সবাই কি অ্যান্ড্রয়েডে জিপি ফ্রি নেট ইউজ করছেন নাকি? দেখুন তো এই ট্রিকস কাজ করে কিনা? আমি ইউজ করতেছি।

প্রিয় টিউনারবাসী,

আমি জীবনেও ফ্রি নেট নিয়ে টিউন করিনি। কারণ জানি কাজ না হলে আপনারা আমাকে ছাড়বেন না। তবুও আজ নিজে ট্রিকসটা ইউজ করে বাধ্য হয়েই জরুরী ভিত্তিতে শেয়ার করলাম। এক ভাইয়ের থেকে শুনেই সাথে সাথে ট্রিকসটা নিয়ে কাজ শুরু করলাম। আর কাজও হয়ে গেল! একটা গান ডাউনলোডে লাগায় দিলাম সেটাও নামছে ধুমসে। এখন আপনারাই বলেন শেয়ার না করে যাই কোথায়? তবে আমি আবারো বলছি, আপনারাও চেষ্টা করুন হলে জানাবেন।

  • প্রথমে মেসেজ অপশনে গিয়ে B লিখুন
  • আর পাঠিয়ে দিন 4444 নম্বরে
  • ফিরতি কনফার্মেশন এসএমএস পেলে সেটটা অফ করে অন করুন
  • এবার চেষ্টা করে দেখুন যেকোনো সাইটে ভিজিট করার। ইনশাল্লাহ কাজ করবে

আমি কক্ষনই ফ্রি নেট নিয়ে টিউন না করায় ভয়ে ভয়ে টিউন করলাম দয়া করে কাজ হলে জানাবেন। আমি জানি আপনারা আমার টিউনের উপর আস্থা রাখেন তাই কখনই ভুয়া কিছু শেয়ার থেকে বিরত থাকি। আজকের এই ট্রিকসটা শুধুমাত্র নিজের ১০০% কাজ করার কারনেই শেয়ার করলাম। স্পিডও মোটামুটি ভালো। আর সীমে টাকা না রেখে চেষ্টা করাই ভালো। কারণ হারামীফোনের মতিগতি সম্পর্কে আপনারা সবাই ভালোভাবেই চিনেন। ধন্যবাদ

সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আজ এমনি তেই google.com লিখে serch দিতেই ডুকে গেল। এখন পর্যন্ত 1 GB use হয়ে গেল..

    @সুদীপ কুমার: হুম ভাই হারামীর ফোনকে বাঁশ দিতে কুণ্ঠিত বোধ করবেন না। আমাদেরকে বাঁশ দিতে পারে আমরা দিতে পারবনা কেন?

ভাই আমি রবি সিম দিয়ে আনলিমিটেট অল ফ্রি ইউজ করছি

    @মফিজুর হৃদয়: গুড 😀 একা একা করলে হবে আমাদেরকেও করার সুযোগ দিন? শেয়ার করুন।

ভাই এটা ফ্রি নেট না এটা সিক্রেট বোনাস অফার।

ভাই এটা কি এম্বি ফ্রী দিবে????

    @রায়হান আহমেদ: না ভাই। একটা কনফারমেশন মেসেজ পাইলাম। তারপর থেকেই ইউজ করতেচ্ছি। বোনাসের ব্যাপার হলে তো সেটা মেসেজে জানায় দিত হয়ত। কোন মেসেজ দেয়নি এরকম।

বদমাশ হারামিরফোনেরে সবাই বাঁশ দিতে দিতে শেষ করে দেন

    @মোঃ মহিউদ্দিন: একবার যখন দিয়েছি আরও দিব। শান্ত হবনা।

”ব্লগার মারুফ” ভাই আপনার সাথে একটু ফেসবুক এ যোগাযোগ করতে চাই। তাই আপনাকে আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি আমার আইডি টার কন নাম নেই। প্লীজ রিকোয়েস্ট একছেপ্ত করুন……

Level 1

@মফিজুর হৃদয়: ভাই রবি ফ্রি ট্রিকস আমার খুবি দরকার। কারন, অন্য operators দের ভাল coverage পাইনা। যদি সম্ভব হয় শেয়ার করেন, otherwise বললে মেইল এড্রেসটা দিব।

হ্যা,করছি,এবং টিউনও করছি,এই ট্রিক্স দিয়ে বহু ডাউনলোড করা যায় একটু বুদ্ধি খাটিয়ে।পিসিতে এটা ব্যাবহার করি,আর এন্ড্রয়েডে বাংলালিংক চালাই
https://www.techtunes.io/internet/tune-id/304977

Level 1

@ব্লগার মারুফ : মারুফ ভাই, রবির ব্যাপারে ১টু হেল্প করেননা ভাই। actually, আমার এলাকায় জিপি’র signal khub weak..

