এয়ালটেলে আনলিমিটেড ৩জি ইন্টারনেট মাত্র ৪৫০ টাকায়!

মোবাইল অপারেটর এয়ারটেল তাদের নতুন ৩জি ইন্টারনেট প্যাকেজ ঘোষণা করেছে। এবার এয়ারটেল দিচ্ছে আনলিমিটেড ৩জি ইন্টারনেট মাত্র ৪৫০ টাকায়। যেকোনো এয়ারটেল সিমের গ্রাহক প্যাকেজটি কিনতে পারবেন।

আনলিমিটেড ৩জি ইন্টারনেট প্যাকেজটির বিস্তারিতঃ

  • প্যাকেজটি অ্যাক্টিভ করতে আপনার ফোন/মডেম হতে ডায়াল করুনঃ *121*5022#
  • আনলিমিটেড ৩জি ইন্টারনেট প্যাকটির সর্বচ্চো স্পীড পাবেন ৭ এমবিপিএস।
  • ২ জিবি পর্যন্ত ৭ এমবিপিএস স্পীড উপভোগ করতে পারবেন।
  • ২ জিবি এক্সেস করার পর FUP প্রযোজ্য হবে।
  • FUP- ফেয়ার ইউজেস পলিসি অনুসারে ৪০ কেবিপিএস আপ্লিকেবল হবে।
  • প্যাকেজটির নেট ব্যালেন্স জানতে ডায়াল করুনঃ *778*39#
  • আনলিমিটেড ৩জি ইন্টারনেট প্যাকেজটির মেয়াদ ৩০ দিন।

বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের লেটেস্ট বোনাস অফার, নেট প্যাকেজ, কল রেট, ট্যারিফ, নিউজ সবকিছু পাবেন সিম বোনাস ওয়েবসাইটে।

এফবি পেজঃ http://www.facebook.com/simbonus

 

Level 0

আমি সিম বোনাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের লেটেস্ট বোনাস অফার, নেটপ্যাকেজ, কলরেট, নিউজ সবকিছু পাবেন সিম বোনাস ডট কম ওয়েবসাইটে। আমাদের ফেসবুক ফ্যান পেজঃ bit.ly/facebook_sb ও টুইটার পেজঃ bit.ly/twitter_sb এবং গুগল পেজঃ bit.ly/google_sb


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরমস। । । । ।

40 kbps!!! হা হা হা হা হা 😀

Level 2

তার মানে হইলো ২ জিবি এর পর আর use করতে মন চাইবে না। 450 টাকায় ২ জিবি। যে লাওউ সেই কদু।

    @Firoz: ২ জিবির পর বাকি টুকু এয়ারটেলের দান-খয়রাত! 😀

৪০ কেবিপিএস স্পিড দিয়া Airtel এর বাপেরা কোনোদিন নেট চালাইতে পারছে কিনা জিজ্ঞাসা করা দরকার।শালারা বাঙ্গালীরে আবুল বানাইতেছে।

Level 0

আর কিছু দিন পর শুনবেন ১০ টাকা তে আনলিমিতেড কিন্তু শর্ত ৫০ এমবি এর পর fup প্রযোজ্য

ফাউল

হাহাহা এর থেকে এয়ারটেলে প্রতিদিন ১২০mb ফ্রী ভালো

ভালো তো ভালো না।

এয়ারটেল এর ফ্রী ইন্টারনেট প্রতিদিন ১২০ মেগাবাইট। টাকা দিয়ে নেট কিনার কোন দরকার নাই।

আমি জানালা-৭ ইউজার।বাংলালাওন ইওস করি।কিছুদিন আগে দেখলাম আমি কোন software বা কোন e-book download করার সময় download কমপ্লিট হওয়ার একটু আগে download failed দেখায়। এছাড়া গুগল বা কোন ওয়েবসাইট এর পিকচার ফুল আসেনা।আসলেও করাপ্টেড দেখায়। পিকচার ডাউনলোড করলেও একি অবস্থা থাকে।এছাড়া ইউটিউব আর ভেডিও ডাউনলোড হলেও তা ওপেন হয়না।আমি উইন্ডোজ ইন্সটল দেওয়ার পরো তা ঠিক হয়নি।
বিঃদ্রঃ আমি mp3 ডাউনলোড করতে পেরেছি।আমি avira internet security suite ব্যাবহার করি জা কিনে নিয়েছিলাম।
এখন দয়া করে আমাকে help করবেন।এখন আমার কি করা উচিত plz জানাবেন………

হা হা হা ৪০ কেবি

thanx bro.try kore dekhi

bro i have a question that… aita ki 40 kbps naki 8 vag koira 5 KBPS.

    @ব।প্পি মির্জা: বড় KB ও ছোট Kb এর মধ্যে তফাৎ আছে। একটি বড়টা বাইট ও ছোটটা বিট। সুতরাং, 40Kbps বা, 5KBps. আশা করি বুঝতে পেরেছেন।