অনেকেই ইদানিং আইপি চেঞ্জ করে করে রেপিডশেয়ার থেকে ডাউনলোড করছেন নিয়মিত, আবার অনেকে ইউ এস মিলিটারির ওয়েবসাইট ঘুরে আসছেন আসল আইপি লুকিয়ে কেননা তাদের অভ্যাস ভালনা, কখন ট্র্যাক করে বসে। কেউ বা আবার অনেক সাইটে ব্যানড (banned) হয়ে বসে আছেন। অনেক সফটওয়্যার আছে আইপি চেঞ্জ করার। কিন্তু ইউজার ফ্রেন্ডলি কয়টা? আমি নিয়মিত ব্যবহার করি যে সফটওয়্যার টি তা হল হাইড আইপি প্লাটিনাম, এটি কিনতে টাকা লাগলেও এখানে ক্র্যাক করা অবস্থায় দিয়েছি, সম্পুর্ণভাবে কাজ করে।
ডাউনলোড করে নিন এখান থেকেঃ
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
এই সফটওয়্যার টি দিয়ে আইপি চেঞ্জ করলে কি নেটের স্পীড কমে যেতে পারে??????????