অ্যালুমিনিয়াম ফয়েল কি সিগারেটের জিলজিলে কাগজ দিয়ে বানালে হবে? অনেক গুলা একসঙ্গ করে পেচিএ দিতে চাচ্ছি। উত্তরের অপেক্ষাই আছি।

    @tarikulislam: ঠিক বলতে পারছিনা

ভাই আমাকে একটা বানিয়ে কুরিয়ারে পাঠাতে পারবেন? আমি টাকা দিয়ে দিব? ০১৭৩৩ ১০৮ ১৩৮ মিস দেন তাহলে হবে?

    @আব্দুর রব: আমি আসলে এখনো বানিজ্যক ভাবে চিন্তা করি নাই

আমি ৩জি এলাকা থেকে ৭ কিমি দূরে থাকি
আমি কি এলুমিনিয়াম ফয়েল টেপ ব্যাবহার করব
আমি এলুমিনিয়াম ঢাকনা ব্যাবহার করে ৩জি নেটওয়ার্ক পাচ্ছি না
:p

    @অস্থির মাহিদুর চয়ন: জি করুন

আমার একটা সাহায্য লাগবে আমার এখানে foil pepar পাওয়া যাচ্ছে না। আমি foil pepar ছারা আর কিছু দিয়ে কি 3G Use করতে পারব। please কেও তারাতারি জানান। যশোর এর কোন দোকানে পাওয়া যায়।

@ রুবেল আহমদ ভাই, আমি কোন ফয়েল পেপার ছাড়াই ১০ মিটার ইউএসবি ক্যাবল দিয়ে উপর্যুক্ত পদ্ধতিতে ৩জি ইউজ করে কমেন্টে করছি। তবে নেটওয়ার্ক একটু দুর্বল। আমার এলাকা থেকে ৩জি এলাকার দূরত্ব ১৬ কি:মি:।

    @zibanchandra: ১৬ কি:মি: থেকে ৩জি ব্যবহার করবেন কল্পনা করেছিলেন ? ফয়েল পেপার লাগান তারপর ম্যাজিক দেখুন

ভাই মোবাইলে পাওয়ার কোনো সিস্টেম আছে?

Level 0

আমি নকিয়ার চার্জারে আউট পুট ৫ ভোল্ট কি মডেমে দিব? আর তখন কি পিসি থেকে আসা পজেটিব তার টা কেটে দিব? প্লিজ একটু জানান,,, অথবা নকিয়ার চার্জার টা কোথায় লাগাব একটু বলেন?

Level 3

ভাই আমি সার্কিট টার ব্যাপারে ক্লিয়ার না। দয়া করে আপনার নম্বরটা দিন যাতে করে আপনার কাছ থেকে ব্যাপারটা আমি ভালভাবে বুঝে নিতে পারি। আমার নম্বর- ০১৬৭০৬৮৩১৩২

ভাই আমি সার্কিট টা বুঝলাম না। ৫ km দূর থেকে এটা ছাড়া চলবে না?

মোবাইলের চার্জার কি ভাবে সার্কিট হিসেবে ব্যাবহার করতে পারি?

আমার বাসা থেকে থ্রিজি 5 কি: দুরে আমি অ্যালুমিনিয়ামের ঢাকনা + *** অ্যালুমিনিয়াম ফয়েল টেপ + 5 মি: লম্বা ক্যাবল ব্যাবহার করেছি কিন্তু থ্রিজি আসতেছেনা, তবে তুলনামূলক স্পিড একটু ভালো, এখন কি করতে পারি প্লিজ হেল্প মি,

পিসি থেকে আসা পজেটিব তার টা কেটে দিব? প্লিজ একটু জানান,,,

ভাই আমি ক্যাবল কোথায় পাবও?

দারুন পোষ্ট হইছে ভাইয়া

মোবাইলে পাব কিভাবে ?