প্রয়োজনের খাতিরে তো কত কিছুই না জানতে হয়। প্রয়োজন ছাড়া আমাদের কাছে সব কিছুই অপ্রয়োজনীয় লাগে। তবে যাদের প্রয়োজন তাদের জন্যই আজকের টুলসটি। আপনি কি জানতে চাচ্ছেন কোন ইমেইল এড্রেসটি সঠিক অর্থাৎ Valid? এর জন্য তো সহজ উপায় হচ্ছে তাঁকে মেইল পাঠালে সেটা সেন্ড হলেই বোঝা যাবে। কিন্তু মেইল পাঠানোর আগেই কিংবা মেইল পাঠান ছাড়াই যদি আপনি জানতে চান যে সেই ইমেইল এড্রেসটি সঠিক কিনা? তার জন্যই আজকের শেয়ার করা টুলসটি। আপনি এই টুলসের মাধ্যমে সেই ইমেইল এড্রেস এর সার্ভার, আইপি ছাড়াও প্রয়োজনীয় ইনফরমেশন গুলো জানতে পারবেন। এবার যাদের যাদের কাছে টুলসটি প্রয়োজনীয় মনে হল তাঁরা চলুন আমার সাথে।
সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
ধন্যবাদ । বিনুদুন পাইতে চাইলে এই টিউন এর কমেন্ট গুলা পড়েন > http://www.techtunes.io/mobileo/tune-id/305714