প্রিয় টিউনারবাসী,
আমি জীবনেও ফ্রি নেট নিয়ে টিউন করিনি। কারণ জানি কাজ না হলে আপনারা আমাকে ছাড়বেন না। তবুও আজ নিজে ট্রিকসটা ইউজ করে বাধ্য হয়েই জরুরী ভিত্তিতে শেয়ার করলাম। এক ভাইয়ের থেকে শুনেই সাথে সাথে ট্রিকসটা নিয়ে কাজ শুরু করলাম। আর কাজও হয়ে গেল! একটা গান ডাউনলোডে লাগায় দিলাম সেটাও নামছে ধুমসে। এখন আপনারাই বলেন শেয়ার না করে যাই কোথায়? তবে আমি আবারো বলছি, আপনারাও চেষ্টা করুন হলে জানাবেন।
আমি কক্ষনই ফ্রি নেট নিয়ে টিউন না করায় ভয়ে ভয়ে টিউন করলাম দয়া করে কাজ হলে জানাবেন। আমি জানি আপনারা আমার টিউনের উপর আস্থা রাখেন তাই কখনই ভুয়া কিছু শেয়ার থেকে বিরত থাকি। আজকের এই ট্রিকসটা শুধুমাত্র নিজের ১০০% কাজ করার কারনেই শেয়ার করলাম। স্পিডও মোটামুটি ভালো। আর সীমে টাকা না রেখে চেষ্টা করাই ভালো। কারণ হারামীফোনের মতিগতি সম্পর্কে আপনারা সবাই ভালোভাবেই চিনেন। ধন্যবাদ
সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
আমি আজ এমনি তেই google.com লিখে serch দিতেই ডুকে গেল। এখন পর্যন্ত 1 GB use হয়ে গেল..