মিডিয়াফায়ার এবং মেগাআপলোড হোস্টিং সাইটে ফাইল খুজুন খুব সহজে গুগল ক্রোম এক্সটেনশন দ্বারা

হোস্টিং সাইটগুলোর মাঝে আমাদের দেশে দু'টি জনপ্রিয় সাইট হলো মিডিয়াফায়ার এবং মেগাআপলোড। এই সাইট দু'টি থেকে সহজেই ফাইল/ডকুম্যান্ট/সফটয়্যার/মুভি/নাটক/মিউজিক ভিডিও ইত্যাদি ডাউনলোড করা যায়। কিন্তু সাইটদুটো তে ফাইল খুজতে গেলেই সমস্যা। কারন সাইটে কোন সার্চ অপশন নেই :(
এবার সহজেই ফাইল খুজে পাবেন গুগল ক্রোমের এক্সটেনশন দ্বারা মিডিয়াফায়ার এবং মেগাআপলোড সাইটে আপলোডকৃত ফাইল থেকে।

মিডিয়া ফায়ার সাইটে ফাইল খোজার জন্য :

Mediafire Super Search

ক্লিক করে এক্সটেনশন'টি আপনার গুগল ক্রোম ব্রাউজারে ইন্সটল করে নিন।

মেগাআপলোড সাইটে ফাইল খোজার জন্য :

Megaupload Super Search

ক্লিক করে এক্সটেনশন'টি আপনার গুগল ক্রোম ব্রাউজারে ইন্সটল করে নিন।

ধন্যবাদ সবাইকে... এবং আশা করি দিনটি ভাল কাটুক,

সেই শুভ কামনায় -আল্লাহ হাফেজ

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ! আপনি টিউন করেছেন!
দেখে খুব ভাল লাগছে।
ধন্যবাদ ভাই।

    মাঝে মাঝে হয়তো টিউন করবো তবে আগের মত করতে পারবো না 🙁
    আপনাকেও ধন্যবাদ, ভাল থাকবেন

টিউনটা খুব সুন্দর হয়েছে।অামার জানা মতে একটা ম্যানুয়াল পদ্ধতি অাছে যা অাপনাদের সাথে শেয়ার করি।প্রথমে
গুগলে যেয়ে যেই ফাইল,গান বা যাই ডাউনলোড করতে চান না কেন যদি তা মিডিয়া ফায়ার বা মেগা অাপলোডের ডাটাবেজে
থাকে তাহলে তা অব্যশই অাসবে।যাক পদ্ধতিটি উল্লেখ করি।প্রথমে গুগলে যেয়ে লিখুন:

site:mediafire.com k-lite
এখানে k-lite হচ্ছে একটি মিডিয়া প্লেয়ার।এভাবে site:mediafire.com পরে যেই ফাইল,গান বা যাই ডাউনলোড করতে চান
তার নাম লিখে সার্চ দিন দেখবেন অনেক লিংক সহ ঐ ফাইল এসে হাজির হবে।অাপনার পছন্দের লিংকে ডুকে downlod click
here লিংকে click করে খুব সহজেই ডাউনলোড করুন।ধন্যবাদ ভাল থাকবেন।

    আপনার দেয়া পদ্ধতি’টি আগে জানা ছিল। আপনি ক্রোম এক্সটেনশন থেকে সার্চ দেবার পর গুগল সার্চের যে পেজ’টি খুলবে সেখানে দেখবেন আপনার বিবরনের সাথে মিল আছে… তবে রেপিডশেয়ারে ফাইলের জন্য ঠিকমত কাজ করে না 🙁

+++++++++++++++++++++++++

Level 0

অনেক দিন পরে আবার দেখা হয়ে গেল
২ প্রয়োজনীয় ……
ধন্যবাদ

Level 0

নাবিল আমিন ভাই, অনেক দিন পরে এলেন ,ধন্যবাদ,,,,,,,,,,।

ধন্যবাদ টিউনের জন্য। রেপি থেকে ফাইল খুজে পাওয়ার জন্য এটা ব্যবহার করতে পারেন http://www.tutobd.com/rapid/

খুবই উপকারী টিউন ধন্যবাদ শেয়ার করার জন্য।

খুবই কাজের জিনিস দিলেন নাবিল ভাই।
অনেক সময় আর কস্ট সেভ করতে পরবো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

কিন্তু আমি তো গুগল ক্রোম ব্যবহার করি না।অন্য উপায় আছে?

ধন্যবাদ টিউন করার জন্য।

আউয়াল ভাই আপনি গুগল ক্রোম ডাউনলোড করে ইন্সটল করে নিন অথবা উপরে উল্লেখিত আমার কমেন্টের মধ্যে যে পদ্বতি দেয়া
আছে তা অনুসরন করুন।এই পদ্বতির বড় সুবিধা হচ্ছে এই পদ্বতিতে নিদিষ্ট কোন ব্রাউজার(গুগল ক্রোম) বা এক্সটেনশন প্রয়োজন নেই শুধু মাএ গুগলে গিয়ে উপরে উল্লেখিত পদ্বতি অনুসরন করলেই চলবে।ধন্যবাদ ভাল থাকবেন।আর নাবিল আমিন ভাইকে আরেক বার ধন্যবাদ কারন
আপনার জন্য একটি নতুন পদ্বতি জানতে পারলাম।আপনি এই ভাবে সবার উপকার করবেন এটাই আমাদের কাম্য।

ধন্যবাদ নাবিল ভাই।