আমি বেশ কয়েকদিনে প্রায় ৫ জিবির মত ইউজ করে ফেলেছি বন্ধু সিম দিয়ে। যাইহোক টিউন টা করাতে এখন গ্রামীণ ফোন ত এই ব্যাপারে বন্ধ করার পদক্ষেপ গ্রহন করবে।

    @Md.Samiul Islam Neon: তবুও গুটি কয়েকের হাতে সীমাবদ্ধ না থেকে অন্যরাও যাতে একটু জানে সেজন্যই করলাম।

      @ব্লগার মারুফ:
      ব্যাপার না। চালিয়ে যান

ধন্যবাদ। অনেক আগে থেকেই ব্যবহার করছি । ভাই, আপনার ডোমেইনের সাথের ইমেইল এড্রেসটা নিয়েছেন কিভাবে?

    @মোস্তাফিজুর ফিরোজ: ভাই আপনি যেখানে থেকে ডোমেইন কিনবেন বা কিনেছেন তাদেরকে বলুন। আপনি চাইলে আমার কাছেও ডোমেইন কিনতে পারবেন। ডোমেইন কিনলে আপনি এরকম বেশ কয়েকটা ইমেইল ফ্রি বানাতে পারবেন।

Level 0

@মফিজুর হৃদয়: ভাই রবি ফ্রি ট্রিকস আমার খুবি দরকার। অন্য operators e ভাল coverage পাইনা। e-মেইল এড্রেসটা দিব?

    Level 0

    @<Imran khan শেয়ার করেন ।

Level 0

Vai amr ta Bondhu packagea migrate kora e ase .
kintu ami free net use korte partesi nah ,, amr mobile a tk nai
vai ekhn ami kivabe use korbo ??

    @Emon: মোবাইলটা অফ করে অন করুন। তারপর চেষ্টা করে দেখুন তো।

আমি ব্নধু পেকেজে আছি । আমি কি করব । এটা কি সব সাইট ইউজ করা যায় । এটাকি মেগাবাইট দিয়ে যে ভাবে চালাব সে ভাবেই চালানো যায় । এখন কি করব।

    @মোঃ জুয়েল খান: ভাই সব সাইটেই ঢুকতে পারছি। ডাউনলোডও করতেছি

পিসির জন্য আছে কি???

টিউন টা ডিলেট করার জন্য মডারেটর দের দৃষ্টি আকর্ষণ করছি।

    Level 0

    আমি আগে থেকে বন্ধু পেকেজে আছি। তার পরও আপনার কথামত লিখা ৪৪৪৪ পাঠাইছি ‍। হচ্ছে না।

    Level 0

    আমি আগে থেকে বন্ধু পেকেজে আছি। তার পরও আপনার কথামত লিখা ৪৪৪৪ পাঠাইছি ‍। হচ্ছে না।@Green spider:

    Level 0

    Green spider তোরে অকথ্য ভাষায় গালাগালি ………………………………………… করতে ইচ্ছা করতাছে।

    @Green spider: আপনাকে ডিলেট করার জন্য মোডারেটর দের দৃষ্টি আকর্ষণ করছি।

Level 0

Maruf vai , Mobile 3-4 bar on . off kore felsi ,, Loading hoytei ase ..
vai amr ki kono kisu setting korte hobe nki ?

শুয়ে শুয়ে মোবাইল এ ব্রাউস করতে ছিলাম লগিন না করে পারলাম সব গুলু কমেন্ট পরে বুজতে পারলাম green spider ১ জন জিপির কর্মচারী । তাই আমি আপনাকেই (green spider) বলতেছি 2012 সালের অগাস্ট মাস থেকে আমার জিবনের প্রথম ফ্রী নেট শুরু pd proxy দিয়ে সেই থেকে আপ পর্যন্ত দিনে না হলেও ৩ জিবি ইউস ডাউনলোড করেছি । pd proxy নিয়ে যখন পোস্ট দিছিলাম তখন অনেইকেই আমাকে বলে ছিল জিপির ফ্রী নেট বন্ধ হয়ে যাবে । আমি বলেছিলাম তাইলে জিপির ইন্টারনেট বেবসা বন্ধ হয়ে যাবে । আমার কথাটা আজ টিকে আছে । তদের জিপিকে অনেক টাকা দিছি তার ৫০ গুন অসুল অ করেছি হিসেব করে দেখ ১২-০৮-২০১২ to 08-09-2014= 756x3x345 = 782460 (প্রায় আট লক্ষ) টাকার নেট মাগনা ইউস করছি আমি একা । সামনে আর করব দেখি তদের কম্পানি কি করতে পারে ২টা মডেম এ ২ টা সিম লাগায়া প্রতিদিন এখন ৫ গিগার উপর ডাউনলোড করি । আর যত বন্ধু বান্ধব আছে সবাই কে আন্দ্রইদ এ ফ্রী সেটিং করে দিছি। আমার ১ ফ্রেন্ড আছে নয়ন ওকে আমি পিসি তে ফ্রী নেট এর লাইন করে দিছি এখন অর ডাউনলোড দেখলে আমারই মাথা নষ্ট হয়ে জায় ৪/৫ গিগার বর মুভি ডাউনলোড করে ৩জি তে । আর ১ টা কথা বলি এতদিন সুধু পিসি তে চালাইতেম এখন মোবাইল এ পাইথন ইন্সটল দিছি । এখন থেকে মোবাইল এ অ চালামু। আর ১ টা কথা আমি কিন্তু flexiload retailer .

