সময় থাকতে হাতিয়ে নিন গ্রামীনফোনের ইন্টারনেট ডাটা !!

কেমন আচেন আমার প্রিয় ভাই ও বোনেরা ?
আগেই বলে রাখি, আমি এখন যে খবর টি আপনাদের দিবো তা শুনলে আপনাদের মন ভালো হয়ে যাবে।

আপনার অনেকেই হয়তো জেনেছেন যে,আবারো লিক হল গ্রামীনফোনের ইন্টারনেট।তাও আবার কোন ঝামেলা ছাড়াই !!

এই ফ্রি নেট 3G Speed-এ ব্যাবহার করতে পারবেন।
এর জন্য আপনাকে তেম্ন কিছু করতে হবে না। আপনাকে শুধু জিপির 'বন্দু' প্যাকেজ টা একটিভ করতে হবে।

Bondu প্যাকেজ-এ মাইগ্রেট করার জন্য আপনার ম্যাসেজ অপশনে গিয়ে B লিখে পাঠিয়ে দিন 4444 এই নাম্বারে। ফিরতি ম্যাসেজ এর জন্য  Wait করুন।

এখন আপনি বন্ধু প্যাকেজ-এ আছেন।
আর যারা আগে থেকেই বন্ধু প্যাকেজ-এ ছিলেন তাদের কিছুই করতে হবে না।

তাহলে আর কি। অফিশিয়াল সেটিংস দিয়েই ইন্টারনেট চালানো শুরু করে দিন।
যে কোন সফটওয়্যার ই ফ্রিতে চালাতে পারবেন।

সমস্যাঃ এইভাবে আপনি ৩০এম্বি চালাতে পারবেন কোন সমস্যা ছাড়াই। কিন্তু এরপর শুরু হবে ঝামেলা।
আপনি অটোভাবেই ইন্টারনেট Unsubscribe হয়ে জাবেন।আবার আপনাকে P1 প্যাকেজ একটিভ করে subscribe করতে হবে।

সমাধানঃ এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি প্রথমে P1 প্যাকেজ এক্টীব করে নিন,যার মেয়াদ ৩০দিন।
এরপর আপনি যে কোন ১টি 3G প্যাকেজ একটিভ করুন। এবার এম্বির ব্যালেন্স চেক করে দেখুন 3G প্যাকেজ এর মেয়াদ ও ৩০ দিনের জন্য হয়ে গেছে।

যে কোন সময় এই সিস্টেম টি বন্দ হয়ে যেতে পারে।
সময় থাকতে হাতিয়ে নিন গ্রামীনফোনের ইন্টারনেট ডাটা 😆

টিউন টি প্রথম প্রকাশিত হয়েছিলো এইখানে

Level New

আমি রিয়াদ ফারভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রিয়াদ ফারভি। আমার প্রোফাইলে আপনাদের স্বাগতম। আমার টিউনের মাধ্যমে আপনারা আপনাদের অনেক টেকি সমস্যার কিছুটা হলেও সমাধান পাবেন।এখানে আমি আমার জানা কিছু টিপস আর অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার একটা প্রযুক্তি বিষয়ক ব্লগ আছে। নিয়মিত এই ব্লগে ভিসিট করে বিভিন্ন টেকি সমস্যার সমাধান নিতে পারেন। http://www.amartrick2all.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যেভাবে পোস্টের শিরোনাম করলেন তাতে মনে করলাম ……….!! এটাতো ফ্রি না, অপরদিকে প্রতিবার কে প্যাকেজ কিনবে?? পরিশেষে তথ্যস্বরুপ হিসাবে জানানোর জন্য ধন্যবাদ।

    @ফেরী ওয়ালা: আপণাকেও ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।

এইধরনের টিউন এখানে না করাই ভাল। এখানে গ্রামিনের দালাল আছে।

    @ওমর ফারুক: like dilam ঠিক বলসেন ভাই।

    @ওমর ফারুক: দালাল টার আইপি ব্লক করা হোক

ঠিক বলেছেন ভাই

ভাই এটা দেখছি খুব ঝামেলার ব্যপার ।

ভুয়া তথ্য ।

    @তুহিন রাজশাহী: ভাই আপনি চালাতে পারেন নি বলে কি ভুয়া হয়ে গেল ?

ভাই speed কেমন 2g তে।

Level 0

Vai hoy nah to ,, amr ta bondhu package active kora ,,

ভাই কে দালালি করুক অথবা না করুক । আপনার কাজ আপনি চালিয়ে জান ।

আমি গত কাল থেকেই ফ্রী ব্যাবহার করতেছি…।। প্রায় ১০ জিবি ডাউনলোড করছি…।। কিন্তুু এখন আর ফ্রী ব্যাবহার করা যাচ্ছে না…।।

টিউনটা প্রথম টিটিতেই প্রকাশিত হইছিল ভাই,যেদিন থেকে চলছে সেদিনই হইছে

এটা কাজের টিঊন আমি নিজেও পেয়েছি ২ টা সিমে ।

Level 0

gp free net ki off hoye gelo naki///>?
onnoshob. blogspot.com/2014/09/forget-facebook-logout

    @OnnoShob: জানি না ,আমি চালাই না

মাফ চাচ্ছি _ এটা না জানালেও পারতেন এখম কালকে থেকেই এটা বন্দ হয়ে যাবে …

    @আব্দুল মোমিন শিববাটি: ভাই শুধু নিজে জানলে হবে ?
    আর ১পদ্ধতি বন্ধ হলে আরেক পদ্ধতি আসবে,

      @রিয়াদ ফারভি: hum

      @রিয়াদ ফারভি: ঠিক বলছেন ১০/০৮/২০১২ থেকে ফ্রী চালাইতাছি কত বন্ধ হল কত নতুন নিয়ম আসল ।

eta ki ekhono kaj kore,keu ki free use korsen ekhono ,,,,,,,,,,,,,,,,?