আসসালামু আলাইকুম আসা করি সাবাই ভাল আছেন । আজ আমি একটি টিউটিরিয়াল দেখাবো জা দিয়ে আপনি তৈরি করতে পারবেন আতি সহজে পিপিলিকার চেয়ে একটি উন্নতমানের সার্চ ইঞ্জিন । এই টিউটিরিয়াল টা হবে দুই পর্বের তাহলে চলুন শুরু করি প্রথম পর্ব -
সার্চ ইঞ্জিন কি ?
এটা তেমন নতুন কিছু না, যে একবার ইন্টানেট এর আওতায় এসেছেন কিন্তু গুগল কে চিনি না এমন লোক পৃথিবী তে পাওয়া খুবই কষ্টকর । তাহলে আগে জানি গুগল এর সম্পর্কে একবার
গুগল কিভাবে কাজ করে। গুগল কাজ করে তাদের একটা নিজেস্ব রোবোট টেক্সট প্রোগাম এর মাধ্যমে । এই প্রোগামের মাধ্যমে গুগল ওয়েবপেইজ কে ইনডেক্স করে ।
সার্চ ইঞ্জিন হল একটি তথ্য ভান্ডার । সার্চ ইঞ্জিন তার নিজেস্ব ডাটাবেজে বিভিন্ন ওয়েব পেজ কে তার নিজের কাছে সংগ্রহ করে রাখে । আমারা যখন সার্চ ইঞ্জিন এর কাছে তথ্য চাই তখন সে তার কাছে যে তথ্য আছে আমাদের দেয় ।
এখন আমরা যে সার্চ ইঞ্জিন তৈরি করবো তার কিছু চিএ দেখি
এটা দিয়ে আপনি ওয়েব, ইমেইজ, ভিডিও ও নিউজ সার্চ করতে পারবেন । দেখি এই টিউনস এ কয় জন সারা দেয় । সারা দেয়ার সংখ্যা ভাল হলে আজই দ্বিতীয় টিউনস করবো এবং সাথে সব ফাইল গুলো দেবো । দ্বিতীয় পর্বে আমরা শিখবো কিভাবে সার্ভারে আপলোড দিবো এবং সব টিউটিরিয়াল দেবো ।
দ্বিতীয় পর্ব পেতে টেকটিউনস এর সঙ্গে থাকুন ।
আর বাংলা সার্চ ইঞ্জিনে সার্চ করুন ঃ বাংলা সার্চ ইঞ্জিন
আমি রাকিব নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দ্রুত শুরু করেন।