আপনার কি অতিরিক্ত ইন্টারনেট ডাটা খরচ হচ্ছে? তাহলে নিয়ে নিন এই সমস্যার সমাধান!

আমরা যারা লিমিটেড নেট ইউজ করি যেমন ১জিবি ২জিব ৩জিবি ইত্যাদি তাদের জন্য ব্রাউজিং এবং ডাউনলোড একটু কষ্টকর! কারন আমরা নিজের ইচ্ছামত কোন জিনিস ডাউনলোড বা ব্রাউজিং করতে পারি না, যেহেতু লিমিটেড নেট!

যাই হোক, এই লিমিটেড নেটের যন্ত্রনার ওপরে মরার উপর খাড়ার ঘা হিসেবে হাজির হয়েছে অতিরিক্ত ব্যান্ডউইথ খরচ! আপনি হয়ত মাঝে মাঝেই খেয়াল করেছেন যে আপনি বেশি ব্রাউজিং অথবা ডাউনলোড না করা সত্তেও অতিরিক্ত ডাটা খরচ হচ্ছে? এর কারন কি? অনেক ঘোরাঘুরি করে আমি এর সমাধান পেয়েছি তাই আজ আপনাদের সাথেও শেয়ার করলাম।

১। অ্যাড ব্লকার ব্যাবহার

আমাদের অতিরক্ত ইন্টারনেট ডাটা ইউজের প্রধান কারন হচ্ছে ওয়েবসাইট গুলোর অতিরিক্ত বিজ্ঞাপন বা অ্যাড। মাত্রাতিক্ত অ্যাড ব্যাবহারের ফলে সেইসব অ্যাড আমাদের অতিরক্ত ডাটা খরচ করে ফেলছে আর আমাদের নেট তারাতারি শেষ হয়ে যাচ্ছে। 🙁 এর থেকে বাচার উপায় হচ্ছে ব্রাউজারে অ্যাড ব্লকার এর অ্যাডঅন ইউজ করা আমি নিচে একটি বহুল ব্যাবহারকৃত অ্যাডঅন এর ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি। এই অ্যাডঅনটি ব্যাবহার করলে নেট ডাটা খরচ অনেকাংশে কমে যাবে।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

২) প্রক্সি ব্রাউজার ব্যাবহার করা

হ্যা, এটা নেট ইউজ কমানোর আরেকটি ভালো উপায়। সাধারণত মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম জাতীয় ব্রাউজার অতিরক্ত ডাটা কেটে নেয়। এর চেয়ে যদি আপনি অপেরা ব্যাবহার করেন তাহলে অনেক কম নেট ইউজ হবে পাশাপাশি খুব দ্রুত ব্রাউজিংও করতে পারবেন! আমি নিজেই এখন অপেরা ব্যাবহার করছি এবং এর ভক্ত হয়ে গেছি! 🙂

৩) ভাইরাস রিমুভ করা

হ্যা, আপনার কম্পিউটারে যদি প্রচণ্ড ভাইরাসের আক্রমন হয় তাহলেও কিন্তু অতিরিক্ত নেট ডাটা খরচ হতে পারে। তাই এর থেকে বাচার উপায় হচ্ছে একটি ভালো এন্টিভাইরাস ইউজ করা। ভালো অ্যান্টিভাইরাস অর্থাৎ ইন্টারনেট থেকে ডাউনলোড করা পাইরেসি অ্যান্টিভাইরাস না! ভাল দেখে একটা ক্যাস্পারস্কি, নরটন অথবা ম্যাকাফি এন্টিভাইরাস কনে ফেলুন আর ভাইরাস থেকে মুক্তি পেয়ে যাবেন!

আশা করি, এই টিপসগুলো আপনাদের কাজে আসবে। এইগুলো মেনে চললে দেখবেন আপনার নেট ডাটা খরচ অনেকাংশে কমে গিয়েছে! এর বাইরেও আরও কিছু টিপস আছে যেগুলো আপনার ব্যান্ডউইথ খরচ কমাতে পারে... আমি সেগুলো পরবর্তীতে প্রকাশ করবো আমার ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন পাশাপাশি সুস্থ থাকুন। 🙂 ধন্যবাদ।

 

ZubyTech (ব্লগিং এর নতুন দুনিয়া। আজকেই ভিজিট করুন আর আপনার প্রযুক্তির জ্ঞান বৃদ্ধি করুন)

ZubyTech পেইজ (টেক সম্পর্কিত সমস্ত খবরাখবর ফেসবুকেই পেতে এখনই একটি লাইক দিয়ে রাখুন!)

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া অ্যাড ব্লকার এর লিঙ্ক টা কই???

Level 2

Mobile er jonno kisu ase naki?

    @motaleb52: মোবাইলের জন্য কোন অ্যাড ব্লকার নেই তবে আপনি অপেরা অথবা ইউসি ব্রাউজার ব্যাবহার করতে পারেন। 🙂 ধন্যবাদ।

Level 0

Live online streaming (Argentina Vs Germany) 03.09.2014 17: IST 17:45 kick off – International match see on:
onnoshob. blogspot.com /2014/08/argentina-next-match-schedules-2014

@motaleb

Uc browser use koren ota te ads on ase ads block use korte parben.ami nije kori