বাংলাদেশে তথ্যপ্রযুক্তির সম্ভাবনাময় খাত ই-কমার্স। হতে চান নাকি একজন তরুণ এবং নতুন উদ্যোক্তা? কিছু কথা এবং ব্লগস্পটেই প্রফেশনাল ই-কমার্স সাইট বানানোর মন্ত্র!

বর্তমান এই তথ্য প্রযুক্তির বাংলাদেশে ই-কমার্স নতুন কিছু নয়। আসলেই বাংলাদেশ তথ্য প্রযুক্তির এখন বিশেষ একটি পর্যায়ে। সেখানে অন্যতম ভূমিকা রাখছে ই-কমার্স সেক্টর। বাংলাদেশে বেশ কিছু ই-কমার্স সাইট চালু হয়েছে। সেগুলোর জনপ্রিয়তাও এখন ভালো। মানুষ অনলাইনে পণ্য কিনছে। সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে খারাপ কিছু নয়।

এবার আসি মূল কথায়। আমাদের অনেকেরই স্বপ্ন আছে ই-কমার্স ব্যবসায় করার। এই স্বপ্ন থেকে আমিও বাদ যাইনি। কিন্ত আসলে একটি ই-কমার্স সাইট খুলতে চাইলেই চলবেনা। তাঁর জন্য সর্বোপরি অনেক অনেক টাকার প্রয়োজন। ওয়েব সাইট ডিজাইন, ব্যবসায়ের পণ্য কেনা, পরিচালনার খরচগুলোর চিন্তা করলেই আমাদের মত ছোট খাট উদ্যোক্তার গা শিউরে উঠে। আমি যেহেতু ই-কমার্স টেমপ্লেট বিষয়ে আজ লিখছি। তাই এই বিষয়েই শুধু একটু খরচের ধারণা দিয়ে নেই। বিভিন্ন বাংলাদেশী আইটি ফার্ম ঘুরে ধারনা নিলাম। প্রায় ২০ থেকে ৫০, ৬০, ৭০, ৮০ এমনকি লাখ টাকাও খরচ পড়ছে একটি প্রফেশনাল ই-কমার্স সাইট তৈরি করতে। যা শুধুমাত্র বড় ব্যবসায়ীদের ক্ষেত্রেই সম্ভব ই-কমার্স ব্যবসায় শুরু করার। তাহলে তো নতুন উদ্যোক্তা এ কাজে আসতেই পারবেনা? আসতে পারবে! যেখানেই সমস্যা সেখানেই সমাধান! যেহেতু দেশ এখন ডিজিটাল করন হচ্ছে। তাই ছোট খাট হলেও ই-কমার্স ব্যবসায় এখন গড়ে তোলা উচিৎ অন্তত নতুন উদ্যোক্তাদের। যেহেতু এতো বাজেটে আমরা এই ই-কমার্স খাতে ব্যয় করতে পারছি না সেক্ষেত্রে আপনি বেছে নিতে পারবেন ব্লগস্পট কে। প্রথমেই মনে করিয়ে দিচ্ছি ব্লগস্পট একটি ব্লগিং প্লাটফর্ম যা হোস্টিং সম্পূর্ণ ফ্রি। সুতরাং গাধা কে গরু মানাতে চাইলে তো সম্ভব নয়ই। আর তবুও বানাতে চাইলে পুরোপুরি সম্ভব নয়। আমি আজ যা ধারনা দিব তাতে কিছুটা সম্ভব করতে পারবেন। ব্লগস্পট যেহেতু শক্তিশালী কোন প্লাটফর্ম নয় তাই সেখানে পঞ্চাশ হাজার টাকা দামের সাইট বানানো বোকামো। কিন্তু আপনি চাইলে সেখানে ৫০ হাজার টাকা মূল্যের সাইট মাত্র কয়েক হাজার টাকায় ছোট খাটভাবে করে নিতে পারেন। আমি বলতে চাচ্ছি সারাদেশে ই-কমার্স ব্যবসায় করতে আপনাকে প্রচুর টাকা বিনিয়োগ করতে হবে। আর ওয়েব সাইটে কত খরচ হবে তাঁর ধারনা তো দিয়ে দিছি ইতিমধ্যেই! তবে এখন প্রতিটা জেলা বা ছোট অঞ্চল কিংবা সারা দেশে ব্যবসায় করার মত ছোট খাট ব্যবসায় প্রতিষ্ঠান অনলাইনে পণ্য বিক্রি করতে আগ্রহী। কথাটার প্রমাণ আপনি খোঁজ নিলেই জানতে পারবেন। যেমনঃ ধরুন, আপনার একটি ছোট বুটিক আছে আপনার জেলায়। হাতে কাজ করা নানা কারুপন্য তৈরি করে সেখানেই বেচেন। অনলাইন সম্পর্কে ধারনা থেকে থাকলে আপনিও নিশ্চয়ই চাইবেন এই ই-কমার্সের সুবিধা সম্বলিত সারা বাংলাদেশে ব্যবসায় করার? ছোট একটা সাইট থাকুক, সেখানে আপনার সীমিত সংখ্যার পণ্য কয়েকটির ছবি, মূল্য এবং বিস্তারিত থাকবে। সারা দেশ থেকে দু-একটা অর্ডার আসবে। ডেলিভারি দিবেন। এভাবেই তো বড় হবেন নাকি? ভুলে যাবেন না, সব ছোট ব্যবসায় প্রতিষ্ঠান একদিন ছোট চুনোপুটি ব্যবসায়ী ছিল। আজ তাঁরা বড়। কথাটা মানলে আপনিও হতে পারবেন তরুণ উদ্যোক্তা।
এবার আসব একদম মূল কথায়, ব্লগস্পটে আপনি বিনামূল্যেই একটি ই-কমার্স সাইট করা যায়। যা আমাদের মত ছোট উদ্যোক্তাদের জন্য জরুরী। কিন্তু ওই যে ফ্রি মানে কেমন যেন ঘাপলা! হ্যাঁ, ব্লগস্পটে ই-কমার্স সাইট করার অনেক দৃষ্টিনন্দন টেমপ্লেট ফ্রি তে পাওয়া যায়। কিন্ত এই টেমপ্লেটগুলোতে একটাই পেমেন্ট মেথড হল পেপাল। আমরা তো আঞ্চলিকভাবে ব্যবসায় করব। আমাদের প্রয়োজন এমন একটি টেমপ্লেট যেখানে মানুষ অর্ডার করলে সেই অর্ডারের তথ্য ইমেইলে পেয়ে যাব। তারপর সেই ক্রেতার সাথে যোগাযোগ করে ডেলিভারি দিব। কিন্তু পেপাল তো আমরা ইউজ করিনা। আমাদের আম জনতার পেমেন্ট মেথড হল বিকাশ অথবা নগদ লেনদেন। তাই আজ খোঁজাখুঁজি করে একটি সুন্দর ব্লগস্পট টেমপ্লেট নিয়ে আসলাম। কিন্তু ফ্রি খাওয়া ভাইদের জন্য দুঃখের সংবাদ হল টেমপ্লেটটি ফ্রি না। মূল্য ২১ ডলার মাত্র। অর্থাৎ বাংলাদেশী টাকায় ১৬৮০ টাকা মাত্র। আপনি যদি সত্যিই অনলাইনে ব্যবসায় করতে চান তবে এই মূল্য টুকু আপনাকে খরচ করতেই হবে। কেননা ৫০০০০ টাকার সাইট আপনি ফ্রি তে চাইতে পারেন না। হ্যাঁ, আপনার মূলধন সল্প হলে আপনি ব্লগস্পটের এই টেমপ্লেটটি প্রায় ১৬৮০ টাকার এই টেমপ্লেটটি কিনে অনলাইন ব্যবসায়ে নামতে পারেন। এতে আপনি আপনার এলাকার ছোট প্রতিষ্ঠানটি দাড় করাতে পারবেন অনলাইনে!
থিমটি আমি খুঁজে পেলাম থিমফরেস্টে। ডিজাইন এবং ক্যাশ অন ডেলিভারি সিস্টেম পেয়ে ভালো লাগলো। সাথে রয়েছে পেপাল পেমেন্ট সিস্টেমও। আসুন দেখে নেই কি কি আছে এই টেমপ্লেটে? তাঁর আগে বলতেই ভুলে গেছি টেমপ্লেটের নাম। ব্লগস্পট ই-কমার্স এই প্রিমিয়াম টেমপ্লেটের নাম হল SpotCommerce