এটা কাজের টিঊন আমি নিজেও পেয়েছি ২ টা সিমে ।

আমি কোন কথা না বলে পারলাম না।আমরা সবাই জানি খুব সহজে পরিচিতি পেতে হলে খারাপ কিছু করতে হয়।যেমন ধর্ম নিয়ে লিখা অথবা কোন মানুষকে নিয়ে লিখা।তসলিমা নাসরিন ফেমাস হয় ইসলাম নিয়ে লিখে না।সে ফেমাস হয় আমাদের দেশের কিছু মোল্ল্ার ভুলের কারনে।তারা এত বেশি মাতামাতি না করলে কয়জন মানুষ তাকে চিনতো।যাক সে কথা GREEN SPIDER খুব তারাতারি একজন ফেমাস টিউনার হিসেবে পরিচিতি পেল আপনাদের সকলের ভুলের কারনে।সে তাই চেয়েছিল।কারন সে মাত্র কয়েক দিনে এত আলোচিত যা অনেকেই কয়েক বছরে পারেনি।তাই ওকে নিয়ে আর কোন কথা শুনতে চাই না।আর green spiderকে বলছি আপনি মারুফকে নিয়ে এমন কথা বলা উচিত হয়নি।আসলে আপনি যদি এত ভালো মানুষ হন তাহলে মানুষের সমস্যা নিয়ে খোচা দেওয়া ঠিক না।আপনি মারুফের কাছে ক্ষমা চান।আি মনে করি মারুফ আমাদের আদরের ছোট ভাই।তাই ক্ষমা চান।আর একটা কথা যখন মোবাইল কোম্পানি আমাদের বলে হাতি কিনলে খারার একদিন ফ্রি,তখন আপনার নীতিকথা কই যাই।এখন কথা হচ্ছে মোবাঃ কোঃ আমাদের বাশ দেই তাই আমরা আইক্কাওয়ালা বাশ দিব।সবাই বাশ দিবেন মোবাঃ কোঃ কে,এটাআমাদের ন্যায্য অধিকার।আর কিছু ভাই green spider এর কথা শুনে মন গলে গেছে।আরে ভাই নেট যখন চালান সব সময় টাকাটা বাবার কাছে সত্য কথা বলে নিতে পারেন।তাছাড়া আপনি যদি এতই ভালো হন তাহলে বলুন আজ কতজন গরীবকে সাহায্য করেছেন।অতএব মোবাঃ কোঃকে বাশ দিব যদি কারো বিবেকে বাধা দেয় সম মূল্যের টাকা গরীবকে দান করব।আমি মনে করি এতে কোন পাপ নাই কারন চোরের সাথে থাকতে হলে বড় চোর হতে হবে।তাই জয় বাংলা এবার মোবা কোঃ বাশ সামলা।
আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন।

    @druntopothik: ওনাকে ব্যান মারা হয়েছে ভাই। সবাই ডেস্কে জানালো। আমি এডমিনকে ডাইরেক্ট জানাইছি। বলেছে সাস্পেন্ড করা হয়েছে,

Level 0

ব্লগার মারুফ vai, amar sim age thekei bondhu kora silo. ami set bondho kore abar punorai chalu koresi, but ami kono site e dhukte parsi na. shudhu lodding hoi. ekhon ami ki korte pari?

