কেমন আচেন আমার প্রিয় ভাই ও বোনেরা ?
আগেই বলে রাখি, আমি এখন যে খবর টি আপনাদের দিবো তা শুনলে আপনাদের মন ভালো হয়ে যাবে।
আপনার অনেকেই হয়তো জেনেছেন যে,আবারো লিক হল গ্রামীনফোনের ইন্টারনেট।তাও আবার কোন ঝামেলা ছাড়াই !!
এই ফ্রি নেট 3G Speed-এ ব্যাবহার করতে পারবেন।
এর জন্য আপনাকে তেম্ন কিছু করতে হবে না। আপনাকে শুধু জিপির 'বন্দু' প্যাকেজ টা একটিভ করতে হবে।
Bondu প্যাকেজ-এ মাইগ্রেট করার জন্য আপনার ম্যাসেজ অপশনে গিয়ে B লিখে পাঠিয়ে দিন 4444 এই নাম্বারে। ফিরতি ম্যাসেজ এর জন্য Wait করুন।
এখন আপনি বন্ধু প্যাকেজ-এ আছেন।
আর যারা আগে থেকেই বন্ধু প্যাকেজ-এ ছিলেন তাদের কিছুই করতে হবে না।
তাহলে আর কি। অফিশিয়াল সেটিংস দিয়েই ইন্টারনেট চালানো শুরু করে দিন।
যে কোন সফটওয়্যার ই ফ্রিতে চালাতে পারবেন।
সমস্যাঃ এইভাবে আপনি ৩০এম্বি চালাতে পারবেন কোন সমস্যা ছাড়াই। কিন্তু এরপর শুরু হবে ঝামেলা।
আপনি অটোভাবেই ইন্টারনেট Unsubscribe হয়ে জাবেন।আবার আপনাকে P1 প্যাকেজ একটিভ করে subscribe করতে হবে।
সমাধানঃ এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি প্রথমে P1 প্যাকেজ এক্টীব করে নিন,যার মেয়াদ ৩০দিন।
এরপর আপনি যে কোন ১টি 3G প্যাকেজ একটিভ করুন। এবার এম্বির ব্যালেন্স চেক করে দেখুন 3G প্যাকেজ এর মেয়াদ ও ৩০ দিনের জন্য হয়ে গেছে।
যে কোন সময় এই সিস্টেম টি বন্দ হয়ে যেতে পারে।
সময় থাকতে হাতিয়ে নিন গ্রামীনফোনের ইন্টারনেট ডাটা 😆
টিউন টি প্রথম প্রকাশিত হয়েছিলো এইখানে
আমি রিয়াদ ফারভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি রিয়াদ ফারভি। আমার প্রোফাইলে আপনাদের স্বাগতম। আমার টিউনের মাধ্যমে আপনারা আপনাদের অনেক টেকি সমস্যার কিছুটা হলেও সমাধান পাবেন।এখানে আমি আমার জানা কিছু টিপস আর অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার একটা প্রযুক্তি বিষয়ক ব্লগ আছে। নিয়মিত এই ব্লগে ভিসিট করে বিভিন্ন টেকি সমস্যার সমাধান নিতে পারেন। http://www.amartrick2all.blogspot.com
যেভাবে পোস্টের শিরোনাম করলেন তাতে মনে করলাম ……….!! এটাতো ফ্রি না, অপরদিকে প্রতিবার কে প্যাকেজ কিনবে?? পরিশেষে তথ্যস্বরুপ হিসাবে জানানোর জন্য ধন্যবাদ।