আসসালামু আলাইকুম,
আশা করি টেকটিউনস এর সকল টিউনার বৃন্দ ভাল আছেন । আজ আপনাদের একটা টিউটিরিয়াল দেখাতে চাই যার সাহায্যে আপনি খুজে পেতে পারেন সব ভাল মানের টিউনস, বাংলাদেশের সকল ব্লগ এর টিউনস পাবেন । চলুন দেখি কিভাবে পাবো -
প্রথমে এই লিঙ্ক এ জান - বাংলা সার্চ ইঞ্জিন
তার পরে আপনি যা চাচ্ছেন তা লিখুন যেমন আমি লিখেছি 'seo tutorial' দেখুন এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট সার্চ রেজাল্ট দেখা যাচ্ছে
এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বাংলা টেকব্লগের রেজাল্ট পাব ! এ জন্য আইটিরঙ সার্চে একটি বিশেষ ফিচার আপডেট হয়েছে । এখন আপনি নিচের ছবির মত টেকপোস্ট সিলেক্ট করুন দেখুন কি হয় -
দেখুন রেজাল্ট দেখাচ্ছে বাংলা টেক ব্লগ হতে । টেকটিউনস , টিউনারপেজ ও পিসিহেল্পলাইন বিডি হতে । এখানে আমার চেনাজানা সকল ব্লগ যুক্ত করা হয়েছে । আপনার টেকব্লগ থাকলে আইটিরঙ এ ইমেইল করুণ যুক্ত করার চেস্টা করা হবে । আর এভাবেই খুজে বের করুণ সব চরম চরম টিউনস । আশা করি সবাই ভাল থাকবেন । আশা করি সামনে আরো নতুন কিছু নিয়ে আসবো ।
ধন্যবাদ টিউনসটি পড়ার জন্য ।
আমি রাকিব নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো উদ্যোগ। এগিয়ে যান। আর সময় করে “ক্লিক” বানানটা কারেকশন করে নিবেন। দেখতে দৃষ্টিকটু লাগছে 🙁