সুন্দর একটি টিউনস, মারুফ ভাই! শেয়ার করার জন্য আপনাকে অসংখ্যক ধন্যবাদ। মারুফ ভাই এটা কি অ্যান্ড্রয়েট সেটে নাকি পিসিতে চলবে? অবশ্য পিসিতে চালাতে ব্যর্থ হয়েছি। একটু সাজেস্ট করলে উপকৃত হই।
——————————————————————————————————–
মারুফ ভাই আপনার বিজয় হয়েছে দেখে আমার অনেক ভাল লাগছে। আসলে যেখানে মনের উদ্দেশ্য ইতিবাচক ও মানুষের ভালবাসা থাকে সেখানে সৃষ্টিকর্তারও নেক-দৃষ্টি পাওয়া যায়, যা এই ফলাফলে মনে করছি। গ্রীণ স্পাইডার কে তা এখনো ঠিক জানিনা, হয়ত নেগেটিভ শ্রেণীর কেউ হবে!!! অবশ্য প্রতিবাদ হিসাবে তাকে ২ টি কমেন্ট করেছিলাম, বাট কমেন্ট গুলো ডিলেট করে দিয়েছিল। এখন জানছি তাকে ব্যান করে দেওয়া হয়েছে। এখানে শুধু গ্রীণ স্পাইডার না………..এই রকম অসাধু ব্যক্তি পরবর্তীতেও হয়ত উদ্ঘট হবে। যা পূর্বেও ছিল। আমাদের মত যারা প্রতিবাদী, শান্ত প্রকৃতির ব্যক্তি আছেন তারা প্রতিবাদ করলেই দেখা যাবে তাদের আগমন প্রতিহত হবে। যেমনটি স্পাইডারকে করে হয়েছে। এটি যদি না করে হত তাহলে অনেক দুষ্টদের প্রশয় দেওয়া হত বলে মনে করি। এখানে দেখছি অনেক ব্লগার ভাই তাদের যথেষ্ট ভতসনা, তিরস্কার ও প্রতিবাদ করেছেন। যা আমার কাছে ভাল লেগেছে। সুতরাং সেই সব প্রতিবাদি ব্লগার, ভিজিটর ভাইদের সকলকে মোবারকবাদ/অভিনন্দন জানাচ্ছি। গ্রীণ স্পাইডারকে ব্যান করার জন্যও টিটির অ্যাডমিকেও ধন্যবাদ জানাই।
পরিশেষে মারুফ ভাই ভাল থাকবেন। শুভ কামনা রইল।

    ভাই আমি অ্যান্ড্রয়েডে টেস্ট করেছি, ডাউনলোডেও লাগাইছি। আমি সাধারনত ফ্রি নেটের টিউন করিনা। কারণ আপনি জানেন হয়ত এই ট্রিকস কারো হবে আবার কারো হবেনা সেটাই স্বাভাবিক। তবুও নিজে এবং অনেককে ব্যবহার করতে দেখে শেয়ার করলাম। আর আমি ওরক্ম মনোমুগ্ধকর শিরোনাম দিয়েও টিউন করিনি। আমি জাস্ট সবাইকে ট্রিকসতা চেষ্টা করে হল কিনা সেটা জানাতে বলেছি। আপনি অ্যান্ড্রয়েডে ট্রাই করেন। আর গ্রীন স্পাইডার জিপির নিয়োগ দেয়া লোক। জিপি যে কত লোকসান খাইছে এ যাবত এইরকম অসংখ্য ফ্রি নেটের হামলায়। সেটা ঠেকাতে না পেরে আমাদেরকে ইমশনালি হিট করতেই এই পায়তারা করেছিল হয়ত। তাঁরা যেভাবেই আমাদেরকে থামাতে চাক। মাথা যতদিন ঠিক আছে বিন্দু পরিমাণ বাঁশ দিতেও কুণ্ঠিত বোধ করব না। আশা করি কেউই করবেন্মা। বাঁশ আরও খাবে জিপি।

ভাই, আমার সিম টা আগেই বন্ধু প্যাকেজ করা ছিল,
এটাতে কাজ করে না কেন?

    @সেলিম মাহমুদ: ভাই একটা জিনিস লক্ষ্য করলাম যারা বন্ধু প্যাকেজে আগেই ছিল তাদের বেশিরভাগ এই সমস্যায় আছেন। আমি অন্য প্যাকে ছিলাম। সম্ভবত সেজন্য বন্ধু প্যাকেজে যাওয়ার পর কাজ হয়েছে।

ব্লক মাইরা দিছে নাকি? হারামিফোনে কাজ করে না। আর গ্রীন স্পাইডারকে কি ব্যন করা হয়েছে معروف ভাই?

    @নুরুল আলম: হারামিফোন যতক্ষন কাজ করে ততক্ষনই ওদের সাথে হারামিগিরি করতে হবে। আর গতকাল টিটির মডারেটর সাইফুল ভাইকে ব্যাপারটা জানাইছি। উনি বলেছেন ওই বেয়াদপকে ব্যান মারা হইছে।

ভাই আমার সিমে টাকা এবং mb দুইটাই আছে।
টাকা এবং mb কি কাটবে প্লিস বলেন

    @সুমন সিরাজুল: Tricks টা তো বন্ধ করে দিয়েছে। আর হ্যাঁ সবসময় এসব ট্রিকস ব্যবহারের সময় সিমে টাকা এবং এমবি রাখবেন না।

ভাই এই ধরনের অবৈধ ফ্রি নেটের টিপস শেয়ার করা হতে বিরত থাকুন। ধন্যবাদ।