সালাম ভাইলোগ,
অনেক দিন পর লিখতে বসছি, সো ভালো কিছু দিতেই চেষ্টা করবো।
আমরা গুগল কে সবাই ই চিনি। google.com দুনিয়ার সবথেকে বেশী ভিজিট হবা ওয়েবসাইট,মুলত একটা সার্চ ইঞ্জিন, যার ক্ষমতা চিন্তা করলে মাথা হ্যাং লেগে যায়। জিমেইল,ইউটিউব,পিকাসার মত সার্ভিস ও গুগলের নিজের। আজ এর কয়টা অজানা দিন জানা যাক।
উত্তর হলো “না” । গুগল আপনাকে তাই দেখায় যা আপনি দেখতে চান। ধরা যাক আপনি একটা সাইটেই রোজ সার্চ করার পরে ঢুকেন, গুগল কি করবে ঐ সাইট টাকেই আপনার সামনে নিয়ে আসবে সবার উপরে।
গুগল এ্যাডসেন্স সম্পর্কে কমবেশি জানেন। এটা গুগলের বিজ্ঞাপন সার্ভিস। এর মাধ্যমে আপনি আপনার সাইটের বিজ্ঞাপন দিতে পারেন, আপনার সাইট থাকলে তাতে এই বিজ্ঞাপন ব্যাবহার করে আয় ও করতে পারেন। এখানে কোন সমস্যা না, সমস্যা হলো গুগল আপনাকে সেই বিজ্ঞাপন টাই দেখাবে, যা আপনি দেখতে চান।
ধরেন আপনি নিয়মিত ওয়েব হোস্টিং রিলেটেড সাইট ভিজিট করেন আপনার পিসি থেকে। খেয়াল করে দেখেছেন কি, গুগলের বিজ্ঞাপনে প্রায় সময় বিভিন্ন হোস্টিং কম্পানীর বিজ্ঞাপন দেখায় আপনাকে ??
আবার যে অনলাইন গেমস পছন্দ করে, গেমের সাইট ভিজিট করে, তাকে পরবর্তী সময়ে গুগল অনলাইন গেমের বিজ্ঞাপন ই দেখায়।
আপনি কি কি ওয়েবসাইট ভিজিট করেন, গুগল সে তথ্য রাখে, কোন সাইট কখন, দিনের কোন সময় ভিজিট করেন, কতক্ষন সে সাইটে থাকেন, সে সাইটের কোন সার্ভিস টায় আপনার আগ্রহ, আপনি কি ধরনের ওয়েবসাইটে সময় দেন, সব কিছু। সব কিছু গুগল জানে। :O :O :O :O
গুগল বলে সে এই তথ্য ব্যাবহার করে সার্চ কে আরো এ্যাডভান্সড করার জন্য। কিন্তু আসল ঘটনা হলো, গুগল তাদের বিজ্ঞাপন সার্ভিসের জন্য ও এই সিস্টেম টা ব্যাবহার করে।
আপনি ভুলে যাচ্ছেন গুগল আমেরিকা বেসড একটা কম্পানী, আর সে আপনার সম্পর্কে সব জানে। আমার কথা বিশ্বাস করেন, আপনি কোন সাইটে কি করেন, ইউটিউবে যেয়ে কি ভিডিও দেখেন, কোন সাইটে কোন মেইল ব্যাবহার করে লগিন করেন, সবকিছুই।
সো, কোন সাইট, যেখানে কোন সিক্রেট গ্রুপ কাজ করে। ধরুন কোন একটা ইসলামী ওয়েবসাইট যেখানে জিহাদ নিয়ে আলোচনা হয়, আপনি সেটার নিয়মিত ভিজিটর, তখন আপনি গুগল তথা আমেরিকার কাছে একজন আহহহহহহহহহহহ বুঝতেই পারতেছেন।
এদিকে ফেসবুকের মত সাইট ও আমেরিকান, সেখানে আপনি কার সাথে কি চ্যাট করতেছেন, কি বলতেছেন, কি প্ল্যান করতেছেন, ওরা সব জানে।
মজার তথ্য দেই ? কবছর আগে থেকে যখন মোবাইল নাম্বার ১০ ডিজিট থেকে ১১ ডিজিট করা হলো, এরপর থেকে আপনি ফোনে কি কথা বলতেছেন, কাকে কি এস এম এস দিতেছেন , দিনে কটা মিসকল দিতেছেন কাকে, সরকার বা গোয়েন্দা গ্রুপ গুলো আপনার সব জানে 😛 😛 পালাইবেন কই ??
সো ভাইয়া,রাস্তাঘাটে কি করবেন করেন, অনলাইনে খুব সাবধান। খুব সাবধান।
পোস্ট টা এর আগে ফাজলামী ডট কমে প্রকাশিত।আমার টেকটিউন্স আপডেট পাবেন আমার ফেসবুক আইডিতে।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
Vai really u r a genius. Apner sob post batikcromdormi.Onek valo laga.