Spot Commerce প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট ফিচার

  • Full Responsive & Retina ready
  • Unique Slider
  • Unlimited Colors, Background & Fonts
  • Touch Control Included for Mobile Devices
  • Used Icon from FontAwesome
  • AddThis Social Sharing Buttons
  • Ajax Cart & Wishlist Ready
  • Four payment methods: PayPal, Direct Bank Transfer, Cash on Delivery and Cheque
  • Three product states: Normal, On Sale and Out Of Stock
  • Email Notification for Order Information when Customer Checkout
  • SEO Friendly
  • Unlimited Drop-down Menu
  • Image List in Product Detail Page
  • Well Documentation
  • Easy Install and Sample Data Ready
  • Fast Support & Regular Updates

Spot Commerce প্রিমিয়াম টেমপ্লেট ডেমো এবং ক্রয় করার লিংক

  1. ডেমো লিংক
  2. Purchase Link

আমি আসলে এই টেমপ্লেট সম্পর্কে লিখতে গিয়ে বাংলাদেশে ই-কমার্স নিয়েও লিখে ফেললাম। আমার মূল কথা, ছোট খাট ব্যবসায় অনলাইনে দাড় করাতে আপনি অল্প বাজেটে এরকম টেমপ্লেট দিয়ে ব্লগস্পটেও ই-কমার্স সাইট করাতে পারেন। আর আপনি কি কোডিং বা ডিজাইনিং পারেন না? সমস্যা নেই। আপনাদের সহযোগীতা করার মন মানসিকতায় সর্বদা প্রতস্তু আছি আমি। যোগাযোগ করতে পারেন ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ব্লগসাইট অথবা ওয়েব সাইট -এর মাধ্যমে। সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মারুফ ভাইয়া আপনার লেখা গুলো আমার খুব ভালো লাগে।

ভাই আমার একখান প্রশ্ন। ব্লগস্পটে আমি কত টুকু ব্র্যন্ডউইট ব্যবহার করতে পারবো??
গুগল তো একটা জি মেইল আইডি তে পনেরো (15) জিবি দেয়। ব্লগ স্পট ব্যবহার করলে কি সেটা ব্যবহার হয়? আর সেটা যদি ব্যবহার হয় তাহলে এই পনেরো জিবি শেষ হলে কি করতে হবে?

    @কলিমদ্দি: জি না ব্রাদার, জিমেইল আর ব্লগস্পট আলাদা। ব্লগস্পট আনলিমিটেড। কিন্তু ব্লগস্পটে ইমেজ, ভিডিও টেক্সট ছাড়া আর কিছু হোস্ট করতে পারবেন না। আর ব্যান্ডউইথ এবং হোস্টিং কোয়ালিটির সাথে পাল্লা দেয়া কোম্পানি আমার জানামতে নাই। কারণ গুগল মামার সম্পর্কে আশা করি ধারনা দিতে হবেনা।

ধন্যবাদ ভাই।