ব্লগিমেট একটি নতুন সামাজিক ব্লগিং সাইট

ব্লগিমেট এমন একটি সামাজিক ব্লগিং সাইট, যেখানে যেকোন কিছু সম্পর্কে আর্টিকেল বা ব্লগ(সাইন্স,টেকনোলজ়ি,লিটারেচার ইত্যাদি)লিখা যায়।

ব্লগিমেট এ নরমাল ব্লগ,মাইক্রো ব্লগ,লাইভ ব্লগ-এই তিন ধরনের ব্লগ লিখার সুবিধা রয়েছে। যার যার পছন্দ আনু্যায়ী যেকোন একটা বেছে নিতে পারে।

ব্লগিমেটে কোন ব্লগ লিখলে সেই ব্লগটি ফ্র্যান্ড বা ফলোয়ার সবাই দেখতে পারবে।এছাড়া এর মাধ্যমে ইমেজ, ডকুমেন্ট, ফাইল, ভিডিও ইত্যাদি ফ্র্যান্ডদের সাথে শেয়ার করার ব্যবস্থা আছে।

ব্লগিমেট হচ্ছে সার্চ ইঞ্জিন সহায়ক ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটকে গুগুল,ইয়াহু,বিং ইত্যাদি খুব সহজে সার্চ করতে পারে।ব্লগিমেট এক ধরনের সোস্যাল মিডিয়া হিসেবে কাজ করে যার মাধ্যমে যেকোন ধরনের ব্লগ ফেইসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদিতে শেয়ার করা যায়।

অন্যান্য ব্লগে ব্লগার তার ব্লগটি সরাসরি ভিজিটরদের কাছে পৌছে দিতে পারে না।কিন্তু ব্লগিমেটের মাধ্যমে ব্লগার তার ব্লগটি ভিজিটরদের কাছে পাব্লিশড করতে পারে,এমনকি ফ্র্যান্ডদের সাথে শেয়ার করতে পারে এবং একই সাথে অন্যান্য ব্লগারদের ব্লগ ফলো করতে পারে।

এই ওয়েবসাইটের মাধ্যমে যেকোন বড় লিঙ্ককে ছোট লিঙ্কে কনভার্ট করা যায়,যা অন্য কোন ব্লগসাইটে নেই। ব্লগিমেটে কোন ব্লগ বা আর্টিকেল পাব্লিশ করলে তা সাথে সাথে বিভিন্ন সোস্যাল মিডিয়া যেমন-ফেইসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি পাব্লিশ করতে পারে। এছাড়া ব্লগিমেটে লাইভ ব্লগিং এর অপশন রয়েছে।

ব্লগিমেট একটি সোস্যাল ওয়েবসাইট,যা একটি পরিপুর্ণ ব্লগ বা আর্টিকেল সবার কাছে পৌছে দিতে সাহায্য করে।

সুপ্তি রায়

http://blogymate.com/blog/supti

Level 0

আমি রাজিব রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ রাজিব ভাই।

ভাই আপনে বানাইলেন নাকি ?

ধন্যবাদ শেয়ার করার জন্য।